Ajker Patrika

দুই শিক্ষার্থীকে হারাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চবি, প্রতিনিধি
আপডেট : ১৩ জুলাই ২০২২, ১৪: ১৩
দুই শিক্ষার্থীকে হারাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুই মেধাবী শিক্ষার্থী। অকালে মারা যাওয়া এ দুই শিক্ষার্থী হলেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্রী শাজমিলা উজমা ও লোক প্রশাসন বিভাগের ছাত্র মাহতাব উদ্দীন। 

গতকাল মঙ্গলবার ভোরে নগরীর হালিশহরে বাথরুমে স্ট্রোক করে মারা যান মাহতাব। অন্যদিকে একই দিনে কলকাতা পিজি হাসপাতালে মারা যান শাজমিলা।

জানা যায়, গত সোমবার কলকাতার সড়কে জেব্রা ক্রসিং হয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি বাস মা-মেয়েকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় দুজনকে কলকাতা পিজি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার শাজমিলা মারা যান। নিহত শাজমিলা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. শিরিন আরা চৌধুরীর মেয়ে। এ ঘটনায় ড. শিরিন আরা চৌধুরী আহত হয়েছেন। 

লোক প্রশাসন বিভাগের ছাত্র মাহতাব উদ্দীন। বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যুতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. সেলিনা আখতার বলেন, ‘চিকিৎসার জন্য পরিবারের সদস্যদের নিয়ে ভারতে গিয়েছিলেন অধ্যাপক শিরিন চৌধুরী। কিন্তু গত সোমবার ঈদের দিন রাস্তা পার হওয়ার সময় মা-মেয়েকে বাস চাপা দেয়। দুজনকে হাসপাতালে ভর্তি করালে গতকাল মঙ্গলবার মারা যান ড. শিরিনের মেয়ে শাজমিলা। এ ঘটনায় ড. শিরিনও গুরুতর আহত হন। তবে তিনি শঙ্কামুক্ত আছেন। মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে। এর আগে গতকাল ভোরে চট্টগ্রামের হালিশহর এলাকার বাসভবনে বাথরুমে অচেতন অবস্থায় পাওয়া যায় লোক প্রশাসন বিভাগের মাহতাবকে। পরে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন।’ 

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জহির উদ্দীন বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহতাব বাথরুমে স্ট্রোক করে মারা গেছেন বলে পরিবার থেকে জানিয়েছে। আমরা হাসপাতাল ও বাসায় গিয়ে একই তথ্য জেনেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত