নিজস্ব প্রতিবেদক
ঢাকা: হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত হওয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন সংগঠনটির শফীপন্থী কয়েকজন নেতা।
গতকাল রোববার রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির বাসায় যান মুফতি ফয়জুল্লাহ, হাসনাত আমিনী, মঈনুদ্দিন রুহীসহ বেশ কয়েকজন শফীপন্থী নেতা। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে নানা বিষয়ে কথা হয় তাদের। তবে আলোচনার বিষয়ে পুরোপুরি মুখ না খুললেও কিছু বিষয়ে ইঙ্গিত মিলেছে তাদের কথায়।
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কী নিয়ে বৈঠক হয়েছে জানতে চাইলে মঈনুদ্দিন রুহী প্রথমে বৈঠকের বিষয়টিই অস্বীকার করেন। পরে আজকের পত্রিকাকে বলেন, তেমন কোনও আলোচনা হয়নি। এমনিতেই সৌজন্যসাক্ষাৎ হয়েছে।
আর কোনও বিষয়ে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে বলেন, উল্লেখ করার মতো কিছু হয়নি। তবে সাধারণ ও নিরীহ মানুষকে গ্রেপ্তার না করার জন্য আমরা মন্ত্রীকে আহ্বান জানিয়েছি। একই সঙ্গে কওমি মাদরাসাগুলো খুলে দেওয়ারও আহ্বান জানিয়েছি।
নতুন কমিটি গঠনের বিষয়ে কোনও খবর আছে কিনা জানতে চাইলে রুহী বলেন, দোয়া করেন, অবশ্যই আসবে।
কমিটি বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো পরামর্শ রয়েছে কিনা এমন প্রশ্নে রুহী বলেন, হেফাজতের আগামী দিনে কী হবে, না হবে, সেটাতো আমরাই নির্ধারণ করবো।
তবে বৈঠকে অংশ নেওয়া একাধিক হেফাজত নেতা বলেন, বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। নতুন কমিটির বিষয়েও কথা হয়েছে। সরকারের পক্ষ থেকে কিছু পরামর্শ এসেছে। তবে আরও আলোচনা হবে।
নাম প্রকাশ না করার শর্তে এক নেতা বলেন, আমরা শফীপন্থী ছিলাম, শফীপন্থী আছি এবং শফীপন্থী থাকবো। সংগঠনের প্রতিষ্ঠাতা শাহ আহমদ শফীর আদর্শে সংগঠন সাজাতে চাই। এ লক্ষ্যে কাজ চলছে। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছেও আমরা আমাদের এ ইচ্ছা ব্যক্ত করেছি।
এর আগে ২০ এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বাসায় গিয়েছিলেন হেফাজতে ইসলামের নেতারা। বিলুপ্ত কমিটির মহাসচিব নূরুল ইসলাম জিহাদী, মাহফুজুল হক, আতাউল্লাহ হাফেজীসহ আরও অনেকে সেদিন মন্ত্রীর সঙ্গে বসেছিলেন।
২০২০ সালের ১৫ নভেম্বর জুনায়েদ বাবুনগরীকে আমির ও নূর হোসাইন কাসেমীকে মহাসচিব করে দ্বিতীয়বারের মতো সর্বশেষ কেন্দ্রীয় কমিটি গঠন করে হেফাজতে ইসলাম। ওই বছরের ১৮ সেপ্টেম্বর সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আল্লামা আহমদ শফীর মৃত্যুর কারণে নতুন এ কমিটি করেছিল হেফাজত। এরপর ১৩ ডিসেম্বর মহাসচিব নূর হোসাইন কাসেমী মারা গেলে নায়েবে আমির মাওলানা নুরুল ইসলাম জিহাদী ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পান।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের প্রতিবাদে ঢাকাসহ কয়েকটি জেলায় সহিংসতা ও প্রাণহানির পর দেশব্যাপী হেফাজতের নেতাকর্মীদের ধরপাকড় শুরু করে সরকার। মার্চের এ ঘটনার পরিপ্রেক্ষিতে ২৫ এপ্রিল রাতে সংগঠনটির কমিটি বিলুপ্ত করার কথা জানানো হয়। একই দিন পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটিও গঠন করা হয়েছে।
ঢাকা: হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত হওয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন সংগঠনটির শফীপন্থী কয়েকজন নেতা।
গতকাল রোববার রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির বাসায় যান মুফতি ফয়জুল্লাহ, হাসনাত আমিনী, মঈনুদ্দিন রুহীসহ বেশ কয়েকজন শফীপন্থী নেতা। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে নানা বিষয়ে কথা হয় তাদের। তবে আলোচনার বিষয়ে পুরোপুরি মুখ না খুললেও কিছু বিষয়ে ইঙ্গিত মিলেছে তাদের কথায়।
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কী নিয়ে বৈঠক হয়েছে জানতে চাইলে মঈনুদ্দিন রুহী প্রথমে বৈঠকের বিষয়টিই অস্বীকার করেন। পরে আজকের পত্রিকাকে বলেন, তেমন কোনও আলোচনা হয়নি। এমনিতেই সৌজন্যসাক্ষাৎ হয়েছে।
আর কোনও বিষয়ে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে বলেন, উল্লেখ করার মতো কিছু হয়নি। তবে সাধারণ ও নিরীহ মানুষকে গ্রেপ্তার না করার জন্য আমরা মন্ত্রীকে আহ্বান জানিয়েছি। একই সঙ্গে কওমি মাদরাসাগুলো খুলে দেওয়ারও আহ্বান জানিয়েছি।
নতুন কমিটি গঠনের বিষয়ে কোনও খবর আছে কিনা জানতে চাইলে রুহী বলেন, দোয়া করেন, অবশ্যই আসবে।
কমিটি বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো পরামর্শ রয়েছে কিনা এমন প্রশ্নে রুহী বলেন, হেফাজতের আগামী দিনে কী হবে, না হবে, সেটাতো আমরাই নির্ধারণ করবো।
তবে বৈঠকে অংশ নেওয়া একাধিক হেফাজত নেতা বলেন, বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। নতুন কমিটির বিষয়েও কথা হয়েছে। সরকারের পক্ষ থেকে কিছু পরামর্শ এসেছে। তবে আরও আলোচনা হবে।
নাম প্রকাশ না করার শর্তে এক নেতা বলেন, আমরা শফীপন্থী ছিলাম, শফীপন্থী আছি এবং শফীপন্থী থাকবো। সংগঠনের প্রতিষ্ঠাতা শাহ আহমদ শফীর আদর্শে সংগঠন সাজাতে চাই। এ লক্ষ্যে কাজ চলছে। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছেও আমরা আমাদের এ ইচ্ছা ব্যক্ত করেছি।
এর আগে ২০ এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বাসায় গিয়েছিলেন হেফাজতে ইসলামের নেতারা। বিলুপ্ত কমিটির মহাসচিব নূরুল ইসলাম জিহাদী, মাহফুজুল হক, আতাউল্লাহ হাফেজীসহ আরও অনেকে সেদিন মন্ত্রীর সঙ্গে বসেছিলেন।
২০২০ সালের ১৫ নভেম্বর জুনায়েদ বাবুনগরীকে আমির ও নূর হোসাইন কাসেমীকে মহাসচিব করে দ্বিতীয়বারের মতো সর্বশেষ কেন্দ্রীয় কমিটি গঠন করে হেফাজতে ইসলাম। ওই বছরের ১৮ সেপ্টেম্বর সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আল্লামা আহমদ শফীর মৃত্যুর কারণে নতুন এ কমিটি করেছিল হেফাজত। এরপর ১৩ ডিসেম্বর মহাসচিব নূর হোসাইন কাসেমী মারা গেলে নায়েবে আমির মাওলানা নুরুল ইসলাম জিহাদী ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পান।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের প্রতিবাদে ঢাকাসহ কয়েকটি জেলায় সহিংসতা ও প্রাণহানির পর দেশব্যাপী হেফাজতের নেতাকর্মীদের ধরপাকড় শুরু করে সরকার। মার্চের এ ঘটনার পরিপ্রেক্ষিতে ২৫ এপ্রিল রাতে সংগঠনটির কমিটি বিলুপ্ত করার কথা জানানো হয়। একই দিন পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটিও গঠন করা হয়েছে।
সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে নিহত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য। মঙ্গলবার রাতে একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগার পর কথাকাটাকাটির একপর্যায়ে দুর্বৃত্তরা হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় ঢামেকে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনার তদন্ত করছে।
২ ঘণ্টা আগেঢাকার মূল সড়কগুলোতে ব্যাটারিচালিত অবৈধ রিকশাগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (১৩ মে) অভিযান পরিচালনার সময় বেশ কয়েকটি রিকশা ক্রেন দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। তবে গুঁড়িয়ে দেওয়া তিন রিকশার চালকদের ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।
৩ ঘণ্টা আগেকুষ্টিয়া সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রী ও দুই শিশুসন্তানকে ধারালো অস্ত্র দিয়ে জখম করেছেন মামুন নামের এক ব্যক্তি। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করলে সেখানে স্ত্রীর মৃত্যু হয়েছে। স্ত্রী-সন্তানদের ওপর নৃশংস হামলার পর মামুন নিজেও গলায় ছুরিকাঘাত করে ‘আত্মহত্যার’ চেষ্টা করেন।
৩ ঘণ্টা আগেবরিশাল নগরীতে যুবলীগ নেতার হয়ে জমি দখলচেষ্টার ঘটনায় অভিযুক্ত মহানগর বিএনপির দুই যুগ্ম আহ্বায়ককে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় দেওয়া শোকজে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় বিএনপি। বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল কবির রিজভী শোকজে স্বাক্ষর করেছেন।
৩ ঘণ্টা আগে