উত্তরা (ঢাকা) প্রতিনিধি
সিঙ্গাপুর থেকে আসা চার প্রবাসী যাত্রীর লাগেজ থেকে স্বর্ণালংকার, মোবাইল ফোন, প্রসাধনীসহ বিভিন্ন মালপত্র চুরির অভিযোগ উঠেছে। তবে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের দাবি, ঢাকায় এমন ঘটনা ঘটেনি।
মালামাল চুরির অভিযোগ আনা ওই চার যাত্রী সিঙ্গাপুর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে গত রোববার সন্ধ্যায় ঢাকায় অবতরণ করেন। লাগেজ থেকে স্বর্ণালংকারসহ মালপত্র গায়েবের বিষয়টি বুঝতে পেরে তাঁরা বিমানবন্দরে হইচই করেন। তাঁদের একজন মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা সুলপুর গ্রামের বাসিন্দা শিশির খান গতকাল সোমবার সন্ধ্যায় আজকের পত্রিকাকে বলেন, তিনি সিঙ্গাপুরে নির্মাণশ্রমিক হিসেবে কাজ করে চার বছর পর দেশে ফিরেছেন। সিঙ্গাপুরে বিমানে ওঠার সময় তাঁর হাতব্যাগে প্রায় ৭০ গ্রাম স্বর্ণালংকার ছিল। ব্যাগটি বড় হওয়ায় বিমানের লোকদের পরামর্শে লক করে তাঁদের হাতে দেন। তাঁরা তাঁকে একটি স্লিপ দেন। ঢাকায় বিমানবন্দরে লাগেজ পাওয়ার পর দেখেন, লক ভাঙা, চেইন খোলা। ব্যাগটি খুলে দেখেন স্বর্ণালংকারের বাক্সগুলো ফাঁকা। বাক্সগুলোতে একটা হার, দুটি চেইন, আধা ভরির ব্রেসলেট, চার সেট কানের দুল ছিল।
শিশির খান বলেন, এ ছাড়া একজনের একটি মোবাইল ফোন, আরেকজনের কিছু দামি কসমেটিকস, পারফিউম ও মেডিসিন এবং ব্রাহ্মণবাড়িয়ার ফকরুদ্দিনের একটি ২৯ গ্রামের নেকলেস, ৩ গ্রামের গলার চেইন ও তিনটি মোবাইল ফোন খোয়া গেছে। তাঁরা এ নিয়ে বিমানবন্দরে হইচই করেন, অভিযোগ করেন। তাঁরা তদন্ত করার কথা বলেছেন। মঙ্গলবার তিনি মামলা করবেন।
বিমানবন্দর থানার ওসি মো. আজিজুল হক মিঞা বলেন, তাঁরা মামলা করলে তদন্ত করা হবে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, সিঙ্গাপুর থেকে রোববার সন্ধ্যায় আসা চার যাত্রী বেল্ট থেকে লাগেজ নেওয়ার পর মূল্যবান সামগ্রী খোয়া যাওয়ার অভিযোগ করেন। ঢাকায় অবতরণের পরে লাগেজ খোলা অবস্থায় পাওয়া গেছে বলে গ্রাউন্ড হ্যান্ডলিং সদস্যরা বিমানবন্দর কর্তৃপক্ষকে জানান। যাত্রীদের লিখিত অভিযোগের ভিত্তিতে সিঙ্গাপুর বিমানবন্দরের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং হযরত শাহজালাল বিমানবন্দরেও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
সিঙ্গাপুর থেকে আসা চার প্রবাসী যাত্রীর লাগেজ থেকে স্বর্ণালংকার, মোবাইল ফোন, প্রসাধনীসহ বিভিন্ন মালপত্র চুরির অভিযোগ উঠেছে। তবে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের দাবি, ঢাকায় এমন ঘটনা ঘটেনি।
মালামাল চুরির অভিযোগ আনা ওই চার যাত্রী সিঙ্গাপুর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে গত রোববার সন্ধ্যায় ঢাকায় অবতরণ করেন। লাগেজ থেকে স্বর্ণালংকারসহ মালপত্র গায়েবের বিষয়টি বুঝতে পেরে তাঁরা বিমানবন্দরে হইচই করেন। তাঁদের একজন মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা সুলপুর গ্রামের বাসিন্দা শিশির খান গতকাল সোমবার সন্ধ্যায় আজকের পত্রিকাকে বলেন, তিনি সিঙ্গাপুরে নির্মাণশ্রমিক হিসেবে কাজ করে চার বছর পর দেশে ফিরেছেন। সিঙ্গাপুরে বিমানে ওঠার সময় তাঁর হাতব্যাগে প্রায় ৭০ গ্রাম স্বর্ণালংকার ছিল। ব্যাগটি বড় হওয়ায় বিমানের লোকদের পরামর্শে লক করে তাঁদের হাতে দেন। তাঁরা তাঁকে একটি স্লিপ দেন। ঢাকায় বিমানবন্দরে লাগেজ পাওয়ার পর দেখেন, লক ভাঙা, চেইন খোলা। ব্যাগটি খুলে দেখেন স্বর্ণালংকারের বাক্সগুলো ফাঁকা। বাক্সগুলোতে একটা হার, দুটি চেইন, আধা ভরির ব্রেসলেট, চার সেট কানের দুল ছিল।
শিশির খান বলেন, এ ছাড়া একজনের একটি মোবাইল ফোন, আরেকজনের কিছু দামি কসমেটিকস, পারফিউম ও মেডিসিন এবং ব্রাহ্মণবাড়িয়ার ফকরুদ্দিনের একটি ২৯ গ্রামের নেকলেস, ৩ গ্রামের গলার চেইন ও তিনটি মোবাইল ফোন খোয়া গেছে। তাঁরা এ নিয়ে বিমানবন্দরে হইচই করেন, অভিযোগ করেন। তাঁরা তদন্ত করার কথা বলেছেন। মঙ্গলবার তিনি মামলা করবেন।
বিমানবন্দর থানার ওসি মো. আজিজুল হক মিঞা বলেন, তাঁরা মামলা করলে তদন্ত করা হবে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, সিঙ্গাপুর থেকে রোববার সন্ধ্যায় আসা চার যাত্রী বেল্ট থেকে লাগেজ নেওয়ার পর মূল্যবান সামগ্রী খোয়া যাওয়ার অভিযোগ করেন। ঢাকায় অবতরণের পরে লাগেজ খোলা অবস্থায় পাওয়া গেছে বলে গ্রাউন্ড হ্যান্ডলিং সদস্যরা বিমানবন্দর কর্তৃপক্ষকে জানান। যাত্রীদের লিখিত অভিযোগের ভিত্তিতে সিঙ্গাপুর বিমানবন্দরের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং হযরত শাহজালাল বিমানবন্দরেও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
১৩ মিনিট আগেঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
১৫ মিনিট আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
২১ মিনিট আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
৩৪ মিনিট আগে