নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলাকালে শিক্ষার্থীদের ব্যবহার করে বনানী সেতু ভবনে হামলার মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীসহ ছয়জনকে আবারও তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রশিদুল আলম রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন।
অন্যদিকে গণ অধিকার পরিষদের আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর ওরফে ভিপি নুর ও বিএনপি সমর্থক মাহমুদুস সালেহীনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন অপর একটি আদালত।
রিজভী ছাড়াও অন্য যাঁদের রিমান্ডে নেওয়া হয়েছে তারা হলেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী সায়েদুল আলম বাবুল, ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব আমিনুল হক, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ও বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এম এ সালাম।
ঢাকার আদালতের বনানী থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই শাহ আলম ছয়জনের রিমান্ডে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
মেট্রোরেলের কাজীপাড়া স্টেশনে হামলা, ভাঙচুর ও লুটপাটের মামলায় এই ছয়জনকে পাঁচ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। তাঁদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এরপর বনানী সেতু ভবনে হামলার মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক আবু সাঈদ রিজভীসহ ছয়জনকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। একই সঙ্গে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন।
পরে তাঁদের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলমের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে এই আদালত প্রত্যেকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই নিয়ে এই ছয়জনকে তৃতীয় দফা রিমান্ডে নেওয়া হলো।
ভিপি নুর কারাগারে:
গণ অধিকার পরিষদের আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর ওরফে ভিপি নুর ও বিএনপি সমর্থক মাহমুদুস সালেহীনকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত ২৮ জুলাই এই দুজনকে রাজধানীর কাজীপাড়ায় মেট্রোরেল স্টেশনে হামলার মামলায় পাঁচ দিনের রিমান্ডে দেওয়া হয়। রিমান্ড শেষে আজ তাঁদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।
এঁদের নতুন কোনো মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন, এমনকি রিমান্ডের আবেদন করা হয়নি। পরে শুনানি শেষে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ভিপি নুর ও মাহমুদুস সালেহীনকে দুই দফা রিমান্ডে নেওয়ার পর কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
একই মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও দলটির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন ও জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য এবং গাজীপুর জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি ড. মো. সামিউল হক ফারুকীকেও কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। তাঁদেরও পাঁচ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিবি পরিদর্শক মহিদুল আলম।
আরও ৬৩ জন কারাগারে:
আদালত সূত্রে জানা যায়, রাজধানীর বিভিন্ন থানায় গ্রেপ্তার আরও ৬৩ জনকে আদালতে হাজির করলে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত ২১ জুলাই ১১৯ জন, ২২ জুলাই ৩৫৫, ২৩ জুলাই ৪৬৭, ২৪ জুলাই ৪২৩, ২৫ জুলাই ২৩৪, ২৬ জুলাই ২৮৪, ২৭ জুলাই ১৭২, ২৮ জুলাই ১৩১, ২৯ জুলাই ১০৫, ৩০ জুলাই ১৩৪ ও ৩১ জুলাই ৭৬ জনকে কারাগারে পাঠানো হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলাকালে শিক্ষার্থীদের ব্যবহার করে বনানী সেতু ভবনে হামলার মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীসহ ছয়জনকে আবারও তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রশিদুল আলম রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন।
অন্যদিকে গণ অধিকার পরিষদের আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর ওরফে ভিপি নুর ও বিএনপি সমর্থক মাহমুদুস সালেহীনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন অপর একটি আদালত।
রিজভী ছাড়াও অন্য যাঁদের রিমান্ডে নেওয়া হয়েছে তারা হলেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী সায়েদুল আলম বাবুল, ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব আমিনুল হক, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ও বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এম এ সালাম।
ঢাকার আদালতের বনানী থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই শাহ আলম ছয়জনের রিমান্ডে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
মেট্রোরেলের কাজীপাড়া স্টেশনে হামলা, ভাঙচুর ও লুটপাটের মামলায় এই ছয়জনকে পাঁচ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। তাঁদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এরপর বনানী সেতু ভবনে হামলার মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক আবু সাঈদ রিজভীসহ ছয়জনকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। একই সঙ্গে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন।
পরে তাঁদের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলমের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে এই আদালত প্রত্যেকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই নিয়ে এই ছয়জনকে তৃতীয় দফা রিমান্ডে নেওয়া হলো।
ভিপি নুর কারাগারে:
গণ অধিকার পরিষদের আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর ওরফে ভিপি নুর ও বিএনপি সমর্থক মাহমুদুস সালেহীনকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত ২৮ জুলাই এই দুজনকে রাজধানীর কাজীপাড়ায় মেট্রোরেল স্টেশনে হামলার মামলায় পাঁচ দিনের রিমান্ডে দেওয়া হয়। রিমান্ড শেষে আজ তাঁদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।
এঁদের নতুন কোনো মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন, এমনকি রিমান্ডের আবেদন করা হয়নি। পরে শুনানি শেষে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ভিপি নুর ও মাহমুদুস সালেহীনকে দুই দফা রিমান্ডে নেওয়ার পর কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
একই মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও দলটির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন ও জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য এবং গাজীপুর জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি ড. মো. সামিউল হক ফারুকীকেও কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। তাঁদেরও পাঁচ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিবি পরিদর্শক মহিদুল আলম।
আরও ৬৩ জন কারাগারে:
আদালত সূত্রে জানা যায়, রাজধানীর বিভিন্ন থানায় গ্রেপ্তার আরও ৬৩ জনকে আদালতে হাজির করলে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত ২১ জুলাই ১১৯ জন, ২২ জুলাই ৩৫৫, ২৩ জুলাই ৪৬৭, ২৪ জুলাই ৪২৩, ২৫ জুলাই ২৩৪, ২৬ জুলাই ২৮৪, ২৭ জুলাই ১৭২, ২৮ জুলাই ১৩১, ২৯ জুলাই ১০৫, ৩০ জুলাই ১৩৪ ও ৩১ জুলাই ৭৬ জনকে কারাগারে পাঠানো হয়।
নারায়ণগঞ্জে দুই সপ্তাহের ব্যবধানে জেলা বিএনপির আওতাধীন আট নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এসব আদেশের পেছনে রয়েছে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, খুন ও চাঁদাবাজির অভিযোগ। কিন্তু এভাবে একের পর এক বহিষ্কার করেও বিএনপির নেতা-কর্মীদের লাগাম টেনে ধরা যাচ্ছে না। উল্টো তাঁরা নতুন নতুন অভিযোগে প্রশ্নবিদ্ধ...
২ ঘণ্টা আগে২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে গত এক বছরে বগুড়ায় একের পর এক উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলেও জেলা পুলিশের সদস্যরা কোথাও লাঠিপেটা, কাঁদানে গ্যাসের শেল বা রাবার বুলেট চালানোর মতো বলপ্রয়োগ করেনি। রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ৩৭ লাখ জনসংখ্যার এই জেলায় নানা ধরনের অপরাধ সংঘটিত হলেও গত বছরের ৫ আগস্টের পর...
৪ ঘণ্টা আগেফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার দোসরেরা উদ্দেশ্যমূলকভাবে বিচার বিভাগকে বিতর্কিত করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ফোরামের সভাপতি জয়নুল আবেদীন।
৪ ঘণ্টা আগেঅ্যানিমেল হাজবেন্ড্রি ও ডক্টর অব ভেটিরিনারি মেডিসিন উভয় ডিসিপ্লিনের সমন্বয়ে কম্বাইন্ড ডিগ্রি প্রদানের দাবিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বরিশাল ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ দাবিতে অ্যানিমেল হাজবেন্ড্রি বিভাগের শিক্ষার্থীরা এ
৪ ঘণ্টা আগে