Ajker Patrika

গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১০ 

গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১০ 

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে আরও ১০ জন বাসযাত্রী। আহতেরা গোপালগঞ্জ সদর হাসপাতালসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। 

গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। 

নিহতেরা হলেন—খুলনার ডুমুরিয়ার সাহাপুর এলাকার রাজুর স্ত্রী সায়মা বেগম (২৪) এবং একই জেলার রূপসা এলাকার মো. আলিম উদ্দিন শেখের ছেলে মিজান শেখ (২৮)। 

এসব তথ্য নিশ্চিত করেছেন ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. আবুল হাশেম মজুমদার। তিনি আজকের পত্রিকাকে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস গোপালগঞ্জের বিজয় পাশা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী হার্ডবোর্ড বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় যানবাহন দুটি রাস্তা পাশে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই সায়মা ও মিজান নামে দুজন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ১০ জন বাসযাত্রী। 

তিনি আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে গোপালগঞ্জ সদর থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। আহতদের মধ্যে ৫ জন ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

পুলিশের কর্মকর্তা বলেন, নিহতদের লাশ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত