সাভার (ঢাকা) প্রতিনিধি
সাভারের আশুলিয়ায় ৩৩ কেভি লাইনের খুঁটিতে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে মোবারক হোসেন (৩১) নামে এক বিদ্যুৎকর্মীর মৃত্যু হয়েছে। আজ বুধবার আশুলিয়ার চারাবাগ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।
নিহত বিদ্যুৎকর্মী ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর অধীনে আশুলিয়া সাব-জোনাল অফিসের বিরুলিয়া এরিয়া অফিসের লাইনম্যান (গ্রেড-১) হিসেবে কাজ করতেন। তিনি শেরপুর জেলার শ্রীবরদী থানার কুরুয়া গ্রামের মো. আসাদুজ্জামানের ছেলে।
ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. মাশফিকুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় কারও গাফিলতি আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার তদন্তে চার সদস্যের একটি কমিটি করা হয়েছে। তাঁরা ইতিমধ্যে কাজ শুরু করেছেন। আগামী পাঁচ-ছয় দিনের মধ্যে তদন্ত কমিটি রিপোর্ট প্রদান করবে।’
জানা যায়, আশুলিয়ার চারাবাগ এলাকায় স্ত্রী-সন্তানদের নিয়ে ভাড়াবাসায় বসবাস করতেন মোবারক হোসেন। তার তিন বছরের একটি মেয়ে ও দুই বছরের ছেলেসন্তান আছে। প্রায় আট বছর ধরে পল্লী বিদ্যুতে চাকরি করেন তিনি।
আজ (বুধবার) চারাবাগ এনআরএস রাবার অ্যান্ড প্লাস্টিক কারখানার সামনে ৩৩ কেভি লাইনের বিদ্যুতের খুঁটিতে বাইপাস ব্লেড খুলতে খুঁটিতে ওঠেন মোবারক হোসেন। তাঁর সহযোগী হিসেবে নিচে ছিলেন অপর পল্লী বিদ্যুৎকর্মী সুবল কুমার দে। হাই ভোল্টেজের ওই লাইনের সঙ্গে সংযুক্ত ছিল ডেফোডিল ইউনিভার্সিটি, মেট্রো ইন্ডাস্ট্রিজ, মুরাদ অ্যাপারেলস ও পল্লী বিদ্যুতের একটি সাব-স্টেশন।
সুবল কুমার দে বলেন, ‘আমরা যেই লাইনে কাজ করছিলাম, সেখানে তিনটি ৩৩ কেভির গ্রাহক ও আমাদের একটি সাবস্টেশন সংযুক্ত ছিল। কাজ করার আগে সবার লোড শূন্য করার কথা ছিল। আমাদের জানানো হয়েছিল, সব লোড শূন্য করা হয়েছে, কিন্তু আমার ধারণা, কেউ না কেউ লাইন চালু রেখেছিল, তাই ফ্ল্যাশিং হয়ে মোবারকের শরীরে আগুন ধরে যায়। পরে স্থানীয়দের সহায়তায় তাঁকে উদ্ধার করি।’
এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) অপূর্ব সাহা আজকের পত্রিকাকে বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় তাঁদের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সাভারের আশুলিয়ায় ৩৩ কেভি লাইনের খুঁটিতে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে মোবারক হোসেন (৩১) নামে এক বিদ্যুৎকর্মীর মৃত্যু হয়েছে। আজ বুধবার আশুলিয়ার চারাবাগ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।
নিহত বিদ্যুৎকর্মী ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর অধীনে আশুলিয়া সাব-জোনাল অফিসের বিরুলিয়া এরিয়া অফিসের লাইনম্যান (গ্রেড-১) হিসেবে কাজ করতেন। তিনি শেরপুর জেলার শ্রীবরদী থানার কুরুয়া গ্রামের মো. আসাদুজ্জামানের ছেলে।
ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. মাশফিকুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় কারও গাফিলতি আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার তদন্তে চার সদস্যের একটি কমিটি করা হয়েছে। তাঁরা ইতিমধ্যে কাজ শুরু করেছেন। আগামী পাঁচ-ছয় দিনের মধ্যে তদন্ত কমিটি রিপোর্ট প্রদান করবে।’
জানা যায়, আশুলিয়ার চারাবাগ এলাকায় স্ত্রী-সন্তানদের নিয়ে ভাড়াবাসায় বসবাস করতেন মোবারক হোসেন। তার তিন বছরের একটি মেয়ে ও দুই বছরের ছেলেসন্তান আছে। প্রায় আট বছর ধরে পল্লী বিদ্যুতে চাকরি করেন তিনি।
আজ (বুধবার) চারাবাগ এনআরএস রাবার অ্যান্ড প্লাস্টিক কারখানার সামনে ৩৩ কেভি লাইনের বিদ্যুতের খুঁটিতে বাইপাস ব্লেড খুলতে খুঁটিতে ওঠেন মোবারক হোসেন। তাঁর সহযোগী হিসেবে নিচে ছিলেন অপর পল্লী বিদ্যুৎকর্মী সুবল কুমার দে। হাই ভোল্টেজের ওই লাইনের সঙ্গে সংযুক্ত ছিল ডেফোডিল ইউনিভার্সিটি, মেট্রো ইন্ডাস্ট্রিজ, মুরাদ অ্যাপারেলস ও পল্লী বিদ্যুতের একটি সাব-স্টেশন।
সুবল কুমার দে বলেন, ‘আমরা যেই লাইনে কাজ করছিলাম, সেখানে তিনটি ৩৩ কেভির গ্রাহক ও আমাদের একটি সাবস্টেশন সংযুক্ত ছিল। কাজ করার আগে সবার লোড শূন্য করার কথা ছিল। আমাদের জানানো হয়েছিল, সব লোড শূন্য করা হয়েছে, কিন্তু আমার ধারণা, কেউ না কেউ লাইন চালু রেখেছিল, তাই ফ্ল্যাশিং হয়ে মোবারকের শরীরে আগুন ধরে যায়। পরে স্থানীয়দের সহায়তায় তাঁকে উদ্ধার করি।’
এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) অপূর্ব সাহা আজকের পত্রিকাকে বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় তাঁদের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
১৭ মিনিট আগেঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
১৯ মিনিট আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
২৫ মিনিট আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
৩৮ মিনিট আগে