Ajker Patrika

বালিয়াকান্দিতে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী আটক

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় মনিরা বেগম ওরফে ছকিনা (৪২) নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামী মো. মিঠু শেখের বিরুদ্ধে। আজ শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার পাইককান্দি গ্রামের নিজ বাড়ি থেকে মনিরার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত মনিরা বেগম একই গ্রামের মমিন শেখের মেয়ে। ২০০১ সালে আব্দুর রব মিয়ার ছেলে মিঠু শেখের সঙ্গে তাঁর বিয়ে হয়।

নিহতের স্বজনেরা জানান, দীর্ঘদিন ধরে মিঠু ও মনিরার দাম্পত্যকলহ চলছিল। মিঠুর বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িত থাকার অভিযোগও করেন তাঁরা। আজ সকালে মিঠুর পরিবারের সদস্যরা মনিরার লাশ দেখতে পান। গত বৃহস্পতিবার রাতে মনিরাকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে তাঁদের ধারণা।

রাজবাড়ীর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকার বলেন, সকালে মনিরার লাশ উদ্ধার করা হয়েছে। তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্বামী মিঠু শেখকে আটক করা হয়েছে। ঘটনায় যাঁরাই জড়িত বা ইন্ধনদাতা, সবাইকে আইনের আওতায় আনা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেটের ক্ষুধায় খেয়েছেন ২৯ চামচ, ১৯ টুথব্রাশ

জাতিসংঘে বিশাল বহর নিয়ে গিয়ে পতিত সরকারের চর্চা করল অন্তর্বর্তী সরকার: টিআইবি

স্ত্রীকে নিয়ে টানাটানি করা সেই দুই পুরুষের জামিন, কারাফটকে উত্তেজনা

উত্তর দিক থেকে সিগন্যাল নেই—শাপলা প্রতীক না পাওয়ার কারণ জানালেন হাসনাত

জোর করে বৃদ্ধের চুল কেটে দেওয়া বেআইনি ও সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন— ভাইরাল ভিডিও নিয়ে আসক

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত