সাভার (ঢাকা) প্রতিনিধি
সাভারের আশুলিয়ায় একটি কবরস্থান থেকে পাঁচ নারীর কঙ্কাল চুরি হয়েছে। আজ শুক্রবার সকালে স্থানীয় লোকজন কয়েকটি কবরের মাটি খোঁড়া অবস্থায় দেখতে পায়।
স্থানীয়রা জানায়, আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের দরগারপাড় এলাকার গাজীর দরগা সরকারি কবরস্থানটিতে নারী-পুরুষের কবরের স্থান আলাদা করা আছে। সেখানে নারীদের কবরস্থান থেকে কঙ্কাল চুরি হয়েছে। স্থানীয়দের ধারণা, গভীর রাতে কবরগুলো খোঁড়া হয়েছে।
মাহমুদা খানম নামের স্থানীয় এক স্কুলশিক্ষিকা বলেন, ‘দেড় বছর আগে আমার মাকে এখানে কবর দেওয়া হয়েছিল। এর পর থেকে প্রতি শুক্রবার মায়ের কবর জিয়ারত করতে আসি। তবে আজ সকালে এসে দেখি, মায়ের কবরে গর্ত। মনে হলো, কবরে মায়ের কঙ্কাল নেই। পরে দেখি, আশপাশের আরও কয়েকটি কবরের একই অবস্থা। পরে আশপাশের লোকজনকে বিষয়টি জানাই।’
স্থানীয় বাসিন্দা মোখলেছুর রহমান বলেন, যে কবরগুলো থেকে কঙ্কাল চুরি হয়েছে, সেগুলো সবই পুরোনো কবর। এই কবরস্থানে অনেক বেওয়ারিশ লাশও কবর দেওয়া হয়।
এর আগে ২০২১ সালে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের জান্নাতুল বাকী কবরস্থান থেকে ১৬টি, ২০১৯ সালে আশুলিয়া ইউনিয়নের শ্রীখণ্ডীয়া কবরস্থান থেকে ৭টি এবং ২০১৫ সালে পাথালিয়া ইউনিয়নের গোকুলনগর কবরস্থান থেকে ১৩টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছিল। তবে সেসব ঘটনায় কাউকে আটক করার কথা শোনা যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে আশুলিয়া থানার ডিউটি কর্মকর্তা সুমন চন্দ্র গাইন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা এখনো এ ধরনের কোনো খবর পাইনি। পেলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
সাভারের আশুলিয়ায় একটি কবরস্থান থেকে পাঁচ নারীর কঙ্কাল চুরি হয়েছে। আজ শুক্রবার সকালে স্থানীয় লোকজন কয়েকটি কবরের মাটি খোঁড়া অবস্থায় দেখতে পায়।
স্থানীয়রা জানায়, আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের দরগারপাড় এলাকার গাজীর দরগা সরকারি কবরস্থানটিতে নারী-পুরুষের কবরের স্থান আলাদা করা আছে। সেখানে নারীদের কবরস্থান থেকে কঙ্কাল চুরি হয়েছে। স্থানীয়দের ধারণা, গভীর রাতে কবরগুলো খোঁড়া হয়েছে।
মাহমুদা খানম নামের স্থানীয় এক স্কুলশিক্ষিকা বলেন, ‘দেড় বছর আগে আমার মাকে এখানে কবর দেওয়া হয়েছিল। এর পর থেকে প্রতি শুক্রবার মায়ের কবর জিয়ারত করতে আসি। তবে আজ সকালে এসে দেখি, মায়ের কবরে গর্ত। মনে হলো, কবরে মায়ের কঙ্কাল নেই। পরে দেখি, আশপাশের আরও কয়েকটি কবরের একই অবস্থা। পরে আশপাশের লোকজনকে বিষয়টি জানাই।’
স্থানীয় বাসিন্দা মোখলেছুর রহমান বলেন, যে কবরগুলো থেকে কঙ্কাল চুরি হয়েছে, সেগুলো সবই পুরোনো কবর। এই কবরস্থানে অনেক বেওয়ারিশ লাশও কবর দেওয়া হয়।
এর আগে ২০২১ সালে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের জান্নাতুল বাকী কবরস্থান থেকে ১৬টি, ২০১৯ সালে আশুলিয়া ইউনিয়নের শ্রীখণ্ডীয়া কবরস্থান থেকে ৭টি এবং ২০১৫ সালে পাথালিয়া ইউনিয়নের গোকুলনগর কবরস্থান থেকে ১৩টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছিল। তবে সেসব ঘটনায় কাউকে আটক করার কথা শোনা যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে আশুলিয়া থানার ডিউটি কর্মকর্তা সুমন চন্দ্র গাইন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা এখনো এ ধরনের কোনো খবর পাইনি। পেলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
লক্ষ্মীপুরে ছাত্রলীগ-যুবলীগের পিটুনিতে মানসিক ভারসাম্যহীন ছাত্রদল নেতা সুলতান বাপ্পীর চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সে অনুযায়ী চিকিৎসা করাতে আজ মঙ্গলবার সকালে সুলতান বাপ্পীকে নিয়ে পরিবারের লোকজন ঢাকায় গিয়েছেন।
২৩ মিনিট আগেরংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্র সংসদ (ব্রাকসু) নির্বাচনের দাবিতে চলমান আমরণ অনশন ভেঙেছেন ২ শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মো. শওকাত আলী ১০ কার্যদিবসের মধ্যে প্রক্রিয়া এগিয়ে নেওয়ার আশ্বাস দেওয়ায় ৩৭ ঘণ্টা পর সোমবার (১৮ আগস্ট) রাত ১২টার দিকে অনশন ভাঙেন তাঁরা।
২ ঘণ্টা আগেএবার পানিতে গেল যশোরের মনিরামপুর মুক্তেশ্বরী ডিগ্রি কলেজের মাঠ ভরাটের সাড়ে তিন লাখ টাকা। টিআর ও কলেজ ফান্ডের বরাদ্দের টাকায় নদী খুঁড়ে বালু দিয়ে ভরাটের ১০-১৫ দিনের মাথায় ডুবে গেছে কলেজের মাঠ। এখন কলেজের মাঠে হাঁটুপানি। এ ছাড়া প্রায় এক ফুট পরিমাণ পানিতে ডুবে গেছে ভবনের নিচতলার শ্রেণিকক্ষ।
৮ ঘণ্টা আগেচার বছর ধরে বন্ধ এতিমখানার কার্যক্রম। কিন্তু সরকারি বরাদ্দের টাকা তোলা হচ্ছে নিয়মিত। সিরাজগঞ্জের কাজীপুরে একটি এতিমখানার কমিটির লোকজনের বিরুদ্ধে এই টাকা তুলে আত্মসাতের অভিযোগ উঠেছে। উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের চকপাড়া গ্রামে অবস্থিত এই এতিমখানার নাম ‘মোহাম্মদ আলী শিশুসদন’।
৮ ঘণ্টা আগে