সাভার (ঢাকা) প্রতিনিধি
সাভারের আমিনবাজারে তুরাগ নদে বালুভর্তি বাল্কহেডের ধাক্কায় ইঞ্জিনচালিত নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল।
আজ শনিবার ভোর সাড়ে ৫টার দিকে সাভারের আমিনবাজারের তুরাগ নদে ইঞ্জিনচালিত নৌকা কেবলার চর থেকে গাবতলীর দ্বীপনগর পাড়ে যাওয়ার সময় নদীর মাঝপথে উভয় দিক থেকে দুই বালুভর্তি কার্গো যাত্রীবাহী ট্রলারের ওপরে উঠে যায়। এ সময় ট্রলার থেকে কেউ কেউ সাঁতরে তীরে পৌঁছালেও ৫ শিশু ও দুই নারী নিখোঁজ হন।
বড়দেশী এলাকার নারী চমক জান জানান, তিনি তাঁর দুই মেয়ে ও ৩ নাতিকে হারিয়েছেন। তাঁর মেয়েরা হলেন সোয়ালা (২০) ও রুপায়ন (২৪) এবং ৩ নাতি জেসমিন (২), আরমান (৫) ও ইমরান (৪)। চমক জানের মেয়েরা নদীর পাশে কয়লা লোড আনলোডের শ্রমিক হিসেবে কাজ করত।
বড়দেশী এলাকার শ্রমিক রুপায়ন ও হোসাইন দম্পতি আজকের পত্রিকাকে বলেন, তাঁরা নৌকায় ছিলেন। তাঁদের নিখোঁজ দুই মেয়ে হল ফারহা মনি (৫) ও আলমিনা (৮)। দেড় বছরের টুম্পাকে সঙ্গে নিয়ে সাঁতরে উঠতে পেরেছিলেন রুপায়ন।
ফায়ার সার্ভিস জানায়, যাত্রীবাহী ট্রলারটিতে শিশুসহ মোট ১৮ জন যাত্রী ছিলেন। সবাই দিনমজুর শ্রমিক। ট্রলার ডুবে গেলে ১১ জন সাতঁরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হয় ৭ জন। খবর পেয়ে সাভার ও হেডকোয়ার্টার ফায়ার সার্ভিসসহ একাধিক ডুবুরি দল উদ্ধার অভিযান পরিচালনা করছে। পাশাপাশি সাভার থানা ও নৌ পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।
ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মাহফুজুর রহমান বলেন, নিখোঁজ ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁদের বিস্তারিত পরিচয় এখনো মেলেনি। বাকিদের উদ্ধার করতে অভিযান চলছে।
জানা যায় নিখোঁজরা মূলত সিলেটের বাসিন্দা। কয়লার কাজ চলাকালীন সময়ে তাঁরা সিলেট থেকে এই এলাকায় এসে কাজ করত। সবাই আমিনবাজার ইউনিয়নের বড়দেশী গ্রামে ভাড়া থাকত।
সাভারের আমিনবাজারে তুরাগ নদে বালুভর্তি বাল্কহেডের ধাক্কায় ইঞ্জিনচালিত নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল।
আজ শনিবার ভোর সাড়ে ৫টার দিকে সাভারের আমিনবাজারের তুরাগ নদে ইঞ্জিনচালিত নৌকা কেবলার চর থেকে গাবতলীর দ্বীপনগর পাড়ে যাওয়ার সময় নদীর মাঝপথে উভয় দিক থেকে দুই বালুভর্তি কার্গো যাত্রীবাহী ট্রলারের ওপরে উঠে যায়। এ সময় ট্রলার থেকে কেউ কেউ সাঁতরে তীরে পৌঁছালেও ৫ শিশু ও দুই নারী নিখোঁজ হন।
বড়দেশী এলাকার নারী চমক জান জানান, তিনি তাঁর দুই মেয়ে ও ৩ নাতিকে হারিয়েছেন। তাঁর মেয়েরা হলেন সোয়ালা (২০) ও রুপায়ন (২৪) এবং ৩ নাতি জেসমিন (২), আরমান (৫) ও ইমরান (৪)। চমক জানের মেয়েরা নদীর পাশে কয়লা লোড আনলোডের শ্রমিক হিসেবে কাজ করত।
বড়দেশী এলাকার শ্রমিক রুপায়ন ও হোসাইন দম্পতি আজকের পত্রিকাকে বলেন, তাঁরা নৌকায় ছিলেন। তাঁদের নিখোঁজ দুই মেয়ে হল ফারহা মনি (৫) ও আলমিনা (৮)। দেড় বছরের টুম্পাকে সঙ্গে নিয়ে সাঁতরে উঠতে পেরেছিলেন রুপায়ন।
ফায়ার সার্ভিস জানায়, যাত্রীবাহী ট্রলারটিতে শিশুসহ মোট ১৮ জন যাত্রী ছিলেন। সবাই দিনমজুর শ্রমিক। ট্রলার ডুবে গেলে ১১ জন সাতঁরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হয় ৭ জন। খবর পেয়ে সাভার ও হেডকোয়ার্টার ফায়ার সার্ভিসসহ একাধিক ডুবুরি দল উদ্ধার অভিযান পরিচালনা করছে। পাশাপাশি সাভার থানা ও নৌ পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।
ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মাহফুজুর রহমান বলেন, নিখোঁজ ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁদের বিস্তারিত পরিচয় এখনো মেলেনি। বাকিদের উদ্ধার করতে অভিযান চলছে।
জানা যায় নিখোঁজরা মূলত সিলেটের বাসিন্দা। কয়লার কাজ চলাকালীন সময়ে তাঁরা সিলেট থেকে এই এলাকায় এসে কাজ করত। সবাই আমিনবাজার ইউনিয়নের বড়দেশী গ্রামে ভাড়া থাকত।
চট্টগ্রামে অপরিচিত ব্যক্তিদের ধাওয়া খেয়ে একটি মার্কেটের নিচে আশ্রয় নিয়েছিলেন নুরুল ইসলাম চৌধুরী (৬৩)। পাশেই টহল দিচ্ছিল কোতোয়ালি থানা-পুলিশের একটি দল। খবর পেয়ে পুলিশ নুরুল ইসলামকে হেফাজতে নেয়। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশ্রয়ে যাওয়া ব্যক্তির কাছে মিলল বিদেশ থেকে অবৈধভাবে
২৬ মিনিট আগেনওগাঁর মান্দায় দুই ছাত্রীকে বিয়ে করে আলোচনায় আসা মুক্তিযোদ্ধা মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকরাম হোসেনের বিরুদ্ধে ধর্ষণের মামলা হয়েছে। আজ বুধবার মান্দা থানায় মামলাটি করেন ছাত্রীর বাবা। মামলায় প্রধান শিক্ষক আকরাম হোসেনের প্রথম স্ত্রী স্বপ্না খাতুনকেও আসামি করা হয়েছে।
৪৩ মিনিট আগে‘কলিজা টানি ছিঁড়ি ফেলবো—একবারে টানি ছিঁড়ি ফেলবো তোমার, চেনো তুমি—এ চেনো! খুব পাওয়ার দেখাও জামায়াতের, একবারে নিশ্চিহ্ন করি দিবো জামায়াত। চেনো বিএনপি!’ জামায়াতের অঙ্গসংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের এক নেতাকে এভাবে হুমকি দিয়েছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলা বিএনপির আহ্বায়ক আনিছুর রহমান। তাঁর হুমকি দেওয়ার
৪৪ মিনিট আগেঢাকার সাভারে বাসের ধাক্কায় গণস্বাস্থ্য কেন্দ্রের এক সাবেক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আশুলিয়ায় গণস্বাস্থ্য কেন্দ্রের কাছে ঢাকা-আরিচা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম শামসুল মোল্লা (৭০)। তিনি চাঁদপুরের মতলবের বাসিন্দা।
১ ঘণ্টা আগে