অনলাইন ডেস্ক
বর্তমান অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করার সুযোগ চান ১০ সিটি করপোরেশনের কাউন্সিলররা। সুযোগ পেলে তারা সরকারের কাজে সহযোগিতা করতে চান। তাই রাজধানী ঢাকার দুই সিটি বাদে বাকি ১০ সিটির কাউন্সিলরদের পুনর্বহালের দাবিতে সমাবেশ করেছেন অপসারিত কাউন্সিলররা।
আজ সোমবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে অপসারিত কাউন্সিলরদের এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—সিটি করপোরেশন কাউন্সিলর অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন।
তিনি বলেন, ‘আমি সুযোগ পেলে সরকারকে বিষয়টি বলব। তবে আপনারা ঐক্যবদ্ধ হোন। ঐক্যবদ্ধ হয়ে সরকারকে বুঝিয়ে দিন আপনাদের কাজ কী, আপনারা অরাজনৈতিক। মহাসমাবেশ করে সরকারকে বোঝাতে পারলে আপনারা জয়ী হবেন।’
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ সিটি করপোরেশন কাউন্সিলর অ্যাসোসিয়েশনের সমন্বয়ক অ্যাডভোকেট নজরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন কাজী গোলাম কিবরিয়া ও আয়েশা আক্তার।
সমাবেশে উপস্থিত বিভিন্ন সিটির অপসারিত কাউন্সিলররা বলেন, কাউন্সিলরদের অপসারণের পর থেকে নাগরিক সেবা বন্ধ হয়ে গেছে। তারা জনগণের সেবা করার সুযোগ চান। কাউন্সিলরদের অপসারণের সুযোগে রোহিঙ্গারা ভোটার হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তাই কাউন্সিলরদের পুনর্বহাল করা হলে, তারা এই সরকারকে (অন্তর্বর্তী) পূর্ণ সমর্থন দেবেন।
এর আগে আওয়ামী লীগ সরকারের সময় নির্বাচিত ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর, গাজীপুর ও ময়মনসিংহের কাউন্সিলরদের গত ২৭ সেপ্টেম্বর অপসারণ করে অন্তর্বর্তী সরকার। একই সময় পৃথক প্রজ্ঞাপনে দেশের ৩২৩টি পৌরসভার কাউন্সিলরদেরও অপসারণ করা হয়। তার আগে ১৯ আগস্ট সিটি করপোরেশনের মেয়রদের অপসারণ করা হয়েছিল।
বর্তমান অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করার সুযোগ চান ১০ সিটি করপোরেশনের কাউন্সিলররা। সুযোগ পেলে তারা সরকারের কাজে সহযোগিতা করতে চান। তাই রাজধানী ঢাকার দুই সিটি বাদে বাকি ১০ সিটির কাউন্সিলরদের পুনর্বহালের দাবিতে সমাবেশ করেছেন অপসারিত কাউন্সিলররা।
আজ সোমবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে অপসারিত কাউন্সিলরদের এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—সিটি করপোরেশন কাউন্সিলর অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন।
তিনি বলেন, ‘আমি সুযোগ পেলে সরকারকে বিষয়টি বলব। তবে আপনারা ঐক্যবদ্ধ হোন। ঐক্যবদ্ধ হয়ে সরকারকে বুঝিয়ে দিন আপনাদের কাজ কী, আপনারা অরাজনৈতিক। মহাসমাবেশ করে সরকারকে বোঝাতে পারলে আপনারা জয়ী হবেন।’
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ সিটি করপোরেশন কাউন্সিলর অ্যাসোসিয়েশনের সমন্বয়ক অ্যাডভোকেট নজরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন কাজী গোলাম কিবরিয়া ও আয়েশা আক্তার।
সমাবেশে উপস্থিত বিভিন্ন সিটির অপসারিত কাউন্সিলররা বলেন, কাউন্সিলরদের অপসারণের পর থেকে নাগরিক সেবা বন্ধ হয়ে গেছে। তারা জনগণের সেবা করার সুযোগ চান। কাউন্সিলরদের অপসারণের সুযোগে রোহিঙ্গারা ভোটার হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তাই কাউন্সিলরদের পুনর্বহাল করা হলে, তারা এই সরকারকে (অন্তর্বর্তী) পূর্ণ সমর্থন দেবেন।
এর আগে আওয়ামী লীগ সরকারের সময় নির্বাচিত ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর, গাজীপুর ও ময়মনসিংহের কাউন্সিলরদের গত ২৭ সেপ্টেম্বর অপসারণ করে অন্তর্বর্তী সরকার। একই সময় পৃথক প্রজ্ঞাপনে দেশের ৩২৩টি পৌরসভার কাউন্সিলরদেরও অপসারণ করা হয়। তার আগে ১৯ আগস্ট সিটি করপোরেশনের মেয়রদের অপসারণ করা হয়েছিল।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারের তমব্রু রাইট ক্যাম্প এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘুমধুমের তমব্রু সীমান্তে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক পাহারায় রয়েছে।
৬ মিনিট আগেরংপুরের বদরগঞ্জে স্কুলছাত্রীদের অশ্লীল ভিডিও দেখানোর অভিযোগ উঠেছে রবিউল ইসলাম নামের এক দপ্তরির বিরুদ্ধে। এ ঘটনায় অভিভাবকেরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। ওই দপ্তরির শাস্তি না হওয়া পর্যন্ত সন্তানদের স্কুলে পাঠাবেন না বলে অভিভাবকেরা হুমকি দিয়েছেন। এদিকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে এক অভিভাবক গত বৃহস্পতিবার ইউএন
৯ মিনিট আগেরাজধানীর মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পার্কিংয়ে থাকা প্রাইভেট কার থেকে উদ্ধার হওয়া দুই মরদেহের পরিচয় মিলেছে। তাঁদের দুজনের বাড়ি একই এলাকায়।
১৮ মিনিট আগেআগামী জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ থাকতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার সকালে ঢাকার কেরানীগঞ্জে র্যাব-১০ সদর দপ্তর, কেন্দ্রীয় কারাগার ও তেঘরিয়া উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্র পরিদর্শন শেষে উপদেষ্টা এই তথ্য জানান।
২৮ মিনিট আগে