জবি প্রতিনিধি
নির্বাচনী অঙ্গীকার ভঙ্গ করে ডিনের দায়িত্ব নিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আবুল হোসেন। শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের ইশতেহার ঘোষণার সময় ‘নির্বাচিত হলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কোনো পদ না নেওয়ার’ অঙ্গীকার করেছিলেন তিনি।
আজ রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ট্রেজারারকে ফুলে দিয়ে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে যোগদান করেন ড. আবুল হোসেন।
৫ জুলাই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আবুল হোসেনকে নিযুক্ত করা হয়। বিজ্ঞপ্তিতে ১২ জুলাই থেকে তা কার্যকর হবে এবং দায়িত্ব গ্রহণের পর তিনি বিধিমোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন বলে জানানো হয়।
এদিকে শিক্ষক সমিতি নির্বাচন-২০২২-এ গত বছরের ৩ নভেম্বর শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আবুল হোসেনের নীল দলের (একাংশ) প্যানেল শিক্ষক লাউঞ্জে নির্বাচনী ইশতেহার ঘোষণা করে। ইশতেহারে বলা হয়, ‘অধ্যাপক ড. মো. আবুল হোসেন-অধ্যাপক ড. আবুল কালাম মো. লুৎফর রহমান প্যানেল নির্বাচিত হলে শিক্ষকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়কে অগ্রাধিকার দেওয়ার লক্ষ্যে নির্বাচিত সদস্যরা প্রশাসনিক পদ গ্রহণ থেকে বিরত থাকবেন। আমরা আমাদের ইশতেহার বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করব।’
প্রশাসনিক পদ বলতে কী বোঝানো হচ্ছে—সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে ইশতেহার ঘোষণার দিন আবুল হোসেন-লুৎফর রহমান প্যানেল জানায়, প্রশাসনিক কোনো দপ্তরের প্রধান, ডিন, বিশ্ববিদ্যালয়ের কোনো কমিটির নেতৃস্থানীয় পদ।
অথচ শিক্ষক সমিতির সভাপতি নির্বাচিত হলেও দায়িত্ব গ্রহণের ছয় মাসের মাথায় ডিনের দায়িত্ব গ্রহণ করলেন ড. আবুল হোসেন।
শিক্ষকদের স্বার্থ বিবেচনায় গুরুত্বপূর্ণ পদ না নেওয়ার কথা ইশতেহারে বলা হলেও ২০১৪ সাল থেকে এখনো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাহিত্য ও সাংস্কৃতিক স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন ড. আবুল হোসেন। অন্যদিকে একই প্যানেল থেকে সদস্য পদে নির্বাচিত ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল কাদের বিশ্ববিদ্যালয়ের পরিবেশ উন্নয়ন কমিটির আহ্বায়ক হিসেবে নিয়োজিত রয়েছেন। নির্বাচনের আগে কমিটির আহ্বায়ক নির্বাচিত হলেও জয়ী হওয়ার পর কমিটির শীর্ষ পদে থাকা ইশতেহার ভঙ্গ কি না, প্রশ্ন তুলেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা।
এসব বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আবুল হোসেন বলেন, ‘ডিন, চেয়ারম্যান পদ প্রশাসনিক পদের মধ্যে পড়ে না। আমরা বলেছিলাম ভিসি-ট্রেজারারের এখতিয়ারভুক্ত দপ্তর বা কমিটির প্রশাসনিক পদ নিব না। ডিন-চেয়ারম্যান হওয়ার জন্য আলাদা নীতিমালা আছে। সে সময় আমরা কী বলেছিলাম, না বলেছিলাম তা তোমরা ভুল শুনেছ।’
প্রায় আট বছর ধরে একটি স্ট্যান্ডিং কমিটির শীর্ষ পদে থাকার বিষয়ে জানতে চাইলে ড. আবুল হোসেন আরও বলেন, ‘দীর্ঘদিন ধরে আমি কমিটিতে আছি। তবে কোনো আর্থিক সুবিধা পাই না।’
নির্বাচনী অঙ্গীকার ভঙ্গ করে ডিনের দায়িত্ব নিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আবুল হোসেন। শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের ইশতেহার ঘোষণার সময় ‘নির্বাচিত হলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কোনো পদ না নেওয়ার’ অঙ্গীকার করেছিলেন তিনি।
আজ রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ট্রেজারারকে ফুলে দিয়ে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে যোগদান করেন ড. আবুল হোসেন।
৫ জুলাই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আবুল হোসেনকে নিযুক্ত করা হয়। বিজ্ঞপ্তিতে ১২ জুলাই থেকে তা কার্যকর হবে এবং দায়িত্ব গ্রহণের পর তিনি বিধিমোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন বলে জানানো হয়।
এদিকে শিক্ষক সমিতি নির্বাচন-২০২২-এ গত বছরের ৩ নভেম্বর শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আবুল হোসেনের নীল দলের (একাংশ) প্যানেল শিক্ষক লাউঞ্জে নির্বাচনী ইশতেহার ঘোষণা করে। ইশতেহারে বলা হয়, ‘অধ্যাপক ড. মো. আবুল হোসেন-অধ্যাপক ড. আবুল কালাম মো. লুৎফর রহমান প্যানেল নির্বাচিত হলে শিক্ষকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়কে অগ্রাধিকার দেওয়ার লক্ষ্যে নির্বাচিত সদস্যরা প্রশাসনিক পদ গ্রহণ থেকে বিরত থাকবেন। আমরা আমাদের ইশতেহার বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করব।’
প্রশাসনিক পদ বলতে কী বোঝানো হচ্ছে—সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে ইশতেহার ঘোষণার দিন আবুল হোসেন-লুৎফর রহমান প্যানেল জানায়, প্রশাসনিক কোনো দপ্তরের প্রধান, ডিন, বিশ্ববিদ্যালয়ের কোনো কমিটির নেতৃস্থানীয় পদ।
অথচ শিক্ষক সমিতির সভাপতি নির্বাচিত হলেও দায়িত্ব গ্রহণের ছয় মাসের মাথায় ডিনের দায়িত্ব গ্রহণ করলেন ড. আবুল হোসেন।
শিক্ষকদের স্বার্থ বিবেচনায় গুরুত্বপূর্ণ পদ না নেওয়ার কথা ইশতেহারে বলা হলেও ২০১৪ সাল থেকে এখনো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাহিত্য ও সাংস্কৃতিক স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন ড. আবুল হোসেন। অন্যদিকে একই প্যানেল থেকে সদস্য পদে নির্বাচিত ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল কাদের বিশ্ববিদ্যালয়ের পরিবেশ উন্নয়ন কমিটির আহ্বায়ক হিসেবে নিয়োজিত রয়েছেন। নির্বাচনের আগে কমিটির আহ্বায়ক নির্বাচিত হলেও জয়ী হওয়ার পর কমিটির শীর্ষ পদে থাকা ইশতেহার ভঙ্গ কি না, প্রশ্ন তুলেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা।
এসব বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আবুল হোসেন বলেন, ‘ডিন, চেয়ারম্যান পদ প্রশাসনিক পদের মধ্যে পড়ে না। আমরা বলেছিলাম ভিসি-ট্রেজারারের এখতিয়ারভুক্ত দপ্তর বা কমিটির প্রশাসনিক পদ নিব না। ডিন-চেয়ারম্যান হওয়ার জন্য আলাদা নীতিমালা আছে। সে সময় আমরা কী বলেছিলাম, না বলেছিলাম তা তোমরা ভুল শুনেছ।’
প্রায় আট বছর ধরে একটি স্ট্যান্ডিং কমিটির শীর্ষ পদে থাকার বিষয়ে জানতে চাইলে ড. আবুল হোসেন আরও বলেন, ‘দীর্ঘদিন ধরে আমি কমিটিতে আছি। তবে কোনো আর্থিক সুবিধা পাই না।’
সাংবাদিক মো. ফজলে রাব্বি বলেন, `আমরা পেশাগত দায়িত্ব থেকে তথ্য-প্রমাণের ভিত্তিতে সংবাদ প্রকাশ করেছি। এ মামলা হয়রানিমূলক এবং সাংবাদিকদের কণ্ঠরোধের চেষ্টা। অবিলম্বে এই হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’
১০ মিনিট আগে৫ মিনিট ২১ সেকেন্ডের ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শনিবার রাত ৯টার দিকে বুড়িরহাট উচ্চবিদ্যালয় মাঠে ভ্যানের ওপর শোয়া রুপলাল ও প্রদীপ লাল। ভ্যানটির তিন দিকে পুলিশ সদস্য। পুলিশ সদস্যরা হাত তুলে বাঁশিতে ফু দিয়ে লোকজনকে নিবৃত্ত করার চেষ্টা করছে। এতেই হৈ-চৈ বেড়ে যায়। পুলিশের সামনেই রুপলাল-প্রদীপকে মারধর শুর
১৭ মিনিট আগেপানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, সকালে ৬টায় পানির উচ্চতা ছিল ৫২ দশমিক ২২ মিটার, যা ছিল বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপরে। সকাল ৯টার দিকে কিছুটা কমে তা এসে দাঁড়ায় বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপরে। বিপৎসীমা অতিক্রম করায় ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দেয়া হয়েছে।
৪১ মিনিট আগেসরেজমিনে জানা যায়, থানচিতে মোট চারটি গণশৌচাগার রয়েছে। এর মধ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে নির্মিত দুটি শৌচাগার ব্যবসায়ীরা ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন। একটি শৌচাগার বন্যার পানিতে নষ্ট হয়ে গেছে এবং আরেকটি তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে।
৪৪ মিনিট আগে