Ajker Patrika

কণ্ঠশিল্পী আসিফের বিরুদ্ধে আইসিটি মামলা স্থগিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কণ্ঠশিল্পী আসিফের বিরুদ্ধে আইসিটি মামলা স্থগিত

কণ্ঠশিল্পী আসিফ আকবরের বিরুদ্ধে করা তথ্যপ্রযুক্তি আইনে করা মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের বেঞ্চ এই আদেশ দেন। 

মামলার অভিযোগ গঠন ও অব্যাহতির আবেদন খারিজের বিরুদ্ধে আসিফের করা আপিল শুনানির জন্য গ্রহণ করে হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিত করেন। 

অভিযোগ গঠনের বিরুদ্ধে অব্যাহতির আবেদন গত ১৩ জানুয়ারি খারিজ করেন ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক। একই সঙ্গে আগামী ২৩ জুন সাক্ষ্য গ্রহণের জন্য দিন ঠিক করেন। এই অবস্থায় ওই খারিজ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন আসিফ আকবর। 

ফেসবুকে মানহানিকর ও মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে ২০১৮ সালের ৪ জুন আসিফের বিরুদ্ধে তেজগাঁও থানায় ওই মামলা করেন গীতিকার ও কণ্ঠশিল্পী শফিক তুহিন। মামলার পরদিন আসিফ আকবরকে গ্রেপ্তার করা হয়। পরে আদালত থেকে জামিনে ছাড়া পান তিনি। আইসিটি আইনের ওই মামলায় ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেয় সিআইডি। 

অভিযোগপত্র অনুযায়ী, অনুমতি ছাড়াই অন্যান্য গীতিকার, সুরকার ও শিল্পীদের ৬১৭টি গান বিক্রি করেছেন আসিফ। ২০১৮ সালের ২ জুন এ বিষয়ে ফেসবুকে একটি পোস্ট দেন শফিক তুহিন। সেই পোস্টের পরিপ্রেক্ষিতে পরদিন রাতে আসিফ ফেসবুক লাইভে তুহিনকে নিয়ে আপত্তিকর মন্তব্যসহ হুমকি দেন। 

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সামিরা তারান্নুম রাবেয়া মিতি। আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মঈন ফিরোজী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গোয়ালন্দে ‘নুরাল পাগলার’ লাশ তুলে পুড়িয়ে দিল বিক্ষুব্ধরা, আহত অর্ধশত

পবায় মাইকে স্লোগান দিয়ে খানকা ভাঙচুর, নীরব ছিল দুই গাড়ি পুলিশ

২৪ ঘণ্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেপ্তার ও গণঅধিকারকে নিষিদ্ধ করতে হবে: শামীম পাটোয়ারী

গোয়ালন্দে পিরের আস্তানায় হামলায় ১ জন নিহত, আশঙ্কাজনক ৫

ভারত-যুক্তরাষ্ট্র উত্তেজনায় নতুন রণক্ষেত্র ‘টুথপেস্ট’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত