Ajker Patrika

জামিন নিতে আসা ২ আসামিকে পুলিশে দিলেন হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০২ জুন ২০২৪, ২০: ৪৬
জামিন নিতে আসা ২ আসামিকে পুলিশে দিলেন হাইকোর্ট

আগাম জামিন নিতে আসা দুই আসামিকে জামিন না দিয়ে পুলিশে দিয়েছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি ফাহমিদা কাদেরের বেঞ্চ আগাম জামিন আবেদন খারিজ করে শাহবাগ থানা পুলিশের হাতে তুলে দেন। আসামিরা হলেন গোলাম সারোয়ার ও মফিজ মিয়া। 

সহকারী অ্যাটর্নি জেনারেল সাহাব উদ্দিন আহম্মদ টিপু ও মো. মুজিবুর রহমান মুজিব বিষয়টি নিশ্চিত করেছেন। আসামিদের পক্ষে ছিলেন আইনজীবী মো. মাগফুর রহমান শেখ।  
 
মামলার নথি সূত্রে জানা যায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আসামিরা গত ১২ এপ্রিল হামলা চালান নুরুল ইসলামসহ তাঁর স্বজনদের ওপর। এতে একজনের হাতের কবজিতে কোপ লেগে গুরুতর জখম হয়। আরেকজনের মাথায় কোপ লাগে। ওই ঘটনায় ১৩ এপ্রিল নোয়াখালীর বেগমগঞ্জ থানায় মামলা করেন শরীফপুর ইউনিয়নের বাবুনগর গ্রামের নুরুল ইসলাম।

সহকারী অ্যাটর্নি জেনারেল সাহাব উদ্দিন বলেন, ‘শুনানিতে আসামিপক্ষের আইনজীবী এজাহারের বর্ণনা গোপন করেছিলেন। রাষ্ট্রপক্ষ থেকে সচিত্র প্রতিবেদন তুলে ধরি। এতে আদালত আসামিদের আইনজীবীর প্রতি উষ্মা প্রকাশ করেন। তাঁদের আগাম জামিন আবেদন খারিজ করে পুলিশের হাতে তুলে দিতে নির্দেশ দেন। পরে তাঁদের শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুরোনো রাউটার ফেলে না দিয়ে যে কাজে ব্যবহার করতে পারেন

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত