Ajker Patrika

ঢাকা-১৭ উপনির্বাচন: বিজয়ী আরাফাত, ভোট দেয়নি ৮৯ শতাংশ মানুষ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৭ জুলাই ২০২৩, ২২: ১৩
ঢাকা-১৭ উপনির্বাচন: বিজয়ী আরাফাত, ভোট দেয়নি ৮৯ শতাংশ মানুষ 

ঢাকা-১৭ আসনে উপনির্বাচনে বেসরকারি ফলাফলে জয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ এ আরাফাত। তিনি ২৮ হাজার ৮১৬ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম পেয়েছেন ৫ হাজার ৬০৯ ভোট। নির্বাচনে মোট ভোট পড়েছে ১১ দশমিক ৫১ শতাংশ। তার মানে ভোট দেয়নি ৮৮ দশমিক ৪৯ শতাংশ ভোটার।  

আজ সোমবার সন্ধ্যায় বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন ঢাকা-১৭ আসনের নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মনির হোসাইন খান। এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২৫ হাজার ২০৫। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭১ হাজার ৬২৫ জন এবং নারী ভোটার ১ লাখ ৫৩ হাজার ৫৮০ জন। ১২৪টি ভোটকেন্দ্রে মোট বৈধ ভোট পড়েছে ৩৭ হাজার ৩৭টি। ৩৮৩ ভোট বাতিল হয়েছে। মোট ভোট পড়েছে ৩৭ হাজার ৪২০টি। 

এ ছাড়া অন্য প্রার্থীদের মধ্যে লাঙ্গল প্রতীকের প্রার্থী সিকদার আনিসুর রহমান ১ হাজার ৩২৮ ভোট, গোলাপ ফুল প্রতীকে কাজী মো. রাশিদুল হাসান ৯২৩, ছড়ি প্রতীকে মো. আকতার হোসেন ৬৪, ট্রাক প্রতীকে মো. তারেকুল ইসলাম ভূঞা ৫২, ডাব প্রতীকে মো. রেজাউল ইসলাম স্বপন ৪৩ ভোট এবং সোনালি আঁশ প্রতীকের প্রার্থী শেখ হাবিবুর রহমান ২০২ ভোট পেয়েছেন। 

মনির হোসাইন খান ফলাফল ঘোষণার সময় বলেন, ‘পুলিশ, সহকারী প্রিসাইডিং, প্রিসাইডিং অফিসাররা অনেক সহযোগিতা করেছেন। তাঁদের প্রতি আমি কৃতজ্ঞ। বিজিবি, র‍্যাবসহ বিভিন্ন বাহিনী ও ম্যাজিস্ট্রেটরা রয়েছেন। তাঁরাও অক্লান্ত পরিশ্রম করেছেন। গণমাধ্যম ও প্রার্থীরাও সব সময় আমাকে আপডেট দিয়েছেন। সর্বোপরি সুষ্ঠু নির্বাচন হয়েছে। তাই আমি সবার প্রতি কৃতজ্ঞ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত