নারায়ণগঞ্জ প্রতিনিধি
নৌকায় ভোট না দিলে গ্যাস-বিদ্যুৎ-পানি থাকবে না এমন হুমকি দিয়ে আলোচনায় এসেছেন রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভূঁইয়া মাসুম। ইতিমধ্যে তার বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এনিয়ে মন্তব্য করেছেন খোদ তৃণমূল বিএনপির মহাসচিব।
প্রকাশিত ভিডিওতে মাসুমকে বলতে শোনা যায়, ‘আওয়ামী লীগ অনেকেই করতে পারে। কিন্তু নেত্রীর মার্কা হচ্ছে নৌকা। শেখ হাসিনা নৌকার দায়িত্ব রূপগঞ্জে গাজী সাহেবকে দিয়েছেন। আপনাদের যদি কেউ ভুলভাল বলে আপনারা সেই ভুল করবেন না। আপনাদের ভোট গাজী সাহেবকেই নৌকা মার্কায় দিতে হবে। এটা মনে রাইখেন। নয়তো আপনাদের যে পানি আছে, গ্যাস আছে, বিদ্যুৎ আছে এগুলা কিন্তু কিছু থাকবো না।’
গতকাল শনিবার রাতে রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের ঋষিপাড়া এলাকায় এক উঠান বৈঠকে এই মন্তব্য করেন।
মাসুম একই আসনের বিদ্রোহী প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান ভূঁইয়ার বিষয়ে উপস্থিত বাসিন্দাদের বলেন, ‘আপনাদের এখানে শাহজাহান চেয়ারম্যান কয়দিন আসছে? ১৫ বছর এই মন্দিরে পাড়া দিসে? গাজী সাব প্রত্যেক বছর আসেন। উনি না আসতে পারলে উনার ছেলেকে পাঠায়। উনি সর্বদা আপনাদের পাশে ছিল ও আছেন।’
এই বিষয়টি সামনে এনে তৃণমূল বিএনপির তৈমুর আলম খন্দকার বলেন, ‘সরকারি দলীয় প্রার্থীর প্রচার-প্রচারণায় বলা হয় নৌকার প্রতীকে ভোট না দিলে গ্যাস বন্ধ করে দেওয়া হবে, পানির সংযোগ বন্ধ করে দেওয়া হবে এবং বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হবে। প্রতিনিয়ত আমাদের ভয় ভীতি দেখানো হচ্ছে।’
এই বিষয়ে জানতে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভূঁইয়া মাসুমের মুঠোফোনে কল দেওয়া হলে তা বন্ধ পাওয়া যায়।
অভিযুক্ত ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে সহকারী রিটার্নিং অফিসার ও রূপগঞ্জের ইউএনও আহসান মাহমুদ রাসেল বলেন, ‘রোববার জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে ওই ছাত্রলীগ নেতার বক্তব্য নিয়ে আলোচনা হয়েছে। জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মাহমুদুল হক অভিযুক্ত ওই ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন।’
নৌকায় ভোট না দিলে গ্যাস-বিদ্যুৎ-পানি থাকবে না এমন হুমকি দিয়ে আলোচনায় এসেছেন রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভূঁইয়া মাসুম। ইতিমধ্যে তার বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এনিয়ে মন্তব্য করেছেন খোদ তৃণমূল বিএনপির মহাসচিব।
প্রকাশিত ভিডিওতে মাসুমকে বলতে শোনা যায়, ‘আওয়ামী লীগ অনেকেই করতে পারে। কিন্তু নেত্রীর মার্কা হচ্ছে নৌকা। শেখ হাসিনা নৌকার দায়িত্ব রূপগঞ্জে গাজী সাহেবকে দিয়েছেন। আপনাদের যদি কেউ ভুলভাল বলে আপনারা সেই ভুল করবেন না। আপনাদের ভোট গাজী সাহেবকেই নৌকা মার্কায় দিতে হবে। এটা মনে রাইখেন। নয়তো আপনাদের যে পানি আছে, গ্যাস আছে, বিদ্যুৎ আছে এগুলা কিন্তু কিছু থাকবো না।’
গতকাল শনিবার রাতে রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের ঋষিপাড়া এলাকায় এক উঠান বৈঠকে এই মন্তব্য করেন।
মাসুম একই আসনের বিদ্রোহী প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান ভূঁইয়ার বিষয়ে উপস্থিত বাসিন্দাদের বলেন, ‘আপনাদের এখানে শাহজাহান চেয়ারম্যান কয়দিন আসছে? ১৫ বছর এই মন্দিরে পাড়া দিসে? গাজী সাব প্রত্যেক বছর আসেন। উনি না আসতে পারলে উনার ছেলেকে পাঠায়। উনি সর্বদা আপনাদের পাশে ছিল ও আছেন।’
এই বিষয়টি সামনে এনে তৃণমূল বিএনপির তৈমুর আলম খন্দকার বলেন, ‘সরকারি দলীয় প্রার্থীর প্রচার-প্রচারণায় বলা হয় নৌকার প্রতীকে ভোট না দিলে গ্যাস বন্ধ করে দেওয়া হবে, পানির সংযোগ বন্ধ করে দেওয়া হবে এবং বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হবে। প্রতিনিয়ত আমাদের ভয় ভীতি দেখানো হচ্ছে।’
এই বিষয়ে জানতে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভূঁইয়া মাসুমের মুঠোফোনে কল দেওয়া হলে তা বন্ধ পাওয়া যায়।
অভিযুক্ত ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে সহকারী রিটার্নিং অফিসার ও রূপগঞ্জের ইউএনও আহসান মাহমুদ রাসেল বলেন, ‘রোববার জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে ওই ছাত্রলীগ নেতার বক্তব্য নিয়ে আলোচনা হয়েছে। জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মাহমুদুল হক অভিযুক্ত ওই ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন।’
রাজধানীর হাতিরঝিলের পুলিশ প্লাজার পার্কের পাশ থেকে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (৪ মে) সকাল ৮টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে আইনিপ্রক্রিয়া শেষে দুপুরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
১ ঘণ্টা আগেঠাকুরগাঁওয়ের সেনুয়া ব্রিজ এলাকায় সুপ্রিয় জুট মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রোববার বিকেলে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। আগুনে প্রায় তিন কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
১ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। রোববার (৪ মে) সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় হাসনাত আবদুল্লাহর গাড়ির একটি কাচ ভেঙে যায়।
১ ঘণ্টা আগেসিলেট বিভাগে গত এপ্রিল মাসে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি বেড়েছে। এপ্রিল মাসে ২৯টি সড়ক দুর্ঘটনায় ৩০ জন নিহত হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছে ৪২ জন। আজ রোববার নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
২ ঘণ্টা আগে