Ajker Patrika

পল্লবীর ওই ৩ শিক্ষার্থী উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পল্লবীর ওই ৩ শিক্ষার্থী উদ্ধার

রাজধানীর পল্লবী থেকে নিখোঁজ তিন শিক্ষার্থীকে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৪)। আজ বুধবার ভোরে তাদের উদ্ধার করা হয় বলে জানিয়েছেন পল্লবীর থানার উপপরিদর্শক (এসআই) সজীব খান। মিরপুর এলাকা থেকে সম্প্রতি সাতজন শিক্ষার্থী নিখোঁজ হয়েছিল। 

র‍্যাব-৪ এর অধিনায়ক (সিও) এডিশনাল ডিআইজি মোজাম্মেল হক আজকের পত্রিকাকে বলেন, বুধবার ভোরে ওই তিন শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। তাদের নিখোঁজের ব্যাপারে পল্লবী থানায় একটি মামলা করা হয়েছে। পল্লবী থানা-পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হবে।

এসআই সজীব খান আরও জানান, তিন শিক্ষার্থীকে উদ্ধারের ব্যাপারে র‍্যাব তাদের জানিয়েছে। তিনি র‍্যাব অফিসে যাচ্ছেন। আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

পুলিশ সূত্রে জানা যায়, তিন শিক্ষার্থী বাসা থেকে বের হওয়ার পর তাদের মোবাইল ও সিমকার্ড ফেলে দেওয়া হয়। ফলে তাদের অবস্থান শনাক্ত করতে হিমশিম খায় আইনশৃঙ্খলা বাহিনী। 

পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) আ স ম মাহাতাব উদ্দিন বলেন, গত ৩০ সেপ্টেম্বর পল্লবী থেকে তিন শিক্ষার্থী নিখোঁজের পাশাপাশি মিরপুর থেকে আরও দুই শিক্ষার্থী নিখোঁজ হয়। পরদিন ১ অক্টোবর আরও এক কিশোরী নিখোঁজ হয়েছিল। নিখোঁজ হওয়া তিন শিক্ষার্থীকে সদরঘাট ও তুরাগ এলাকা থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় আগেই আসামি তরিকুল্লাহ, রকিবুল্লাহ, জিনিয়া ওরফে টিকটক জিনিয়া রোজ ও শরফুদ্দিন আহম্মেদ অয়নকে গ্রেপ্তার করা হয়। 

পুলিশ জানিয়েছে, গত ৩০ সেপ্টেম্বর পল্লবীর ১১ নম্বর প্যারিস রোডের সি-ব্লক ১৮ নম্বর লাইন এলাকা থেকে তিন শিক্ষার্থী নিখোঁজ হন। নিখোঁজ শিক্ষার্থীদের পরিবারের পক্ষ থেকে অভিযোগে বলা হয়, একটি মানব-পাচারকারী চক্রের সদস্যরা তিন শিক্ষার্থীকে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে বাসা থেকে লুকিয়ে নিয়ে যায়। বাসা থেকে বের হওয়ার সময় শিক্ষার্থীরা নগদ টাকা, স্বর্ণালংকার, স্কুল সার্টিফিকেট ও মূল্যবান সামগ্রী সঙ্গে করে নিয়ে যায়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত