Ajker Patrika

সিঙ্গাইরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শাশুড়ি আটক

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
সিঙ্গাইরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শাশুড়ি আটক

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় সুপ্তি বেগম সুরাইয়া (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ গৃহবধূর স্বামী সোহেল রানা ও শাশুড়ি জেলেকা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। উপজেলার জয়মন্টপ ইউনিয়নের হাটখোলা গ্রাম থেকে গতকাল শুক্রবার দিবাগত রাতে মরদেহটি উদ্ধার করা হয়।

গৃহবধূর স্বামীর পরিবারের সদস্যদের দাবি, সুপ্তি বেগম আত্মহত্যা করেছেন। অন্যদিকে সুপ্তির পরিবারের সদস্যদের অভিযোগ, তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে সিঙ্গাইর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

থানা–পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, দুই বছর আগে জয়মন্টপ ইউনিয়নের হাটখোলা গ্রামের সোহেল রানার সঙ্গে মাদারীপুরের রাজৈর উপজেলার কবিরাজপুর গ্রামের সুপ্তি বেগম সুরাইয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া লেগেই থাকত।

সুপ্তি বেগম সুরাইয়ার চাচা আবুল হোসেন বলেন, স্বামীর উপস্থিতিতে একই ঘরে স্ত্রী কীভাবে আত্মহত্যা করে? সুপ্তিকে পরিকল্পিতভাবে হত্যা করে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। 

সুপ্তির স্বামীর পরিবারের সদস্যরা বলেন, গতকাল শুক্রবার রাতে বুকে ব্যথা হলে সুপ্তিকে পল্লি চিকিৎসকের কাছে চিকিৎসা দেওয়া হয়। রাত দুইটার দিকে সোহেল দেখতে পান, সুপ্তি ঘরের আড়ার সঙ্গে ঝুলে আছেন। পরে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

সিঙ্গাইর থানার উপপরিদর্শক (এসআই) মো. সুমন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূর স্বামী ও শাশুড়িকে আটক করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত