Ajker Patrika

কোটা সংস্কার আন্দোলনে ‘অনাকাঙ্ক্ষিত’ ঘটনার তদন্ত চেয়ে নীল দলের চার দফা

ঢাবি প্রতিনিধি
কোটা সংস্কার আন্দোলনে ‘অনাকাঙ্ক্ষিত’ ঘটনার তদন্ত চেয়ে নীল দলের চার দফা

কোটা সংস্কার আন্দোলনে ‘অনাকাঙ্ক্ষিত’ ঘটনার তদন্তসহ চার দফা দাবি ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সরকারপন্থী শিক্ষকদের সংগঠন নীল দল। আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবিগুলো জানায় সংগঠনটি। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আহ্বায়ক ও ইতিহাস বিভাগের অধ্যাপক ড. এম আমজাদ আলী। 

চার দফা দাবিগুলো হলো, এ আন্দোলন চলাকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত সকল ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের অবিলম্বে শান্তির আওতায় আনতে হবে; দ্রুততম সময়ে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করে শিক্ষা কার্যক্রম শুরু করতে হবে; আবাসিক হলসমূহে বৈধ ও নিয়মিত শিক্ষার্থীদের অবস্থান নিশ্চিত করতে হবে এবং ক্যাম্পাসে শিক্ষার্থী ও শিক্ষকসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সকলের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

লিখিত বক্তব্য পাঠকালে আমজাদ বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকেই এর যৌক্তিক সমাধানে সচেষ্ট ভূমিকা পালন করেছে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা বিধানে নিরলসভাবে কাজ করে চলেছে। আন্দোলন চলাকালে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নিরাপত্তা বিধান করতে গিয়ে নারী শিক্ষকসহ একাধিক শিক্ষক আহত হয়েছেন। লাঞ্ছিত হয়েছেন হল প্রভোস্টসহ আবাসিক শিক্ষক হিসেবে দায়িত্বরত শিক্ষকবৃন্দ। ক্যাম্পাস পরিস্থিতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় বস্তুনিষ্ঠ মতামত প্রকাশ করায় উন্নয়ন অধ্যয়ন বিভাগের একজন নারী শিক্ষককে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। শত প্রতিকূলতা সত্ত্বেও বিশ্ববিদ্যালয় প্রশাসন সহিংসতায় আহত শিক্ষার্থীদের সুচিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক অনেক শিক্ষার্থীকে এরই মধ্যে মুক্ত করেছে। শিক্ষার্থীরা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানিয়েছে, যা প্রশংসনীয়।’ 

লিখিত বক্তব্যে আরও বলা হয়, প্রশাসনের এই সব উদ্যোগে নীল দলের শিক্ষকবৃন্দ সক্রিয় সহযোগিতা প্রদান করেছে। শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা প্রদানের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরলসভাবে কাজ করছে। তথাপি একটি স্বার্থান্বেষী মহল সোশ্যাল মিডিয়ায় শিক্ষার্থীদের শিক্ষকদের বিপক্ষে দাঁড় করানোর অপচেষ্টায় লিপ্ত; যা গভীর উদ্বেগের। নীল দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই পদক্ষেপকে সাধুবাদ জানাচ্ছে।

আমরা লক্ষ করেছি যে, নিপীড়নবিরোধী বলে দাবি করা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কতিপয় শিক্ষক ও বিএনপি-জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত সাদা দলের শিক্ষকেরা কেবল একটি অংশের শিক্ষার্থীদের নিপীড়নের নিন্দা করেছেন। নির্যাতিত শিক্ষক ও প্রাণনাশের হুমকিপ্রাপ্ত শিক্ষকদের ব্যাপারে তাঁদের কোনো উদ্বেগ বা উৎকণ্ঠা আমরা লক্ষ করিনি, যা আমাদের বিস্মিত করেছে। নীল দল দলমত-নির্বিশেষে সব শিক্ষার্থী ও শিক্ষকের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারকে আহ্বান জানাচ্ছে।

শিক্ষার্থীদের দাবির কাঙ্ক্ষিত সমাধান হওয়ায় তাদের আন্দোলনের পথ পরিহার করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে ভূমিকা রাখা ও রাষ্ট্রদ্রোহী মহলের ষড়যন্ত্রের ক্রীড়নকে পরিণত না হওয়ার ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানায় নীল দল। 

সংবাদ সম্মেলনে নীলদের বিভিন্ন স্তরের শিক্ষক নেতারা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

পুলিশ হত্যাকারী ফোর্স হতে পারে না: আইজিপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত