টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের টঙ্গীতে চলমান বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত আগামীকাল রোববার। মুসল্লিদের যাতায়াত সহজ করতে আজ শনিবার মধ্যরাত থেকে কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।
আজ বেলা ১১টার দিকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে সংবাদ সম্মেলন করে জিএমপি কমিশনার মোল্যা নজরুল ইসলাম এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।
জিএমপি কমিশনার বলেন, বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে কয়েক লাখ মুসল্লির সমাগম হবে। এ কারণে ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানো হয়েছে।
যেসব সড়ক বন্ধ থাকবে
এ ক্ষেত্রে ময়মনসিংহ থেকে ঢাকামুখী যানবাহনকে ভোগড়া বাইপাস-মিরের বাজার-তিনশ ফিট সড়ক ব্যবহার করতে হবে।
আর চৌরাস্তা থেকে যানবাহন নবীনগর-গাবতলী হয়ে ঢাকায় প্রবেশ করতে পারবে।
সড়কের বিধিনিষেধ ও ইজতেমায় যাতায়াতের সুবিধার্ধে আগামীকাল বিশেষ ট্রেনের ব্যবস্থা রয়েছে বলে জানান পুলিশ কমিশনার।
একই স্থানে ট্যুরিস্ট পুলিশের সংবাদ সম্মেলনে পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) ইলিয়াছ শরিফ বলেন, বিদেশি মুসল্লিদের জন্য আজ বিকেল পর্যন্ত ময়দানে ৬৮টি দেশের ৫ হাজার ৫২৬ জন বিদেশি মুসল্লি অবস্থান করেন। তাঁদের নিরাপত্তায় বিশেষ নজরদারি থাকবে।
আগামীকাল ভোর থেকেই আখেরি মোনাজাতে অংশ নিতে কয়েক লাখ মুসল্লি তুরাগ তীরে জড়ো হবেন। ২০ থেকে ২২ জানুয়ারি অনুষ্ঠিত হবে ইজতেমার দ্বিতীয় পর্ব।
গাজীপুরের টঙ্গীতে চলমান বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত আগামীকাল রোববার। মুসল্লিদের যাতায়াত সহজ করতে আজ শনিবার মধ্যরাত থেকে কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।
আজ বেলা ১১টার দিকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে সংবাদ সম্মেলন করে জিএমপি কমিশনার মোল্যা নজরুল ইসলাম এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।
জিএমপি কমিশনার বলেন, বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে কয়েক লাখ মুসল্লির সমাগম হবে। এ কারণে ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানো হয়েছে।
যেসব সড়ক বন্ধ থাকবে
এ ক্ষেত্রে ময়মনসিংহ থেকে ঢাকামুখী যানবাহনকে ভোগড়া বাইপাস-মিরের বাজার-তিনশ ফিট সড়ক ব্যবহার করতে হবে।
আর চৌরাস্তা থেকে যানবাহন নবীনগর-গাবতলী হয়ে ঢাকায় প্রবেশ করতে পারবে।
সড়কের বিধিনিষেধ ও ইজতেমায় যাতায়াতের সুবিধার্ধে আগামীকাল বিশেষ ট্রেনের ব্যবস্থা রয়েছে বলে জানান পুলিশ কমিশনার।
একই স্থানে ট্যুরিস্ট পুলিশের সংবাদ সম্মেলনে পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) ইলিয়াছ শরিফ বলেন, বিদেশি মুসল্লিদের জন্য আজ বিকেল পর্যন্ত ময়দানে ৬৮টি দেশের ৫ হাজার ৫২৬ জন বিদেশি মুসল্লি অবস্থান করেন। তাঁদের নিরাপত্তায় বিশেষ নজরদারি থাকবে।
আগামীকাল ভোর থেকেই আখেরি মোনাজাতে অংশ নিতে কয়েক লাখ মুসল্লি তুরাগ তীরে জড়ো হবেন। ২০ থেকে ২২ জানুয়ারি অনুষ্ঠিত হবে ইজতেমার দ্বিতীয় পর্ব।
রনির বাড়ি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নে। তিনি ওই ইউনিয়নের বৃহত্তর রামগতি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৃত মহিউদ্দিন আহমেদ সেলিমের ছোট ছেলে।
১ মিনিট আগেগাইবান্ধা আদালতে দুই সন্তানের জনককে শিশু পরিচয়ে ভুয়া জন্মসনদ দেখিয়ে জামিনে মুক্ত করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আদালতের নথি জালিয়াতি, আসামির পরিচয় পরিবর্তন এবং শিশু আদালতকে ভুল পথে পরিচালিত করার অভিযোগ উঠেছে। মামলার নথি ও সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১৫ জুলাই সেনাবাহিনীর অভিযানে গোবিন্দগঞ্জ উপজেলার তালুক কান
১ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) স্নাতক প্রথম বর্ষের (২০২৪-২৫ শিক্ষাবর্ষ) ক্লাস আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। গতকাল বুধবার (১৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক
১৪ মিনিট আগেপুলিশ সুপার বলেন, মাদক নিয়ন্ত্রণে সরকারের আরও একটি বিভাগ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কাজ করছে। তবে মাদক নির্মূলের জন্য সবার সহযোগিতা জরুরি। তিনি তথ্য দিয়ে কিংবা সামাজিক প্রতিরোধের মাধ্যমে মাদক নির্মূলের আহ্বান জানান। প্রয়োজনে মাদকের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সামাজিকভাবে বয়কট করার পরামর্শও দে
১৮ মিনিট আগে