উত্তরা (ঢাকা) প্রতিনিধি
মোবাইল বক্সের ভেতরে ও পকেটে থাকা পলিব্যাগের ভেতর থেকে ৩ হাজার পিস ইয়াবাসহ রাজধানীর উত্তরায় তরিকুল ইসলাম (৩৭) ও আল আমিন (২৫) নামের দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জব্দকৃত এসব ইয়াবা ট্যাবলেটের বাজারমূল্য আনুমানিক ৯ লাখ টাকা।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার আবদুল্লাহপুর থেকে গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে তাঁদের গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানার পুলিশ। আজ বুধবার সকালে আজকের পত্রিকাকে এসব তথ্য জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া ওই দুই মাদক ব্যবসায়ী হলেন যশোরের কোতোয়ালি উপজেলার ফরিদপুর গ্রামের মৃত দলিল উদ্দিনের ছেলে তরিকুল ইসলাম এবং বাগেরহাটের রামপাল উপজেলার গোবিন্দপুর গ্রামের ফরহাদ শেখের ছেলে আল আমিন। বর্তমানে তরিকুল নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার তালতলী মিজমিজ গ্রামে এবং আল আমিন উত্তরা ৯ নম্বর সেক্টরের আঙ্গুর মিয়ার বাড়িতে ভাড়া থাকেন।
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) নিয়াজ মোহাম্মদ শরীফ আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ও এসআই কাঞ্চন রায়হান এবং এএসআই দুলাল উদ্দিন ছিনতাই প্রতিরোধ ও মাদক উদ্ধার অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আবদুল্লাহপুরে মাদক কেনাবেচা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯ লাখ টাকা মূল্যের ৩ হাজার পিস ইয়াবাসহ তরিকুল ইসলাম ও আল আমিনকে গ্রেপ্তার করি।’
এসআই নিয়াজ শরীফ বলেন, ‘গ্রেপ্তারকালে তরিকুলের ডান কাঁধে থাকা লেবেলবিহীন টিস্যু কাপড়ের ব্যাগের ভেতরের মোবাইল বক্স থাকা ১০টি প্যাকেট থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। অন্যদিকে আল আমিনের পরনে থাকা জিন্স প্যান্টের সামনের বাঁ পকেটে সাদা পলিব্যাগের ভেতরে ১০টি প্যাকেট থেকে ১ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।’
নিয়াজ শরীফ আরও বলেন, ‘গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক কারবারি। তারা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক কারবার চালিয়ে আসছিল।’
এ ঘটনায় গ্রেপ্তার হওয়া দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
মোবাইল বক্সের ভেতরে ও পকেটে থাকা পলিব্যাগের ভেতর থেকে ৩ হাজার পিস ইয়াবাসহ রাজধানীর উত্তরায় তরিকুল ইসলাম (৩৭) ও আল আমিন (২৫) নামের দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জব্দকৃত এসব ইয়াবা ট্যাবলেটের বাজারমূল্য আনুমানিক ৯ লাখ টাকা।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার আবদুল্লাহপুর থেকে গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে তাঁদের গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানার পুলিশ। আজ বুধবার সকালে আজকের পত্রিকাকে এসব তথ্য জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া ওই দুই মাদক ব্যবসায়ী হলেন যশোরের কোতোয়ালি উপজেলার ফরিদপুর গ্রামের মৃত দলিল উদ্দিনের ছেলে তরিকুল ইসলাম এবং বাগেরহাটের রামপাল উপজেলার গোবিন্দপুর গ্রামের ফরহাদ শেখের ছেলে আল আমিন। বর্তমানে তরিকুল নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার তালতলী মিজমিজ গ্রামে এবং আল আমিন উত্তরা ৯ নম্বর সেক্টরের আঙ্গুর মিয়ার বাড়িতে ভাড়া থাকেন।
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) নিয়াজ মোহাম্মদ শরীফ আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ও এসআই কাঞ্চন রায়হান এবং এএসআই দুলাল উদ্দিন ছিনতাই প্রতিরোধ ও মাদক উদ্ধার অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আবদুল্লাহপুরে মাদক কেনাবেচা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯ লাখ টাকা মূল্যের ৩ হাজার পিস ইয়াবাসহ তরিকুল ইসলাম ও আল আমিনকে গ্রেপ্তার করি।’
এসআই নিয়াজ শরীফ বলেন, ‘গ্রেপ্তারকালে তরিকুলের ডান কাঁধে থাকা লেবেলবিহীন টিস্যু কাপড়ের ব্যাগের ভেতরের মোবাইল বক্স থাকা ১০টি প্যাকেট থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। অন্যদিকে আল আমিনের পরনে থাকা জিন্স প্যান্টের সামনের বাঁ পকেটে সাদা পলিব্যাগের ভেতরে ১০টি প্যাকেট থেকে ১ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।’
নিয়াজ শরীফ আরও বলেন, ‘গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক কারবারি। তারা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক কারবার চালিয়ে আসছিল।’
এ ঘটনায় গ্রেপ্তার হওয়া দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
টাঙ্গাইলের সখীপুর পৌর শহরের তালতলা চত্বর থেকে সখীপুর আবাসিক মহিলা কলেজ পর্যন্ত ভাঙা সড়ক সংস্কারে ইউএনওকে স্মারকলিপি দেওয়া হয়েছে। আজ বুধবার দুপুরে সখীপুর আবাসিক মহিলা কলেজের মেধাভিত্তিক ছাত্রী সংসদ এ স্মারকলিপি পেশ করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল রনী স্মারকলিপিটি গ্রহণ করে সড়ক
২৫ মিনিট আগেবরিশালের বাবুগঞ্জ উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণ করছিলেন ডিলারের নিযুক্ত লোকজন। উপকারভোগীরা অভিযোগ করেন, চালের বস্তায় বরাদ্দ অনুযায়ী ৩০ কেজি থাকার কথা থাকলেও ২৭ কেজি করে দেওয়া হচ্ছে। এ নিয়ে উত্তেজনার সৃষ্টি হলে ফাতেমা বেগম নামের উপকারভোগী নারী ওজন মেপে দেখেন, চাল কম।
৩০ মিনিট আগেটেকনাফে অপহরণের শিকার মো. হাসিমকে (২৮) ছেড়ে দিয়েছে দুর্বৃত্তরা। আজ বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ভুক্তভোগীর বাবা নুর হোসেন। তাঁর দাবি, দুর্বৃত্তদের কথামতো জাদিমুরা গহিন পাহাড়ের একটি স্থানে ৪ লাখ টাকা রেখে আসার পর হাসিমকে ছেড়ে দেওয়া হয়েছে।
৩০ মিনিট আগেটাঙ্গাইলের গোপালপুরে নদে গোসল করতে নেমে লোকনাথ সূত্রধর (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার নগদাশিমলা ইউনিয়নের চর শিমলা গ্রামে বৈরাণ নদে এ দুর্ঘটনা ঘটে।
৩৫ মিনিট আগে