Ajker Patrika

মোবাইল বক্সে ৯ লাখ টাকার ইয়াবা, গ্রেপ্তার ২

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২২, ১১: ৪৯
মোবাইল বক্সে ৯ লাখ টাকার ইয়াবা, গ্রেপ্তার ২

মোবাইল বক্সের ভেতরে ও পকেটে থাকা পলিব্যাগের ভেতর থেকে ৩ হাজার পিস ইয়াবাসহ রাজধানীর উত্তরায় তরিকুল ইসলাম (৩৭) ও আল আমিন (২৫) নামের দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জব্দকৃত এসব ইয়াবা ট্যাবলেটের বাজারমূল্য আনুমানিক ৯ লাখ টাকা। 

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার আবদুল্লাহপুর থেকে গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে তাঁদের গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানার পুলিশ। আজ বুধবার সকালে আজকের পত্রিকাকে এসব তথ্য জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার হওয়া ওই দুই মাদক ব্যবসায়ী হলেন যশোরের কোতোয়ালি উপজেলার ফরিদপুর গ্রামের মৃত দলিল উদ্দিনের ছেলে তরিকুল ইসলাম এবং বাগেরহাটের রামপাল উপজেলার গোবিন্দপুর গ্রামের ফরহাদ শেখের ছেলে আল আমিন। বর্তমানে তরিকুল নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার তালতলী মিজমিজ গ্রামে এবং আল আমিন উত্তরা ৯ নম্বর সেক্টরের আঙ্গুর মিয়ার বাড়িতে ভাড়া থাকেন। 

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) নিয়াজ মোহাম্মদ শরীফ আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ও এসআই কাঞ্চন রায়হান এবং এএসআই দুলাল উদ্দিন ছিনতাই প্রতিরোধ ও মাদক উদ্ধার অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আবদুল্লাহপুরে মাদক কেনাবেচা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯ লাখ টাকা মূল্যের ৩ হাজার পিস ইয়াবাসহ তরিকুল ইসলাম ও আল আমিনকে গ্রেপ্তার করি।’ 

এসআই নিয়াজ শরীফ বলেন, ‘গ্রেপ্তারকালে তরিকুলের ডান কাঁধে থাকা লেবেলবিহীন টিস্যু কাপড়ের ব্যাগের ভেতরের মোবাইল বক্স থাকা ১০টি প্যাকেট থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। অন্যদিকে আল আমিনের পরনে থাকা জিন্স প্যান্টের সামনের বাঁ পকেটে সাদা পলিব্যাগের ভেতরে ১০টি প্যাকেট থেকে ১ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।’ 

নিয়াজ শরীফ আরও বলেন, ‘গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক কারবারি। তারা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক কারবার চালিয়ে আসছিল।’ 

এ ঘটনায় গ্রেপ্তার হওয়া দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দাম্পত্যকলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানি সেনাদের যৌন সহিংসতার প্রসঙ্গ জাতিসংঘে তুললেন ভারতীয় দূত

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত