Ajker Patrika

মানিকগঞ্জে র‍্যাবের গাড়িতে সন্ত্রাসীদের গুলি, নিহত ১

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২১ এপ্রিল ২০২২, ০৮: ৪৬
মানিকগঞ্জে র‍্যাবের গাড়িতে সন্ত্রাসীদের গুলি, নিহত ১

মানিকগঞ্জের সিংগাইরে র‍্যাপিড অ্যাকশান ব্যাটেলিয়ানের (র‍্যাব) গাড়িতে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিবর্ষনের ঘটনা ঘটেছে। এসময় সন্ত্রাসী দলের সঙ্গে র‍্যাব সদস্যদের কয়েক রাউন্ড গুলিবিনিময়ের ঘটনায় আহত হয়েছেন র‍্যাবের দুই সদস্য।

এদিকে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম মোল্লা জানিয়েছেন, এই ঘটনায় গুলিতে ঘটনাস্থলেই সন্ত্রাসী দলের কায়সার আহম্মেদ নিহত হয়েছেন। নিহত কায়সার জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার জয়হার এলাকার লোকমান হোসেনের ছেলে।

বুধবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। র‍্যাবের মুখপাত্র লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এই তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, রাতে একটি মাইক্রোবাসে র‍্যাবের টহল দল সিংগাইর মহাসড়কের দিকে যাচ্ছিল। এসময় বেশ কয়েকজন সশস্ত্র সন্ত্রাসী র‍্যাবের গাড়ি লক্ষ্যে করে গুলি ছোঁড়ে। পরে র‍্যাবও গুলি ছোঁড়ে। এসময় ডাকাত দলের সদস্য কাওসার আহমেদ নিহত হন। এ ঘটনায় র‍্যাব-৪ এর দুই সদস্য গুরুতর আহত হয়েছেন। 

জানা গেছে, ঘটনাস্থল থেকে ডাকাত দলের ব্যবহৃত দুটি পিস্তল, দুটি রামদা, একটি চাপাতি, দুটি চাকু, একটি মানিব্যাগ, দুটি টর্চ লাইট ও দুই জোড়া স্যান্ডেল উদ্ধার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত