কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি অবমাননাকর বক্তব্য দেওয়ার প্রতিবাদে গতকাল রোববার মধ্যরাতে হঠাৎ করেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস বিক্ষুব্ধ হয়ে ওঠে। রাতেই আবাসিক হলগুলো থেকে মিছিল নিয়ে বেরিয়ে সমাবেশ হন শত শত শিক্ষার্থী।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন ক্যাম্পাসের বিভিন্ন হল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও বুয়েটের শিক্ষার্থীরা। রাত ১টার পর শাহবাগে জড়ো হতে থাকে ছাত্রলীগের নেতা–কর্মীরা। এমন পরিস্থিতি শিক্ষার্থীরা সংঘাত এড়াতে মিছিল নিয়ে আবার হলে হলে ফিরে যান।
রাত থেকেই শাহবাগে অবস্থান নেন ছাত্রলীগের নেতা–কর্মীরা। সকালে আন্দোলনকারী শিক্ষার্থীরা হল থেকে মিছিল নিয়ে বের হতে শুরু করলে ছাত্রলীগ তাঁদের ওপর চড়াও হয়। এদিকে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হওয়া শিক্ষার্থীদের ওপর হামলা করা হয়। শিক্ষার্থীদের নির্বিচারে লাঠিপেটা করে ছাত্রলীগ।
ছাত্রলীগের লাঠিপেটা থেকে রক্ষা পাননি নারী শিক্ষার্থীরা।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কোথাও কোথাও ছাত্রলীগের সঙ্গে কোটা সংস্কার আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। এ সময় উভয় পক্ষে ইটপাটকেল নিক্ষেপ করতে দেখা যায়।
বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ বাঁধে।
ঢাবি ক্যাম্পাসে দিনভর হামলা ও সংঘর্ষ ঘটে। এতে দুই শতাধিক শিক্ষার্থী আহত হন। তাঁদের ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সন্ধ্যার দিকে হাসপাতালের জরুরি বিভাগেও হামলা করে ছাত্রলীগ।
সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের সময় ঢামেকের জরুরি বিভাগে অতর্কিত লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় ছাত্রলীগের ৩০–৪০ জন নেতা-কর্মী।
আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের সময় ছাত্রলীগ নেতা–কর্মীদের মোটরসাইকেলের হেলমেট পরিহিত এবং হাতে লাঠিসোঁটা দেখা যায়।
ঢাবি ছাত্রলীগের নেতা–কর্মীদের ভেতর বহিরাগতদেরও চোখে পড়েছে। সংঘর্ষের সময় একজনকে পিস্তল উঁচিয়ে গুলি করতে দেখা যায়।
ছাত্রলীগে অনেক নেতা–কর্মীর হাতে বাঁশের লাঠি এবং লোহার রড ও হাঁসুয়া, হকিস্টিকের মতো অস্ত্রও দেখা গেছে।
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি অবমাননাকর বক্তব্য দেওয়ার প্রতিবাদে গতকাল রোববার মধ্যরাতে হঠাৎ করেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস বিক্ষুব্ধ হয়ে ওঠে। রাতেই আবাসিক হলগুলো থেকে মিছিল নিয়ে বেরিয়ে সমাবেশ হন শত শত শিক্ষার্থী।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন ক্যাম্পাসের বিভিন্ন হল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও বুয়েটের শিক্ষার্থীরা। রাত ১টার পর শাহবাগে জড়ো হতে থাকে ছাত্রলীগের নেতা–কর্মীরা। এমন পরিস্থিতি শিক্ষার্থীরা সংঘাত এড়াতে মিছিল নিয়ে আবার হলে হলে ফিরে যান।
রাত থেকেই শাহবাগে অবস্থান নেন ছাত্রলীগের নেতা–কর্মীরা। সকালে আন্দোলনকারী শিক্ষার্থীরা হল থেকে মিছিল নিয়ে বের হতে শুরু করলে ছাত্রলীগ তাঁদের ওপর চড়াও হয়। এদিকে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হওয়া শিক্ষার্থীদের ওপর হামলা করা হয়। শিক্ষার্থীদের নির্বিচারে লাঠিপেটা করে ছাত্রলীগ।
ছাত্রলীগের লাঠিপেটা থেকে রক্ষা পাননি নারী শিক্ষার্থীরা।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কোথাও কোথাও ছাত্রলীগের সঙ্গে কোটা সংস্কার আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। এ সময় উভয় পক্ষে ইটপাটকেল নিক্ষেপ করতে দেখা যায়।
বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ বাঁধে।
ঢাবি ক্যাম্পাসে দিনভর হামলা ও সংঘর্ষ ঘটে। এতে দুই শতাধিক শিক্ষার্থী আহত হন। তাঁদের ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সন্ধ্যার দিকে হাসপাতালের জরুরি বিভাগেও হামলা করে ছাত্রলীগ।
সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের সময় ঢামেকের জরুরি বিভাগে অতর্কিত লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় ছাত্রলীগের ৩০–৪০ জন নেতা-কর্মী।
আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের সময় ছাত্রলীগ নেতা–কর্মীদের মোটরসাইকেলের হেলমেট পরিহিত এবং হাতে লাঠিসোঁটা দেখা যায়।
ঢাবি ছাত্রলীগের নেতা–কর্মীদের ভেতর বহিরাগতদেরও চোখে পড়েছে। সংঘর্ষের সময় একজনকে পিস্তল উঁচিয়ে গুলি করতে দেখা যায়।
ছাত্রলীগে অনেক নেতা–কর্মীর হাতে বাঁশের লাঠি এবং লোহার রড ও হাঁসুয়া, হকিস্টিকের মতো অস্ত্রও দেখা গেছে।
নারায়ণগঞ্জের আড়াইহাজারে রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার খাগকান্দা ইউনিয়নের কাকাইমোলা এলাকায় দেড় ঘণ্টা ধরে সংঘর্ষ চলে। এতে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ছাড়া বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।
৪ মিনিট আগেতাম্মিম পুলিশের হাত থেকে ছাড়া পেয়ে বলেন, ‘আমরা নগর ভবনের সামনে জড়ো হচ্ছিলাম। হঠাৎ পুলিশ এসে সোহানকে ধরে নিয়ে যাচ্ছিল। আমরা যখন বাধা দিই, তখন সেখানে নারী পুলিশ ছিল না। পুরুষ পুলিশ আমার বিভিন্ন জায়গায় স্পর্শ করে।’
৮ মিনিট আগেপ্রকল্প দপ্তর জানিয়েছে, বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইসিবি ইউটিলিটি স্থানান্তরের দায়িত্বে রয়েছে। বিমানবন্দর, খিলক্ষেত, বিমানবন্দর টার্মিনাল-৩ এবং নদ্দা স্টেশনের কাজ প্রায় সম্পন্ন হলেও উত্তর বাড্ডা, বাড্ডা ও আফতাবনগর স্টেশনে কাজ বন্ধ রয়েছে। ডিএমপি (ট্রাফিক) বিকল্প সড়কের শর্ত দেওয়ায় চলতি বছরের এপ্রিল থেকে
১৪ মিনিট আগেনারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নারীসহ ১২ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার বারদী ইউনিয়নের শান্তিরবাজার গুদারাঘাট ও মসলেন্দপুর গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
২১ মিনিট আগে