নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের অলরাউন্ডার স্বর্ণা আক্তারের মোবাইল ফোন চুরি ও বাসা থেকে মালামাল চুরির মামলায় আরেক ক্রিকেটারের স্বামী মো. আল-আমিন দেওয়ান আযানসহ দুজনকে রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিব রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন।
আযানকে তিন দিন ও আব্দুর রহিম মিলন নামে এক আসামিকে এক দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। বিকেলে তাঁদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক মশিউল আলম ভূঁইয়া তাঁদের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। এ সময় আসামি মিলনের পক্ষে তাঁর আইনজীবী নুরুল ইসলাম দিদার রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। তবে, আসামি আযানের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।
উভয়পক্ষের শুনানি শেষে আদালত একজনের তিন দিন ও অন্যজনের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ২৯ জানুয়ারি মামলা দায়ের করেন ক্রিকেটার স্বর্ণা আক্তার। এরপর দিনাজপুর থেকে আযানকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় তাঁর কাছ থেকে চুরি হওয়া আইফোনসহ অন্যান্য মালামাল উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় চুরি যাওয়া মোবাইল ফোনের ক্রেতা মিলনকেও।
মামলায় স্বর্ণা আক্তার অভিযোগ করেন, ২৯ জানুয়ারি সকাল সাড়ে ৯টার দিকে আযানকে বাসায় রেখে তিন রুমমেটসহ রাজধানীর তেজকুনীপাড়া খেলাঘর মাঠে অনুশীলন করতে যান তিনি। বেলা সাড়ে ১১টার দিকে অভিযুক্ত আল-আমিন দেওয়ান আযান মাঠে এসে ছবি তোলার জন্য ব্যাগ থেকে দুটি আইফোন নেন। কিছু সময় কয়েকটি ছবি তুলে মোবাইল ফোন নিয়ে আযান পালিয়ে যান।
মাঠের অনুশীলন শেষে দুপুর সাড়ে ১২টার দিকে বাসায় ফিরে স্বর্ণা আক্তার দেখতে পান ফ্ল্যাটের মূল দরজা বন্ধ করা। বাসার দারোয়ানকে ডেকে তালা ভেঙে দরজা খুলে ভেতর প্রবেশ করে দেখতে পান রুমের সব জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে। পরে দেখেন ওয়ার্ডরোব ভাঙা। ডলার, টাকাপয়সাসহ অন্যান্য জিনিসপত্র নেই।
বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের অলরাউন্ডার স্বর্ণা আক্তারের মোবাইল ফোন চুরি ও বাসা থেকে মালামাল চুরির মামলায় আরেক ক্রিকেটারের স্বামী মো. আল-আমিন দেওয়ান আযানসহ দুজনকে রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিব রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন।
আযানকে তিন দিন ও আব্দুর রহিম মিলন নামে এক আসামিকে এক দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। বিকেলে তাঁদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক মশিউল আলম ভূঁইয়া তাঁদের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। এ সময় আসামি মিলনের পক্ষে তাঁর আইনজীবী নুরুল ইসলাম দিদার রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। তবে, আসামি আযানের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।
উভয়পক্ষের শুনানি শেষে আদালত একজনের তিন দিন ও অন্যজনের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ২৯ জানুয়ারি মামলা দায়ের করেন ক্রিকেটার স্বর্ণা আক্তার। এরপর দিনাজপুর থেকে আযানকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় তাঁর কাছ থেকে চুরি হওয়া আইফোনসহ অন্যান্য মালামাল উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় চুরি যাওয়া মোবাইল ফোনের ক্রেতা মিলনকেও।
মামলায় স্বর্ণা আক্তার অভিযোগ করেন, ২৯ জানুয়ারি সকাল সাড়ে ৯টার দিকে আযানকে বাসায় রেখে তিন রুমমেটসহ রাজধানীর তেজকুনীপাড়া খেলাঘর মাঠে অনুশীলন করতে যান তিনি। বেলা সাড়ে ১১টার দিকে অভিযুক্ত আল-আমিন দেওয়ান আযান মাঠে এসে ছবি তোলার জন্য ব্যাগ থেকে দুটি আইফোন নেন। কিছু সময় কয়েকটি ছবি তুলে মোবাইল ফোন নিয়ে আযান পালিয়ে যান।
মাঠের অনুশীলন শেষে দুপুর সাড়ে ১২টার দিকে বাসায় ফিরে স্বর্ণা আক্তার দেখতে পান ফ্ল্যাটের মূল দরজা বন্ধ করা। বাসার দারোয়ানকে ডেকে তালা ভেঙে দরজা খুলে ভেতর প্রবেশ করে দেখতে পান রুমের সব জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে। পরে দেখেন ওয়ার্ডরোব ভাঙা। ডলার, টাকাপয়সাসহ অন্যান্য জিনিসপত্র নেই।
জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যার ঘটনায় অন্তত ৭৪টি মামলার তদন্ত করছে পুলিশের বিশেষায়িত ইউনিট—পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এসব ঘটনায় নিহত ব্যক্তিদের অধিকাংশের লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়েছে। ময়নাতদন্ত না হওয়ায় হত্যা মামলার তদন্ত করতে গিয়ে পুলিশ কর্মকর্তারা কিছুটা বিপাকে পড়ছেন।
৩৫ মিনিট আগেবাংলাদেশে অভ্যন্তরীণ রুটে সফলতার পর এবার আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনার প্রস্তুতি নিচ্ছে নবীন ও উদীয়মান বেসরকারি এয়ারলাইনস এয়ার এ্যাস্ট্রা। এই লক্ষ্যে এয়ারবাসের চারটি উড়োজাহাজ সংগ্রহের প্রক্রিয়া শুরু করেছে এয়ারলাইনসটি। বহরে উড়োজাহাজ যুক্ত হওয়া সাপেক্ষে চলতি বছরের শেষ নাগাদ প্রচলিত আঞ্চলিক...
৪০ মিনিট আগেরংপুরের কাউনিয়ায় মরা তিস্তা নদীর ওপর সেতু নির্মাণ নিয়ে অচলাবস্থা তৈরি হয়েছে। খুঁটি নির্মাণের পর চার বছর পেরিয়ে গেলেও অর্থাভাবে সেতুর বাকি নির্মাণকাজে হাত দেওয়া হয়নি। এতে চরাঞ্চলের ছয় গ্রামের মানুষের উপজেলা সদর ও হারাগাছ পৌর এলাকায় যাতায়াতে দুর্ভোগ দূর হচ্ছে না।
১ ঘণ্টা আগেপ্রায় দেড় মাস ধরে রাজধানীর ব্যস্ততম এলাকা নীলক্ষেতে প্রধান সড়কের এক পাশের প্রায় পুরোটা বন্ধ করে সুয়ারেজ লাইনের কাজ চলছে। বাকি অংশ দখল করে রেখেছেন হকাররা। বিপরীত সড়কে ডিভাইডার দিয়ে আলাদা লেন করলেও জনদুর্ভোগ কমেনি। এতে দীর্ঘ যানজটে আটকা পড়ে ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে।
১ ঘণ্টা আগে