Ajker Patrika

ক্রিকেটার স্বর্ণার মোবাইল ও মালামাল চুরি, গ্রেপ্তার ২ আসামি রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ১৯: ২৫
ক্রিকেটার স্বর্ণার মোবাইল ও মালামাল চুরি, গ্রেপ্তার ২ আসামি রিমান্ডে

বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের অলরাউন্ডার স্বর্ণা আক্তারের মোবাইল ফোন চুরি ও বাসা থেকে মালামাল চুরির মামলায় আরেক ক্রিকেটারের স্বামী মো. আল-আমিন দেওয়ান আযানসহ দুজনকে রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিব রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন।

আযানকে তিন দিন ও আব্দুর রহিম মিলন নামে এক আসামিকে এক দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। বিকেলে তাঁদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক মশিউল আলম ভূঁইয়া তাঁদের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। এ সময় আসামি মিলনের পক্ষে তাঁর আইনজীবী নুরুল ইসলাম দিদার রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। তবে, আসামি আযানের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। 

উভয়পক্ষের শুনানি শেষে আদালত একজনের তিন দিন ও অন্যজনের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ২৯ জানুয়ারি মামলা দায়ের করেন ক্রিকেটার স্বর্ণা আক্তার। এরপর দিনাজপুর থেকে আযানকে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় তাঁর কাছ থেকে চুরি হওয়া আইফোনসহ অন্যান্য মালামাল উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় চুরি যাওয়া মোবাইল ফোনের ক্রেতা মিলনকেও।

মামলায় স্বর্ণা আক্তার অভিযোগ করেন, ২৯ জানুয়ারি সকাল সাড়ে ৯টার দিকে আযানকে বাসায় রেখে তিন রুমমেটসহ রাজধানীর তেজকুনীপাড়া খেলাঘর মাঠে অনুশীলন করতে যান তিনি। বেলা সাড়ে ১১টার দিকে অভিযুক্ত আল-আমিন দেওয়ান আযান মাঠে এসে ছবি তোলার জন্য ব্যাগ থেকে দুটি আইফোন নেন। কিছু সময় কয়েকটি ছবি তুলে মোবাইল ফোন নিয়ে আযান পালিয়ে যান। 

মাঠের অনুশীলন শেষে দুপুর সাড়ে ১২টার দিকে বাসায় ফিরে স্বর্ণা আক্তার দেখতে পান ফ্ল্যাটের মূল দরজা বন্ধ করা। বাসার দারোয়ানকে ডেকে তালা ভেঙে দরজা খুলে ভেতর প্রবেশ করে দেখতে পান রুমের সব জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে। পরে দেখেন ওয়ার্ডরোব ভাঙা। ডলার, টাকাপয়সাসহ অন্যান্য জিনিসপত্র নেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত