Ajker Patrika

বাহাদুর শাহ পার্ক রক্ষায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩, ১২: ৪৬
বাহাদুর শাহ পার্ক রক্ষায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

ঐতিহাসিক বাহাদুর শাহ পার্ক রক্ষায় আন্দোলন চলবে বলে জানিয়েছেন পার্ক রক্ষায় সোচ্চার আন্দোলনকারীরা। আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে ঐতিহাসিক বাহাদুর শাহ পার্ক ও পার্কের ঐতিহ্য সংরক্ষণ পরিষদের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তাঁরা। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সদস্যসচিব আখতারুজ্জামান খান। তিনি জানান, ঐতিহাসিক বাহাদুর শাহ পার্ক ১৮৫৭ সালের ভারতবর্ষের প্রথম স্বাধীনতাযুদ্ধের বীর শহীদদের রক্তে রঞ্জিত এক ঐতিহাসিক স্থান। কিন্তু কয়েক মাস আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অনুমোদন নিয়ে পার্কের অভ্যন্তরে বাণিজ্যিক স্থাপনা নির্মাণ শুরু হয়। এর বিরুদ্ধে সর্বস্তরের মানুষ প্রতিবাদ অব্যাহত রেখেছেন। গত ১০ নভেম্বর সংগ্রাম পরিষদ ও বিশিষ্ট ১৬ জন নাগরিক মেয়র ফজলে নূর তাপসের সঙ্গে দেখা করে পার্কে বাণিজ্য স্থাপনা নির্মাণ বন্ধ, আগের মতো গোলাকার বেষ্টনী নির্মাণ এবং ১৮৫৭ সালের বীর শহীদদের স্মরণে লেখাটি পুনঃস্থাপনের দাবি জানান। 

মেয়র এসব দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিলেন। এর পরও পার্কে সিটি করপোরেশনের অনুমোদন নিয়ে রেস্তোরাঁ চালু হয়েছে বলে জানান আখতারুজ্জামান খান। এ সময় পার্ক রক্ষায় ৩১ জানুয়ারি পুরান ঢাকার সব ব্যবসায়ী সমিতির সঙ্গে মতবিনিময়সহ ২৪ মে পর্যন্ত ১২ দফা কর্মসূচির ঘোষণা দেন তিনি। 

সংগঠনের আহ্বায়ক অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান বলেন, ‘এখানে আমাদের ব্যক্তিগত স্বার্থ নেই। আমরা চাই পার্কের ইতিহাস ও ঐতিহ্য রক্ষা হোক, আগের মতো শরীরচর্চা, বিনোদন ও সাংস্কৃতিক কর্মকাণ্ড চালু হোক এবং পার্কটি রক্ষা পাক।’ 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুস ছাত্তার, মিরুজ্জামান খান মিরুসহ অন্যরা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত