ঢাবি প্রতিনিধি
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্থাপত্য বিভাগের আয়োজনে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘এন্ড অব টার্ম স্টুডেন্ট এক্সিবিশন’। স্থাপত্য বিভাগের বিভিন্ন স্থানে এ প্রদর্শনী চলছে। আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টা থেকে ‘নগরায়ণ অবকাঠামো’ শীর্ষক প্রদর্শনী শুরু হয়।
প্রদর্শনীটি পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সত্যপ্রসাদ মজুমদারসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তারা।
প্রদর্শনী পরিদর্শনের সময় অধ্যাপক ড. সত্যপ্রসাদ মজুমদারের সঙ্গে আলাপ হয় আজকের পত্রিকার। আলাপকালে তিনি বলেন, ‘আরবান প্ল্যানিং ও রুরাল প্ল্যানিংয়ের ক্ষেত্রে লেটেস্ট যে প্রযুক্তিগুলো রয়েছে, সেগুলো কীভাবে নগরায়ণের ওপর প্রভাব ফেলবে, সেটার একটি সুন্দর ধারণা আয়োজকেরা দিতে চেয়েছেন। আমরা সবুজ বাংলাদেশের কথা বলি, ইকোসিস্টেম ধরে রাখার কথা বলি! ভবিষ্যতে যদি আমরা সবুজ বাংলাদেশ ও ইকোসিস্টেম ধরে রাখতে চাই, তাহলে আমাদের এই ধারণাকে কাজে লাগাতে হবে।’
অধ্যাপক সত্যপ্রসাদ বলেন, ‘সরকারের নীতিতে যে মেগা প্রকল্পগুলো আছে, সেটার মাধ্যমে পরবর্তী প্রজন্ম যদি নগরায়ণ করতে চায়, তাহলে প্রদর্শনীতে যে ধারণাগুলো রয়েছে, সেগুলো কাজে লাগাতে হবে বলে মনে করি।’ সরকারের যারা উন্নয়ন ও পরিকল্পনা বিভাগে রয়েছেন, তাঁদের প্রদর্শনীটি দেখে সে অনুযায়ী পরিকল্পনা করার আহ্বান জানান উপাচার্য।
প্রদর্শনীতে অংশ নিচ্ছেন স্থাপত্য বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আয়েশা তাবাসসুম। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘আমাদের সব স্টুডিওর একত্রে কোনো প্রদর্শনী হয়নি। বিভিন্ন সময় বিভিন্ন সেমিস্টারের শিক্ষার্থীদের বিচ্ছিন্নভাবে হয়েছে। এবার একেবারে সব স্টুডিওর সম্মিলিত প্রদর্শনী। এটি একটি ভালো ব্যাপার আমাদের জন্য। প্রথম বর্ষ থেকে পঞ্চম বর্ষ পর্যন্ত যে প্রজেক্টগুলো এসেছে, সেগুলোর ফলাফল আমরা প্রদর্শনীতে একত্রে পাচ্ছি। এটি আমাদের শেখার ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে।’
প্রদর্শনী সংশ্লিষ্ট কাজে যুক্ত থাকা চতুর্থ বর্ষের আরেক শিক্ষার্থী সামিহা নওশীন বলেন, ‘আমাদের লেভেল এক থেকে লেবেল পাঁচ পর্যন্ত স্টুডিওতে যে প্রজেক্টগুলো আমরা করেছি, সেগুলো প্রদর্শনীতে দেখানো হচ্ছে। এর মধ্যে হাসপাতাল, রিসোর্ট, অবকাঠামোগুলোর ডিজাইন; যেমন-মেট্রোরেলের স্টেশন, পদ্মাসেতু এবং মাওয়া ঘাট মিলিয়ে যে নগরায়ণ হবে, সবগুলোর একটি ডিজাইন এতে দেখানো হবে।’
তবে প্রদর্শনী বাস্তবায়নের ক্ষেত্রে চ্যালেঞ্জ নিতে হয়েছে বলে জানান এই প্রদর্শনী বাস্তবায়নের প্রধান সমন্বয়ক ও স্থাপত্য বিভাগের সহকারী অধ্যাপক ড. আসমা নাজ। তিনি বলেন, ‘করোনা-পরবর্তী সময়ে শিক্ষার্থীদের ক্লাসে ফিরিয়ে আনা একটি চ্যালেঞ্জ ছিল। সেখানে আবার প্রদর্শনীর মতো গুরুত্বপূর্ণ প্রজেক্ট হাতে নেওয়া ছিল বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে স্থাপত্য বিভাগ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন সব ধরনের সহযোগিতা করেছে।’
বুয়েটের স্থাপত্য বিভাগে শুরু হওয়া এ প্রদর্শনী চলবে ৪ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত এ প্রদর্শনী দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্থাপত্য বিভাগের আয়োজনে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘এন্ড অব টার্ম স্টুডেন্ট এক্সিবিশন’। স্থাপত্য বিভাগের বিভিন্ন স্থানে এ প্রদর্শনী চলছে। আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টা থেকে ‘নগরায়ণ অবকাঠামো’ শীর্ষক প্রদর্শনী শুরু হয়।
প্রদর্শনীটি পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সত্যপ্রসাদ মজুমদারসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তারা।
প্রদর্শনী পরিদর্শনের সময় অধ্যাপক ড. সত্যপ্রসাদ মজুমদারের সঙ্গে আলাপ হয় আজকের পত্রিকার। আলাপকালে তিনি বলেন, ‘আরবান প্ল্যানিং ও রুরাল প্ল্যানিংয়ের ক্ষেত্রে লেটেস্ট যে প্রযুক্তিগুলো রয়েছে, সেগুলো কীভাবে নগরায়ণের ওপর প্রভাব ফেলবে, সেটার একটি সুন্দর ধারণা আয়োজকেরা দিতে চেয়েছেন। আমরা সবুজ বাংলাদেশের কথা বলি, ইকোসিস্টেম ধরে রাখার কথা বলি! ভবিষ্যতে যদি আমরা সবুজ বাংলাদেশ ও ইকোসিস্টেম ধরে রাখতে চাই, তাহলে আমাদের এই ধারণাকে কাজে লাগাতে হবে।’
অধ্যাপক সত্যপ্রসাদ বলেন, ‘সরকারের নীতিতে যে মেগা প্রকল্পগুলো আছে, সেটার মাধ্যমে পরবর্তী প্রজন্ম যদি নগরায়ণ করতে চায়, তাহলে প্রদর্শনীতে যে ধারণাগুলো রয়েছে, সেগুলো কাজে লাগাতে হবে বলে মনে করি।’ সরকারের যারা উন্নয়ন ও পরিকল্পনা বিভাগে রয়েছেন, তাঁদের প্রদর্শনীটি দেখে সে অনুযায়ী পরিকল্পনা করার আহ্বান জানান উপাচার্য।
প্রদর্শনীতে অংশ নিচ্ছেন স্থাপত্য বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আয়েশা তাবাসসুম। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘আমাদের সব স্টুডিওর একত্রে কোনো প্রদর্শনী হয়নি। বিভিন্ন সময় বিভিন্ন সেমিস্টারের শিক্ষার্থীদের বিচ্ছিন্নভাবে হয়েছে। এবার একেবারে সব স্টুডিওর সম্মিলিত প্রদর্শনী। এটি একটি ভালো ব্যাপার আমাদের জন্য। প্রথম বর্ষ থেকে পঞ্চম বর্ষ পর্যন্ত যে প্রজেক্টগুলো এসেছে, সেগুলোর ফলাফল আমরা প্রদর্শনীতে একত্রে পাচ্ছি। এটি আমাদের শেখার ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে।’
প্রদর্শনী সংশ্লিষ্ট কাজে যুক্ত থাকা চতুর্থ বর্ষের আরেক শিক্ষার্থী সামিহা নওশীন বলেন, ‘আমাদের লেভেল এক থেকে লেবেল পাঁচ পর্যন্ত স্টুডিওতে যে প্রজেক্টগুলো আমরা করেছি, সেগুলো প্রদর্শনীতে দেখানো হচ্ছে। এর মধ্যে হাসপাতাল, রিসোর্ট, অবকাঠামোগুলোর ডিজাইন; যেমন-মেট্রোরেলের স্টেশন, পদ্মাসেতু এবং মাওয়া ঘাট মিলিয়ে যে নগরায়ণ হবে, সবগুলোর একটি ডিজাইন এতে দেখানো হবে।’
তবে প্রদর্শনী বাস্তবায়নের ক্ষেত্রে চ্যালেঞ্জ নিতে হয়েছে বলে জানান এই প্রদর্শনী বাস্তবায়নের প্রধান সমন্বয়ক ও স্থাপত্য বিভাগের সহকারী অধ্যাপক ড. আসমা নাজ। তিনি বলেন, ‘করোনা-পরবর্তী সময়ে শিক্ষার্থীদের ক্লাসে ফিরিয়ে আনা একটি চ্যালেঞ্জ ছিল। সেখানে আবার প্রদর্শনীর মতো গুরুত্বপূর্ণ প্রজেক্ট হাতে নেওয়া ছিল বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে স্থাপত্য বিভাগ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন সব ধরনের সহযোগিতা করেছে।’
বুয়েটের স্থাপত্য বিভাগে শুরু হওয়া এ প্রদর্শনী চলবে ৪ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত এ প্রদর্শনী দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
৬ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
৬ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান...
৬ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
৭ ঘণ্টা আগে