Ajker Patrika

যাত্রাবাড়ীতে পেট্রল বোমা, ককটেলসহ ৪ জন আটক: র‍্যাব

যাত্রাবাড়ীতে পেট্রল বোমা, ককটেলসহ ৪ জন আটক: র‍্যাব

যাত্রাবাড়ীতে নাশকতার প্রস্তুতিকালে পেট্রল বোমা, ককটেল ও দেশীয় অস্ত্রসহ চারজনকে আটক করেছে র‍্যাব-১০।
 
আজ বৃহস্পতিবার রাত ৮ টায় দিকে যাত্রাবাড়ীর রায়হান সুপার মার্কেটের পঞ্চম তলার ছাদ থেকে তাদেরকে আটক করা হয়।
 
আটককৃতরা হলেন- রুবেল (৩৩), মারুফ খান (২১), আল আমিন (২২) ও হৃদয় সরদার (২৫)।
 
র‍্যাব-১০ এর অধিনায়ক মোহাম্মদ ফরিদ উদ্দিন বৃহস্পতিবার রাত ৯টায় রায়হান সুপার মার্কেটের ছাদে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। 

মোহাম্মদ ফরিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১০ এর একটি দল অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। এ সময় আরও ৪ জন ছাদ থেকে লাফিয়ে পালিয়ে যায়। 

মোহাম্মদ ফরিদ জানান, গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় রাজনৈতিক কর্মসূচির হরতাল অবরোধে তারা বিভিন্ন স্থানে কয়েকটি গাড়িতে আগুন দেয়। এ ছাড়া যাত্রাবাড়ী, সায়েদাবাদ, গোলাপবাগ, ডেমরা, দনিয়াসহ আশপাশের এলাকায় নাশকতা করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতকদের গ্রেপ্তারের জোর অভিযান চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত