Ajker Patrika

সংঘর্ষ শেষে থমথমে নিউমার্কেট, আহত ১২

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩১ মার্চ ২০২২, ১৪: ২৯
সংঘর্ষ শেষে থমথমে নিউমার্কেট, আহত ১২

রাজধানীর নিউ মার্কেট এলাকায় ঢাকা কলেজের সামনের সড়কে টিচার্স ট্রেনিং কলেজ ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে সংঘর্ষ থামানো হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সংঘর্ষে আহত ঢাকা কলেজের ১২  শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন। 

গতকাল বুধবার রাত ৯টার দিকে টিচার্স ট্রেনিং কলেজ ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের মধ্যে এ আহতেরা হলেন— কায়েস (২৪), জসিম উদ্দিন (২৮), সুজন (২৮), রুবেল (২৮), মামুন (২৬), শিহাব (২৬), সুরুজ (২৭) , খোকন (২৯), মেহেদী (২৫), নিয়ন (২৫), জাহিরুল (২৫) ও রাসেল (২৪)। তাঁরা ঢাকা কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া আজকের পত্রিকাকে বলেন, রাত সাড়ে ১০টার দিকে সাতজন ছাত্র আহত অবস্থায় জরুরি বিভাগে আসে। তাঁদের কয়েকজনের হাতে পায়ে আঘাত রয়েছে। তবে অবস্থা গুরুতর না। মারামারির বিষয়ে কথা বলতে গেলে আহতদের কেউ কথা বলতে রাজি হয়নি। 

খোঁজ নিয়ে জানা গেছে, টিচার্স ট্রেনিং কলেজের সামনের চায়ের দোকানে ঢাকা কলেজের ৩ ছাত্র চা খাচ্ছিলেন। এ সময় টিচার্স ট্রেনিং কলেজের দুজন শিক্ষার্থী এসে তাঁদের চেপে বসতে বলেন। এই ঘটনা থেকে কথা-কাটাকাটির একপর্যায়ে টিচার্স ট্রেনিং কলেজের একজন শিক্ষার্থীকে তুলে নিয়ে যায় ঢাকা কলেজের ছাত্ররা। এতে উত্তেজনা ছড়িয়ে পড়লে টিচার্স ট্রেনিং কলেজের ছাত্ররা প্রথমে ইট পাটকেল ছুড়তে শুরু করে। এরপর ঢাকা কলেজের একদল শিক্ষার্থী এসে টিচার্স ট্রেনিং কলেজের দেয়াল ভেঙে দেয়। 

প্রত্যক্ষদর্শীরা বলছে, ঢাকা কলেজের শিক্ষার্থীরা রড, লাঠি, চাপাতি নিয়ে টিচার্স ট্রেনিং কলেজ ঘিরে ফেলে। অন্যদিকে টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষার্থীরা তাঁদের ক্যাম্পাসের ভেতরে ককটেল বিস্ফোরণ করে। এতে ওই এলাকার আশপাশের মানুষ ও পথচারীদের মধ্য আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার শরিফ মোহাম্মদ ফারুকুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাকা কলেজ ও টিচার্স ট্রেনিং কলেজ (টিটি কলেজ) সংঘর্ষ থেমে গেছে। দীর্ঘ সময় ধরে সংঘর্ষ চলেছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এই ঘটনায় এখন পর্যন্ত ৮-১০ জন আহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।’

এ পুলিশ কর্মকর্তা আরও বলেন, ‘দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে এ সংঘর্ষের কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। আহতদের বেশির ভাগ ঢাকা কলেজের।’ 

সবশেষ তথ্য অনুসারে, ঘটনাস্থলে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নিউ মার্কেট রোডে পুলিশ কাউকে ঢুকতে দিচ্ছে না। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

ঢাকা কলেজের বাস ভাঙচুর, আবারও শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড

২০২৬ সালের পাঠ্যবইয়ে শেখ হাসিনার নামের আগে গণহত্যাকারী, ফেসবুকে আসিফ মাহমুদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত