Ajker Patrika

মুন্সিগঞ্জে নিজ ভবনে হাত-পা ও মুখ বাঁধা বৃদ্ধের লাশ উদ্ধার

মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের সিরাজদিখানে নিজ বাড়ি থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। ছবি: আজকের পত্রিকা
মুন্সিগঞ্জের সিরাজদিখানে নিজ বাড়ি থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

মুন্সিগঞ্জের সিরাজদিখানে নিজ বাড়ি থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম আমির শেখ (৭০)। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আবিরপাড়া গ্রামের দোতলা ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষের মেঝেতে পড়ে থাকা অবস্থায় ওই বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়। নিহত আমির শেখ একই গ্রামের প্রয়াত কোরবান আলী শেখের ছেলে।

নিহতের দোতলা ভবনের নিচতলার ভাড়াটিয়া নাসিমা বেগম জানান, সকালে ট্যাংকে পানি তোলার মোটর ছাড়ার জন্য ভবনমালিক আমিরকে ডাকতে দোতলায় যান তিনি। এ সময় ওপরে ওঠার সিঁড়িসংলগ্ন একটি কক্ষের মেঝেতে আমির শেখকে পড়ে থাকতে দেখা যায়। তিনি ভয় পেয়ে চিৎকার করলে অন্য ভাড়াটিয়ারা ছুটে আসেন। এরপর থানায় খবর দেন।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন জানান, ভাড়াটিয়াদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ভবনের দ্বিতীয় তলায় বৃদ্ধ একাই থাকতেন। তার চার মেয়ের বিয়ে হয়ে গেছে। স্ত্রী ঢাকায় এক মেয়ের সঙ্গে থাকেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিসিএসে প্রাপ্ত নম্বর দেখতে পারবেন প্রার্থী

ছুটিতে যাচ্ছেন পররাষ্ট্রসচিব জসীম উদ্দিন, নতুন দায়িত্বে আসছেন সিয়াম

আসছে নতুন নোট: ৫ টাকায় সাঈদ-মুগ্ধ, ১০০ টাকায় বাঘ

শেখ হাসিনাসহ ৩৯৩ জনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করে নিলেন বিএনপি নেতা

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিজির বিতর্কিত আদেশে তদন্তে প্রসিকিউটরেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত