Ajker Patrika

নারায়ণগঞ্জে বাসে অগ্নিসংযোগ 

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ১৪: ৫৬
নারায়ণগঞ্জে বাসে অগ্নিসংযোগ 

নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় উৎসব নামে একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। অগ্নিসংযোগকারীরা হরতাল সমর্থক বলে ধারণা করা হচ্ছে। এই অগ্নিকাণ্ডে পুড়ে গেছে বাসের তিনটি সিট। পুরো বাস পুড়ে যাওয়ার আগেই আগুন নিভিয়ে ফেলে পুলিশ। 

আজ রোববার বেলা পৌনে ১১টায় শহরের নবাব সলিমুল্লাহ রোডের মিশনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে কারা এই অগ্নিসংযোগ করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশের ভাষ্য, অগ্নিসংযোগকারীরা হরতাল সমর্থক।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা পৌনে ১১টার দিকে ১০ থেকে ১৫ জনের একটি দল রাস্তা অবরোধ এবং উৎসব বাসটিতে ভাঙচুর করে। একপর্যায়ে বাসের ভেতরে আগুন ধরিয়ে দেয়। ধোঁয়া বের হতে থাকে বাসের ভেতর থেকে। খবর পেয়ে দ্রুত চাষাঢ়া থেকে ছুটে আসে পুলিশ। নিভিয়ে ফেলে বাসের আগুন। ততক্ষণে তিনটি সিট পুড়ে যায়। পুলিশের আসতে দেখে পালিয়ে যায় অগ্নিসংযোগকারীরা। 

এই অগ্নিকাণ্ডের বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিচুর রহমান মোল্লা বলেন, ‘বাসে অগ্নিসংযোগ ও নাশকতা করার সময় আমরা হরতাল সমর্থকদের ধাওয়া দেই। আমাদের দেখেই তাঁরা পালিয়ে যায়। বাসে আগুন দিলেও দ্রুত তা নিভিয়ে ফেলা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান

সাবেক ‘র’-এর প্রধানের নেতৃত্বে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পরিষদ পুনর্গঠন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত