গোপালগঞ্জ প্রতিনিধি
দীর্ঘ সাত বছর পর আগামীকাল বৃহস্পতিবার (১ ডিসেম্বর) হতে যাচ্ছে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন। সম্মেলনকে ঘিরে গোপালগঞ্জে বইছে উৎসবের হাওয়া। নেতা-কর্মীদের মধ্যে বিরাজ করছে প্রাণচাঞ্চল্য ও উৎসবের আমেজ।
ইতিমধ্যে জেলা ও উপজেলা শহরের বিভিন্ন স্থানে টাঙানো হয়েছে ব্যানার-ফেস্টুন। মোড়ে মোড়ে নির্মাণ করা হয়েছে তোরণ। কর্মীদের দিন কাটছে আলোচনা ও সমালোচনার মধ্যে। সবাই প্রতীক্ষায় আছেন কে হচ্ছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।
তবে ত্যাগী, দু: সময়ের কান্ডারি আর কর্মী বান্ধবদের হাতে নেতৃত্ব দেওয়ার দাবি কর্মীদের। জেলা আওয়ামী লীগের আয়োজনে গোপালগঞ্জ শহরের পৌর পার্কে অনুষ্ঠিত হবে এ সম্মেলন।
সম্মেলন ঘিরে প্রস্তুতি নিয়েছে নেতা-কর্মীরা। এবার জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থী রয়েছেন ডজন খানিকের বেশি নেতা। তবে প্রধানমন্ত্রী ও গোপালগঞ্জ-২ আসনের সাংসদ শেখ ফজলুল করিম সেলিমের নির্দেশনা অনুযায়ী যাদের নির্বাচিত করা হবে, সকলে মিলে তাদের পক্ষে কাজ করবে বলে জানিয়েছেন পদ প্রার্থীরা।
সাধারণ মানুষেরা বলছেন, আওয়ামী লীগের দুর্দিনে যারা দলটাকে ধরে রেখেছিল, জেল-জুলুম অত্যাচার, নির্যাতন শয্য করে আওয়ামী লীগকে টিকিয়ে রেখেছে সেই সমস্ত নেতাদের মধ্য থেকে নেতৃত্ব বেরিয়ে আসুক।
জেলা আওয়ামী লীগের সভাপতি পদে আলোচনায় রয়েছেন বর্তমান সভাপতি বীর মুক্তিযোদ্ধা চৌধুরী এমদাদুল হক, সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ রুহুল আমিন, বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফার রহমান বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা সিকদার নুর মোহাম্মদ দুলু, নবনিযুক্ত জেলা পরিষদ চেয়ারম্যান মুন্সি আতিয়ার রহমান, শেখ মো. ইউসুফ আলী।
এ ছাড়া সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছেন বর্তমান সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, জেলা যুব লীগের সভাপতি জি এম সাহাবউদ্দিন আজম, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এম বদরুল আলম, শেখ মুশফিকুর রহমান লিটন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মোত্তাহিদুর রহমান শিরু ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী মনোয়ার হোসেন মন্টু ও ইলিয়াস হক।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান জানান, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হকের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। সম্মেলন উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
গত ২০১৫ সালের ১১ নভেম্বর গোপালগঞ্জ জেলা উপজেলা ও পৌর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। ২০২০ সালে এই কমিটির মেয়াদ উত্তীর্ণ হলেও করোনা মহামারির কারণে সম্মেলন পিছিয়ে যায়। পরিবেশ স্বাভাবিক হওয়ায় ২ বছর পর ২০২২ সালের ১ ডিসেম্বর জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
দীর্ঘ সাত বছর পর আগামীকাল বৃহস্পতিবার (১ ডিসেম্বর) হতে যাচ্ছে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন। সম্মেলনকে ঘিরে গোপালগঞ্জে বইছে উৎসবের হাওয়া। নেতা-কর্মীদের মধ্যে বিরাজ করছে প্রাণচাঞ্চল্য ও উৎসবের আমেজ।
ইতিমধ্যে জেলা ও উপজেলা শহরের বিভিন্ন স্থানে টাঙানো হয়েছে ব্যানার-ফেস্টুন। মোড়ে মোড়ে নির্মাণ করা হয়েছে তোরণ। কর্মীদের দিন কাটছে আলোচনা ও সমালোচনার মধ্যে। সবাই প্রতীক্ষায় আছেন কে হচ্ছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।
তবে ত্যাগী, দু: সময়ের কান্ডারি আর কর্মী বান্ধবদের হাতে নেতৃত্ব দেওয়ার দাবি কর্মীদের। জেলা আওয়ামী লীগের আয়োজনে গোপালগঞ্জ শহরের পৌর পার্কে অনুষ্ঠিত হবে এ সম্মেলন।
সম্মেলন ঘিরে প্রস্তুতি নিয়েছে নেতা-কর্মীরা। এবার জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থী রয়েছেন ডজন খানিকের বেশি নেতা। তবে প্রধানমন্ত্রী ও গোপালগঞ্জ-২ আসনের সাংসদ শেখ ফজলুল করিম সেলিমের নির্দেশনা অনুযায়ী যাদের নির্বাচিত করা হবে, সকলে মিলে তাদের পক্ষে কাজ করবে বলে জানিয়েছেন পদ প্রার্থীরা।
সাধারণ মানুষেরা বলছেন, আওয়ামী লীগের দুর্দিনে যারা দলটাকে ধরে রেখেছিল, জেল-জুলুম অত্যাচার, নির্যাতন শয্য করে আওয়ামী লীগকে টিকিয়ে রেখেছে সেই সমস্ত নেতাদের মধ্য থেকে নেতৃত্ব বেরিয়ে আসুক।
জেলা আওয়ামী লীগের সভাপতি পদে আলোচনায় রয়েছেন বর্তমান সভাপতি বীর মুক্তিযোদ্ধা চৌধুরী এমদাদুল হক, সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ রুহুল আমিন, বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফার রহমান বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা সিকদার নুর মোহাম্মদ দুলু, নবনিযুক্ত জেলা পরিষদ চেয়ারম্যান মুন্সি আতিয়ার রহমান, শেখ মো. ইউসুফ আলী।
এ ছাড়া সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছেন বর্তমান সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, জেলা যুব লীগের সভাপতি জি এম সাহাবউদ্দিন আজম, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এম বদরুল আলম, শেখ মুশফিকুর রহমান লিটন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মোত্তাহিদুর রহমান শিরু ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী মনোয়ার হোসেন মন্টু ও ইলিয়াস হক।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান জানান, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হকের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। সম্মেলন উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
গত ২০১৫ সালের ১১ নভেম্বর গোপালগঞ্জ জেলা উপজেলা ও পৌর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। ২০২০ সালে এই কমিটির মেয়াদ উত্তীর্ণ হলেও করোনা মহামারির কারণে সম্মেলন পিছিয়ে যায়। পরিবেশ স্বাভাবিক হওয়ায় ২ বছর পর ২০২২ সালের ১ ডিসেম্বর জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
চট্টগ্রামে ডেঙ্গুতে এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় এই তথ্য জানায়। এ ছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের ডেঙ্গু এবং ২০ জনের চিকুনগুনিয়া শনাক্ত হয়েছে।
০১ জানুয়ারি ১৯৭০রাজশাহীর দুর্গাপুর উপজেলার বিভিন্ন এলাকায় টানা বৃষ্টিতে তলিয়ে গেছে ৫০০ বিঘার অধিক ফসলি জমি। তার মধ্যে অনেক জমিতে ছিল আমন ধান। এ ছাড়া বিভিন্ন স্কুল, কলেজ ও কাঁচা-পাকা রাস্তায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। অবৈধভাবে অপরিকল্পিত পুকুর খননের ফলে খালের মুখ বন্ধ হয়ে পড়ায় এমন জলাবদ্ধতার সৃষ্ট হয়েছে...
২ ঘণ্টা আগেখুঁড়িয়ে চলছে দেশের অন্যতম তাপবিদ্যুৎকেন্দ্র বড়পুকুরিয়া। চালুর পর থেকে যান্ত্রিক ত্রুটির কারণে কখনোই এ বিদ্যুৎকেন্দ্র থেকে পূর্ণ লক্ষ্যমাত্রার বিদ্যুৎ পাওয়া যায়নি। তিনটি ইউনিটের মধ্যে কখনো একটি, কখনোবা দুটি থেকে বিদ্যুৎ পাওয়া গেছে। বর্তমানে নষ্ট হয়ে পড়ে রয়েছে দুটি ইউনিট।
৩ ঘণ্টা আগেখুলনায় গত শুক্রবার রাত থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় তিনজন খুন এবং একজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয় লোকজনের ভাষ্য, হত্যাকারীরা চিহ্নিত সন্ত্রাসী। তারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। এসব হত্যাকাণ্ডকে টার্গেট কিলিং বলছে পুলিশ। তারা বলছে, এসব পুলিশের একার পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।
৩ ঘণ্টা আগে