Ajker Patrika

ঘোড়াশাল সড়কে অটোরিকশা উল্টে নারী নিহত

নরসিংদী প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে সিএনজিচালিত অটোরিকশা উল্টে এক নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অটোরিকশার চালক। আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে ঘোড়াশাল বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ময়ুরী বেগম (৭৫) ঘোড়াশাল রেলস্টেশনের বস্তি এলাকার গোলাম মোস্তফা মিয়ার স্ত্রী। তিনি ভিক্ষাবৃত্তি করে জীবন নির্বাহ করতেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, সকাল সাড়ে ৯টার ঘোড়াশাল ঘোড়া চত্বর থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা পাঁচজন নারী যাত্রী নিয়ে পাঁচদোনার দিকে যাচ্ছিল। এ সময় সামনের বাইপাস সড়কে পৌঁছালে রাস্তা পার হতে যাওয়া একটি কুকুরকে বাঁচাতে হঠাৎ ব্রেক করে অটোরিকশা থামানোর চেষ্টা করলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে চাপা পড়ে ময়ূরীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। এ সময় আহত হন সিএনজি চালক। পরে তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। তাৎক্ষণিকভাবে আহত সিএনজি চালকের পরিচয় পাওয়া যায়নি।

পলাশ থানার উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ময়ুরী বেগমের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। পরে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত