প্রতিনিধি, সাভার
সাভারে চায়ের দোকানে চা ও পানের নতুন দাম নির্ধারণ করেছেন চা-দোকানিরা। চা বানাতে খরচ বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। আবার অনেকে চা বিক্রি বন্ধ করে দেওয়ার কথা ভাবছেন। এতে স্বত্তিতে নেই চায়ের দোকানি ও ক্রেতারা।
গতকাল শুক্রবার দেখা যায়, সাভারের আশুলিয়ার দুর্গাপুর, কাঠগড়া এলাকায় বাড়তি দামে চা ও পান বিক্রি হচ্ছে। বাইপাইল ও সাভার বাসস্ট্যান্ডের অনেক দোকানে ৫ টাকার চা এখন ৭ টাকা। আর ৫ টাকার খিলি পান ৬ টাকায় বিক্রি হচ্ছে।
আশুলিয়ার চা দোকানি মো. বাদশাহ তাঁর দোকানে জরুরি নোটিশ লেখা এক বিজ্ঞপ্তি টাঙিয়ে রেখেছেন। হঠাৎ কেন এমন সিদ্ধান্ত তা জানতে চাইলে বাদশাহ বলেন, ‘সব জিনিসের দাম বেড়ে গিয়েছে। ৫ টাকায় চা বিক্রি করলে কোনো লাভই থাকে না। বরং লস হয়।’
বিজ্ঞপ্তির নিচে লেখা আছে আদেশক্রমে কর্তৃপক্ষ। এই কর্তৃপক্ষটা কে বা কারা জিজ্ঞেস করা হলে দোকানিরা বলেন, ‘কর্তৃপক্ষ আমরাই। যার যার দোকানের সে সে কর্তৃপক্ষ। আমাদের তো কোম্পানি বা সমিতি নাই। কাস্টমাররা যাতে ঝামেলা না করে, তাই সবাই মিলে এই নোটিশ বানিয়েছি। গত ৩১ আগস্ট থেকে বাড়তি দাম চলছে।’
বাদশাহ আরও বলেন, কন্ডেন্সড মিল্ক (ঘনীভূত দুধ) এখন ৭০ থেকে ৭৫ টাকা; আগে ছিল ৪৫ থেকে ৬০ টাকা। চিনির দামও বেড়েছে। চিনি কিনতে হচ্ছে ৮০ থেকে ৯০ টাকা কেজি। গ্যাস সিলিন্ডার কেনা লাগে ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ টাকায়।
শুধু বাদশাহ নয়। বাদশাহর মতো আশপাশের চা বিক্রেতারা দোকানের সামনে একই বিজ্ঞপ্তি ঝুলিয়ে দিয়েছেন। আরেক চা দোকানি সিদ্দিক মিয়া বলেন, ‘শুধু আমি না, আমগো এলাকার আশেপাশে হগলতে মিলাই (চা দোকানদার) এ সিদ্ধান্ত নিছি। চা খাইবার আইয়া কাস্টমাররা বেশি টাকা চাইলে ক্যাচাল করে, তাই পোস্টার ঝুলায় দিছি। লস কইরা চা বেচন যায় না, জিনিসের যিমুন দাম বাড়ছে, সেমুন কইরা চা-পানের দাম বাড়াইছি। সংসার তো চালাইতে হইবো।’
চা পান করতে আসা দিনমজুর সিরাজ বলেন, ‘সারা দিন কাম করি। মাঝে মাঝে বেরেক টাইমে চা-পান টা এট্টু খাই। আগে বিড়ি খাইতাম এখন আর খাই না। এমন কইরা দাম বাড়াইলে কি খামু।’
পোশাকশ্রমিক হাবিবুর রহমান বলেন, ‘দুধ-চিনির দাম বাড়ছে, তাই দুধ-চা ৭ টাকায় বেচতে চায় ভালো কথা, কিন্তু রং চা ৭ টাকায় বেচবে—এইটা কেমন কথা। রং চায় তো আর দুধ লাগে না। আবার সিগারেটের দাম তো কয়দিন পরপরই বাড়ে। আমাদের কথা কেউ ভাবে না।’
সাভারে চায়ের দোকানে চা ও পানের নতুন দাম নির্ধারণ করেছেন চা-দোকানিরা। চা বানাতে খরচ বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। আবার অনেকে চা বিক্রি বন্ধ করে দেওয়ার কথা ভাবছেন। এতে স্বত্তিতে নেই চায়ের দোকানি ও ক্রেতারা।
গতকাল শুক্রবার দেখা যায়, সাভারের আশুলিয়ার দুর্গাপুর, কাঠগড়া এলাকায় বাড়তি দামে চা ও পান বিক্রি হচ্ছে। বাইপাইল ও সাভার বাসস্ট্যান্ডের অনেক দোকানে ৫ টাকার চা এখন ৭ টাকা। আর ৫ টাকার খিলি পান ৬ টাকায় বিক্রি হচ্ছে।
আশুলিয়ার চা দোকানি মো. বাদশাহ তাঁর দোকানে জরুরি নোটিশ লেখা এক বিজ্ঞপ্তি টাঙিয়ে রেখেছেন। হঠাৎ কেন এমন সিদ্ধান্ত তা জানতে চাইলে বাদশাহ বলেন, ‘সব জিনিসের দাম বেড়ে গিয়েছে। ৫ টাকায় চা বিক্রি করলে কোনো লাভই থাকে না। বরং লস হয়।’
বিজ্ঞপ্তির নিচে লেখা আছে আদেশক্রমে কর্তৃপক্ষ। এই কর্তৃপক্ষটা কে বা কারা জিজ্ঞেস করা হলে দোকানিরা বলেন, ‘কর্তৃপক্ষ আমরাই। যার যার দোকানের সে সে কর্তৃপক্ষ। আমাদের তো কোম্পানি বা সমিতি নাই। কাস্টমাররা যাতে ঝামেলা না করে, তাই সবাই মিলে এই নোটিশ বানিয়েছি। গত ৩১ আগস্ট থেকে বাড়তি দাম চলছে।’
বাদশাহ আরও বলেন, কন্ডেন্সড মিল্ক (ঘনীভূত দুধ) এখন ৭০ থেকে ৭৫ টাকা; আগে ছিল ৪৫ থেকে ৬০ টাকা। চিনির দামও বেড়েছে। চিনি কিনতে হচ্ছে ৮০ থেকে ৯০ টাকা কেজি। গ্যাস সিলিন্ডার কেনা লাগে ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ টাকায়।
শুধু বাদশাহ নয়। বাদশাহর মতো আশপাশের চা বিক্রেতারা দোকানের সামনে একই বিজ্ঞপ্তি ঝুলিয়ে দিয়েছেন। আরেক চা দোকানি সিদ্দিক মিয়া বলেন, ‘শুধু আমি না, আমগো এলাকার আশেপাশে হগলতে মিলাই (চা দোকানদার) এ সিদ্ধান্ত নিছি। চা খাইবার আইয়া কাস্টমাররা বেশি টাকা চাইলে ক্যাচাল করে, তাই পোস্টার ঝুলায় দিছি। লস কইরা চা বেচন যায় না, জিনিসের যিমুন দাম বাড়ছে, সেমুন কইরা চা-পানের দাম বাড়াইছি। সংসার তো চালাইতে হইবো।’
চা পান করতে আসা দিনমজুর সিরাজ বলেন, ‘সারা দিন কাম করি। মাঝে মাঝে বেরেক টাইমে চা-পান টা এট্টু খাই। আগে বিড়ি খাইতাম এখন আর খাই না। এমন কইরা দাম বাড়াইলে কি খামু।’
পোশাকশ্রমিক হাবিবুর রহমান বলেন, ‘দুধ-চিনির দাম বাড়ছে, তাই দুধ-চা ৭ টাকায় বেচতে চায় ভালো কথা, কিন্তু রং চা ৭ টাকায় বেচবে—এইটা কেমন কথা। রং চায় তো আর দুধ লাগে না। আবার সিগারেটের দাম তো কয়দিন পরপরই বাড়ে। আমাদের কথা কেউ ভাবে না।’
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরীর কয়েকটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। গত শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে পটুয়াখালী শহরের শেরেবাংলা সড়কে নিজ বাসভবন সুরাইয়া...
৮ মিনিট আগেকুষ্টিয়ায় শফিকুল ইসলাম (৫৫) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। একটি মাদকের মামলায় ৯ আগস্ট থেকে হাজতি হিসেবে শফিকুল ইসলাম কারাগারে ছিলেন। রোববার বিকেলে বুকে ব্যথা অনুভব হলে শফিকুলকে ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
১১ মিনিট আগেসিলেটের রাজনীতির ‘সৌন্দর্য’ প্রধান রাজনৈতিক দলগুলোর নেতাদের সৌহার্দ্য। চোরাচালান, বালু-পাথর লুটসহ নানা অপকর্মেও তাঁদের ‘মিলমিশের’ বিষয়টিও বেশ আলোচিত-সমালোচিত। বিখ্যাত পর্যটন স্পট সাদাপাথরের পাথর লুটের পর বিষয়টি আবার আলোচনায় এসেছে। পাথর লুটপাটে বিএনপির অন্তত ২৮ নেতার জড়িত থাকার অভিযোগ উঠেছে।
৫ ঘণ্টা আগেসাদাপাথর, জাফলং, বিছনাকান্দির পর এবার লুটপাটে অস্তিত্ব হারানোর পথে সিলেটের জৈন্তাপুর উপজেলার রাংপানি। সেখান থেকেও শুরু হয়েছে পাথর চুরি। দিনদুপুরে ঘটছে এসব ঘটনা। রাংপানি পর্যটনকেন্দ্র একসময় শ্রীপুর নামে পরিচিত ছিল। সালমান শাহসহ বেশ কয়েকজন জনপ্রিয় নায়কের সিনেমার শুটিং হয়েছিল সেই সময়।
৬ ঘণ্টা আগে