Ajker Patrika

পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয় অভিমুখে ম্যাটস শিক্ষার্থীরা

অনলাইন ডেস্ক
পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয় অভিমুখে ম্যাটস শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা
পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয় অভিমুখে ম্যাটস শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

চার দফা দাবি আদায়ে পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয় অভিমুখে মিছিল নিয়ে রওনা দিয়েছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীরা। এ সময় পুলিশ তাঁদের বাধা দিলেও কোনো বল প্রয়োগ করেনি। বিকেল পৌনে ৫টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত মিছিলটি জাতীয় ঈদগাহ অতিক্রম করছে।

আজ রোববার বিকেল ৪টা ১০ মিনিটে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে পুলিশের ব্যারিকেড ভেঙে তাঁরা সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করে।

এর আগে দুপুর ২টায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতিনিধি পাঠানোর প্রস্তাব নিয়ে আসেন স্বাস্থ্য উপদেষ্টা ব্যক্তিগত সহকারী তুহিন ফারাবী। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের দাবির আলোকে শূন্য পদে নিয়োগের বিষয়ে আগামীকাল বা পরশুই সার্কুলার দেওয়া হবে। মোট ৮০০ শূন্য পদে ক্রমান্বয়ে নিয়োগের পরিকল্পনা রয়েছে। এ ছাড়া শিক্ষার্থীদের দশম গ্রেডের দাবির বিষয়টি ইতিমধ্যে প্রক্রিয়াধীন রয়েছে। বিষয়টি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।’

তুহিন ফারাবী আরও বলেন, ‘শাহবাগের এই জায়গাটি রাজধানীর খুবই গুরুত্বপূর্ণ এলাকা। পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ গুরুত্বপূর্ণ অনেক প্রতিষ্ঠান। এই আন্দোলনকে ঘিরে কোনো কুচক্রী মহল বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে।’

পরে চার দফা দাবি আদায়ের বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলতে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীদের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে যান। বিকেল ৩টায় শাহবাগ থেকে ওই প্রতিনিধি দলকে সচিবালয়ে নিয়ে যান স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবী। তবে প্রতিনিধি ফিরে আসার আগেই আন্দোলনরত শিক্ষার্থীরা সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত