ঢাবি প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. ইসরাফিল শাহীনের কক্ষ (কলাভবন ৩০২০) ‘অযৌক্তিকভাবে’ দখলের অভিযোগ উঠেছে ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ বাহাউদ্দীনের বিরুদ্ধে। এ নিয়ে আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। কর্মসূচি শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন তাঁরা।
অন্যদিকে কক্ষটি ‘নিজেদের’ দাবি করে চার দফা দাবি নিয়ে বিশ্ববিদ্যালয়ের স্পেস বরাদ্দ কমিটির চেয়ারম্যান ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ ও কলা অনুষদের ডিন অধ্যাপক আব্দুল বাছিরের সঙ্গে দেখা করেছেন ///ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থীরা।
থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিভাগের চেয়ারম্যান আশিকুর রহমান লিয়ন, অধ্যাপক আহমেদুল কবির, সহকারী অধ্যাপক কাজী তামান্না হক সিগমা, তানভীর নাহিদ খান প্রমুখ। এ সময় প্রতিবাদকারীরা প্রতিবাদী স্লোগান, গান ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চেয়ারম্যান আশিকুর রহমান লিয়ন বলেন, ‘বারবার আমাদের কাছে চিঠি আসে, বারবার আমরা চিঠি দিয়ে জানিয়েছি—এটা দখল কেন অযৌক্তিক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা সৌন্দর্য আছে, ভদ্রতার মানদণ্ড আছে। এটা কেমন ভদ্রতা? এই ধরনের কাজ আমাদের মর্মাহত করেছে। একটি বিভাগকে সুবিধা দেওয়ার জন্য আরেকটি বিভাগের পাঠ কার্যক্রমকে বাধাগ্রস্ত করা হচ্ছে।’
বিভাগের অধ্যাপক আহমেদুল কবির বলেন, ‘আজকে আমাদের এখনে দাঁড়ানোর কথা না, ক্লাসে থাকার কথা। আমরা দীর্ঘদিন ধরে প্রশাসনকে জানিয়ে এসেছি ২০ বছর ধরে একজন অধ্যাপক বিভাগের সৃষ্টি লগ্ন থেকে এই রুমে বসেন। আরেকটি বিভাগের রুম বড় করার জন্য এই রুম সিলগালা করে দেওয়া হলো। এটা জ্ঞানের ওপরে আঘাত, সংস্কৃতির ওপরে মৌলবাদের আঘাত। আমরা উপাচার্যের কাছে বিচার চাই, তদন্ত করা হোক, কারা এর পেছনে কলকাঠি নাড়ছে?’
বিষয়টি সুরাহার আশ্বাস দিয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘বিষয়টি সুরাহা যেন হয়, সে নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করব। সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ, বিষয়টি যেন নিজেরা সমাধান করে নেন। এ নিয়ে এ ধরনের কার্যক্রম কাম্য নয়।’
এদিকে //ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থীদের চার দফা দাবি হলো, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের নামে বরাদ্দ কক্ষ ২৪ ঘণ্টার মধ্যে বুঝিয়ে দিতে হবে; বিশ্ববিদ্যালয় প্রশাসনের আইন ভঙ্গকারীদের বিচার; বিভাগীয় স্টাফদের সঙ্গে অসদাচরণ ও আমাদের (ফারসি বিভাগ) মৌলবাদী বলার ব্যাখ্যা দিতে হবে।
কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল বাছির বলেন, ‘স্পেস বরাদ্দ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ৩০২০ নম্বর কক্ষটি ফারসি বিভাগকে দেওয়া হয়েছে। এ কক্ষে যিনি বসতেন ড. ইসরাফিল শাহিনকে ৬০৫২ নম্বর কক্ষ বরাদ্দ দেওয়া হয়েছে। এটা শিক্ষকদের বিষয়, শিক্ষার্থীরা ইনভলভ না হওয়া ভালো। আশা করি বিষয়টির সুরাহা হবে।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. ইসরাফিল শাহীনের কক্ষ (কলাভবন ৩০২০) ‘অযৌক্তিকভাবে’ দখলের অভিযোগ উঠেছে ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ বাহাউদ্দীনের বিরুদ্ধে। এ নিয়ে আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। কর্মসূচি শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন তাঁরা।
অন্যদিকে কক্ষটি ‘নিজেদের’ দাবি করে চার দফা দাবি নিয়ে বিশ্ববিদ্যালয়ের স্পেস বরাদ্দ কমিটির চেয়ারম্যান ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ ও কলা অনুষদের ডিন অধ্যাপক আব্দুল বাছিরের সঙ্গে দেখা করেছেন ///ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থীরা।
থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিভাগের চেয়ারম্যান আশিকুর রহমান লিয়ন, অধ্যাপক আহমেদুল কবির, সহকারী অধ্যাপক কাজী তামান্না হক সিগমা, তানভীর নাহিদ খান প্রমুখ। এ সময় প্রতিবাদকারীরা প্রতিবাদী স্লোগান, গান ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চেয়ারম্যান আশিকুর রহমান লিয়ন বলেন, ‘বারবার আমাদের কাছে চিঠি আসে, বারবার আমরা চিঠি দিয়ে জানিয়েছি—এটা দখল কেন অযৌক্তিক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা সৌন্দর্য আছে, ভদ্রতার মানদণ্ড আছে। এটা কেমন ভদ্রতা? এই ধরনের কাজ আমাদের মর্মাহত করেছে। একটি বিভাগকে সুবিধা দেওয়ার জন্য আরেকটি বিভাগের পাঠ কার্যক্রমকে বাধাগ্রস্ত করা হচ্ছে।’
বিভাগের অধ্যাপক আহমেদুল কবির বলেন, ‘আজকে আমাদের এখনে দাঁড়ানোর কথা না, ক্লাসে থাকার কথা। আমরা দীর্ঘদিন ধরে প্রশাসনকে জানিয়ে এসেছি ২০ বছর ধরে একজন অধ্যাপক বিভাগের সৃষ্টি লগ্ন থেকে এই রুমে বসেন। আরেকটি বিভাগের রুম বড় করার জন্য এই রুম সিলগালা করে দেওয়া হলো। এটা জ্ঞানের ওপরে আঘাত, সংস্কৃতির ওপরে মৌলবাদের আঘাত। আমরা উপাচার্যের কাছে বিচার চাই, তদন্ত করা হোক, কারা এর পেছনে কলকাঠি নাড়ছে?’
বিষয়টি সুরাহার আশ্বাস দিয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘বিষয়টি সুরাহা যেন হয়, সে নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করব। সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ, বিষয়টি যেন নিজেরা সমাধান করে নেন। এ নিয়ে এ ধরনের কার্যক্রম কাম্য নয়।’
এদিকে //ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থীদের চার দফা দাবি হলো, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের নামে বরাদ্দ কক্ষ ২৪ ঘণ্টার মধ্যে বুঝিয়ে দিতে হবে; বিশ্ববিদ্যালয় প্রশাসনের আইন ভঙ্গকারীদের বিচার; বিভাগীয় স্টাফদের সঙ্গে অসদাচরণ ও আমাদের (ফারসি বিভাগ) মৌলবাদী বলার ব্যাখ্যা দিতে হবে।
কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল বাছির বলেন, ‘স্পেস বরাদ্দ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ৩০২০ নম্বর কক্ষটি ফারসি বিভাগকে দেওয়া হয়েছে। এ কক্ষে যিনি বসতেন ড. ইসরাফিল শাহিনকে ৬০৫২ নম্বর কক্ষ বরাদ্দ দেওয়া হয়েছে। এটা শিক্ষকদের বিষয়, শিক্ষার্থীরা ইনভলভ না হওয়া ভালো। আশা করি বিষয়টির সুরাহা হবে।’
তাম্মিম পুলিশের হাত থেকে ছাড়া পেয়ে বলেন, ‘আমরা নগর ভবনের সামনে জড়ো হচ্ছিলাম। হঠাৎ পুলিশ এসে সোহানকে ধরে নিয়ে যাচ্ছিল। আমরা যখন বাধা দিই, তখন সেখানে নারী পুলিশ ছিল না। পুরুষ পুলিশ আমার বিভিন্ন জায়গায় স্পর্শ করে।’
৩ মিনিট আগেপ্রকল্প দপ্তর জানিয়েছে, বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইসিবি ইউটিলিটি স্থানান্তরের দায়িত্বে রয়েছে। বিমানবন্দর, খিলক্ষেত, বিমানবন্দর টার্মিনাল-৩ এবং নদ্দা স্টেশনের কাজ প্রায় সম্পন্ন হলেও উত্তর বাড্ডা, বাড্ডা ও আফতাবনগর স্টেশনে কাজ বন্ধ রয়েছে। ডিএমপি (ট্রাফিক) বিকল্প সড়কের শর্ত দেওয়ায় চলতি বছরের এপ্রিল থেকে
১০ মিনিট আগেনারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নারীসহ ১২ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার বারদী ইউনিয়নের শান্তিরবাজার গুদারাঘাট ও মসলেন্দপুর গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
১৬ মিনিট আগেবরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা ধর্মঘট প্রত্যাহার শেষে কাজে ফিরেছেন। ৪৮ ঘণ্টা রোগীদের ভোগান্তি শেষে মঙ্গলবার বেলা ৩টা থেকে কর্মস্থলে রোগীর সেবার কাজে ফেরেন তাঁরা।
১৯ মিনিট আগে