Ajker Patrika

নন জুডিশিয়াল স্ট্যাম্পে বঙ্গবন্ধুর ছবি সংযোজন করতে রুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নন জুডিশিয়াল স্ট্যাম্পে বঙ্গবন্ধুর ছবি সংযোজন করতে রুল

নন-জুডিশিয়াল স্ট্যাম্পে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সংযোজন করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রংপুরের মোফাজ্জল হোসেন মোফার করা রিটের পরিপ্রেক্ষিতে আজ রোববার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ এই রুল জারি করেন। অর্থ সচিব, জনপ্রশাসন সচিব, আইন সচিবসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। 

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আতাউল্লাহ নুরুল কবির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়। 

নুরুল কবির বলেন, তৎকালীন ব্রিটিশ ভারতে প্রচলিত নন জুডিশিয়াল স্ট্যাম্পে রাষ্ট্র প্রধানের ছবি সংযুক্ত ছিল। তা ছাড়া বিভিন্ন দেশের রেভিনিউ স্ট্যাম্প ও টাকায় নিজ নিজ দেশের রাষ্ট্র প্রধান বা জাতির জনকের ছবি সংযুক্ত আছে। 

এ ছাড়া সংবিধান অনুযায়ী বঙ্গবন্ধুর ছবি দেশের সকল সরকারি অফিসে প্রদর্শনের বিধান রয়েছে। তাই এই রিট করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত