Ajker Patrika

বিএনপি নেতা রবিনকে মধ্যরাতে তুলে নিয়ে দুপুরে গ্রেপ্তার দেখাল পুলিশ  

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ আগস্ট ২০২৩, ১৫: ৩৭
বিএনপি নেতা রবিনকে মধ্যরাতে তুলে নিয়ে দুপুরে গ্রেপ্তার দেখাল পুলিশ  

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব তানভীর আহমেদ রবিনকে পুরোনো মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। আজ রোববার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার খোন্দকার নুরুন্নবী। তবে মামলার বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। 

এর আগে গতকাল শনিবার রাতে তানভীর আহমেদ রবিনকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করে বিএনপি। গতকাল দিবাগত রাত ৩টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। 

রিজভী বলেন, ‘রাত ১২টার পরে কেন্দ্রীয় কার্যালয় থেকে বের হয়ে মোটরসাইকেলে করে নাইটিঙ্গেল মোড়ে গেলে গোয়েন্দা পুলিশ রবিনকে ধাওয়া করে। একপর্যায়ে তাঁকে ঘিরে ফেলে ডিবি। এরপর থেকে রবিনের হদিস মিলছে না। তাঁর পরিবার থেকেও কিছু বলতে পারছে না। রবিনকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে গেছে, এটা অনেকেই দেখেছেন। আমরা বলছি, তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু গোয়েন্দা পুলিশ তা স্বীকার করছে না।’

রিজভীর এমন অভিযোগের পর আজ দুপুরে সংবাদ সম্মেলন করে পুলিশের পক্ষ থেকে রবিনসহ বিএনপির ১২ নেতা-কর্মীকে গ্রেপ্তারের কথা বলা হয়। পুলিশ বলছে, গতকাল রাতে তাঁদের আটক করা হয়েছে। যদিও বিএনপির একটি সূত্র বলছে, তাঁদের অন্তত ১৫ জন নেতা-কর্মীকে ধরে নিয়ে গেছে ডিবি। এদিকে পুলিশের ভাষ্যে ১২ জন আটকের তথ্য দেওয়া হলেও রবিন ছাড়া আর কারও নাম জানায়নি ডিএমপি। 

যুগ্ম-পুলিশ কমিশনার খোন্দকার নুরুন্নবী বলেন, গতকাল রাতে নাইটিঙ্গেল মোড়ে অভিযান চালিয়ে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের ছেলে তানভীর আহমেদ রবিনসহ ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের পূর্বের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে। 

এর আগে গতকাল রাত পৌনে ১টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় মির্জা আব্বাস বলেন, ‘আমাদের কার্যালয়ের সামনে পুলিশের উপস্থিতি বেড়ে যাওয়ার খবর পেয়ে এখানে এসেছি। এখনো সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেক সদস্যকে দেখতে পাচ্ছি।’ 

মির্জা আব্বাস বলেন, ‘সন্ধ্যার পর থেকে আমাদের ১৫ জনের অধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ছাড়া সন্ধ্যায় কার্যালয়ে বেশ কয়েকজন নেতা–কর্মী আটকে ছিলেন।’

বিএনপির আরেক নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘গত ১৫ বছর ধরে বিএনপির নেতা-কর্মীরা আতঙ্কে আছেন। এটা নতুন কিছু নয়। আজরাইল কখন আসে, সেটা তো আর বলা যায় না। এরা তো আজরাইলের মতো আমাদের পেছনে লেগেই আছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পেরে লজ্জিত হবে: সেনাপ্রধান

যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারকে বহিষ্কারের কারণ জানাল এনসিপি

পাহাড়ের মাটিতে এখন মরুভূমির ফলের স্বাদ

আবাসন কোম্পানির অনিয়ম অনুসন্ধানে গড়িমসি, দুদকের উপপরিচালক বরখাস্ত

বিপুল বকেয়া সত্ত্বেও ব্যবসা হারানোর ভয়ে বাংলাদেশ-নেপালে সম্প্রচার চালিয়ে যাচ্ছে ভারতীয় চ্যানেলগুলো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত