নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব তানভীর আহমেদ রবিনকে পুরোনো মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। আজ রোববার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার খোন্দকার নুরুন্নবী। তবে মামলার বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এর আগে গতকাল শনিবার রাতে তানভীর আহমেদ রবিনকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করে বিএনপি। গতকাল দিবাগত রাত ৩টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
রিজভী বলেন, ‘রাত ১২টার পরে কেন্দ্রীয় কার্যালয় থেকে বের হয়ে মোটরসাইকেলে করে নাইটিঙ্গেল মোড়ে গেলে গোয়েন্দা পুলিশ রবিনকে ধাওয়া করে। একপর্যায়ে তাঁকে ঘিরে ফেলে ডিবি। এরপর থেকে রবিনের হদিস মিলছে না। তাঁর পরিবার থেকেও কিছু বলতে পারছে না। রবিনকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে গেছে, এটা অনেকেই দেখেছেন। আমরা বলছি, তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু গোয়েন্দা পুলিশ তা স্বীকার করছে না।’
রিজভীর এমন অভিযোগের পর আজ দুপুরে সংবাদ সম্মেলন করে পুলিশের পক্ষ থেকে রবিনসহ বিএনপির ১২ নেতা-কর্মীকে গ্রেপ্তারের কথা বলা হয়। পুলিশ বলছে, গতকাল রাতে তাঁদের আটক করা হয়েছে। যদিও বিএনপির একটি সূত্র বলছে, তাঁদের অন্তত ১৫ জন নেতা-কর্মীকে ধরে নিয়ে গেছে ডিবি। এদিকে পুলিশের ভাষ্যে ১২ জন আটকের তথ্য দেওয়া হলেও রবিন ছাড়া আর কারও নাম জানায়নি ডিএমপি।
যুগ্ম-পুলিশ কমিশনার খোন্দকার নুরুন্নবী বলেন, গতকাল রাতে নাইটিঙ্গেল মোড়ে অভিযান চালিয়ে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের ছেলে তানভীর আহমেদ রবিনসহ ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের পূর্বের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।
এর আগে গতকাল রাত পৌনে ১টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় মির্জা আব্বাস বলেন, ‘আমাদের কার্যালয়ের সামনে পুলিশের উপস্থিতি বেড়ে যাওয়ার খবর পেয়ে এখানে এসেছি। এখনো সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেক সদস্যকে দেখতে পাচ্ছি।’
মির্জা আব্বাস বলেন, ‘সন্ধ্যার পর থেকে আমাদের ১৫ জনের অধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ছাড়া সন্ধ্যায় কার্যালয়ে বেশ কয়েকজন নেতা–কর্মী আটকে ছিলেন।’
বিএনপির আরেক নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘গত ১৫ বছর ধরে বিএনপির নেতা-কর্মীরা আতঙ্কে আছেন। এটা নতুন কিছু নয়। আজরাইল কখন আসে, সেটা তো আর বলা যায় না। এরা তো আজরাইলের মতো আমাদের পেছনে লেগেই আছে।’
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব তানভীর আহমেদ রবিনকে পুরোনো মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। আজ রোববার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার খোন্দকার নুরুন্নবী। তবে মামলার বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এর আগে গতকাল শনিবার রাতে তানভীর আহমেদ রবিনকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করে বিএনপি। গতকাল দিবাগত রাত ৩টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
রিজভী বলেন, ‘রাত ১২টার পরে কেন্দ্রীয় কার্যালয় থেকে বের হয়ে মোটরসাইকেলে করে নাইটিঙ্গেল মোড়ে গেলে গোয়েন্দা পুলিশ রবিনকে ধাওয়া করে। একপর্যায়ে তাঁকে ঘিরে ফেলে ডিবি। এরপর থেকে রবিনের হদিস মিলছে না। তাঁর পরিবার থেকেও কিছু বলতে পারছে না। রবিনকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে গেছে, এটা অনেকেই দেখেছেন। আমরা বলছি, তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু গোয়েন্দা পুলিশ তা স্বীকার করছে না।’
রিজভীর এমন অভিযোগের পর আজ দুপুরে সংবাদ সম্মেলন করে পুলিশের পক্ষ থেকে রবিনসহ বিএনপির ১২ নেতা-কর্মীকে গ্রেপ্তারের কথা বলা হয়। পুলিশ বলছে, গতকাল রাতে তাঁদের আটক করা হয়েছে। যদিও বিএনপির একটি সূত্র বলছে, তাঁদের অন্তত ১৫ জন নেতা-কর্মীকে ধরে নিয়ে গেছে ডিবি। এদিকে পুলিশের ভাষ্যে ১২ জন আটকের তথ্য দেওয়া হলেও রবিন ছাড়া আর কারও নাম জানায়নি ডিএমপি।
যুগ্ম-পুলিশ কমিশনার খোন্দকার নুরুন্নবী বলেন, গতকাল রাতে নাইটিঙ্গেল মোড়ে অভিযান চালিয়ে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের ছেলে তানভীর আহমেদ রবিনসহ ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের পূর্বের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।
এর আগে গতকাল রাত পৌনে ১টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় মির্জা আব্বাস বলেন, ‘আমাদের কার্যালয়ের সামনে পুলিশের উপস্থিতি বেড়ে যাওয়ার খবর পেয়ে এখানে এসেছি। এখনো সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেক সদস্যকে দেখতে পাচ্ছি।’
মির্জা আব্বাস বলেন, ‘সন্ধ্যার পর থেকে আমাদের ১৫ জনের অধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ছাড়া সন্ধ্যায় কার্যালয়ে বেশ কয়েকজন নেতা–কর্মী আটকে ছিলেন।’
বিএনপির আরেক নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘গত ১৫ বছর ধরে বিএনপির নেতা-কর্মীরা আতঙ্কে আছেন। এটা নতুন কিছু নয়। আজরাইল কখন আসে, সেটা তো আর বলা যায় না। এরা তো আজরাইলের মতো আমাদের পেছনে লেগেই আছে।’
টাঙ্গাইলের মির্জাপুরে স্ত্রীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার পর গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে থানায় আত্মসমর্পণ করেছেন আব্দুল লতিফ। এর আগে ওই দিন দুপুরে তিনি রোজিনা বেগমকে (৩৫) শ্বশুরবাড়ি থেকে ডেকে এনে হত্যা করেন। আজ মঙ্গলবার হত্যার কথা স্বীকার করে আব্দুল লতিফ আদালতে জবানবন্দি দিয়েছেন। মির্জাপুর থানা
১০ মিনিট আগেবরিশালের মেহেন্দীগঞ্জ ও উজিরপুর উপজেলায় পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার উজিরপুরের পূর্ব নারায়ণপুর ও মেহেন্দীগঞ্জের চরহোগলা গ্রামে এ ঘটনা ঘটেছে।
১৮ মিনিট আগেচট্টগ্রামের কর্ণফুলীতে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল করে টিকটক ভিডিও বানানোর ঘটনায় মো. রাসেল (৩০) নামের আরও এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার তাঁকে সন্ত্রাস বিরোধী মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
৩৮ মিনিট আগেকুড়িগ্রামের ফুলবাড়ীতে বিদ্যুতায়িত হয়ে আব্দুল সাত্তার (৫২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের জ্যোতিন্দ্রনারায়ণ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে