Ajker Patrika

চিঠি দিয়ে নিজের মনোনয়নপত্র প্রত্যাহার চাইলেন বিএনপি নেতা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ২৩: ১১
চিঠি দিয়ে নিজের মনোনয়নপত্র প্রত্যাহার চাইলেন বিএনপি নেতা

দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন ও তার ছেলের জন্য কেনা মনোনয়নপত্র প্রত্যাহার চেয়ে চিঠি দেওয়া হয়েছে। আজ সোমবার জেলা নির্বাচন কর্মকর্তা বরাবর এই চিঠি পাঠানোর কথা জানান ওই বিএনপির নেতা।

তবে বেলা সাড়ে ৩টা পর্যন্ত কোনো চিঠি পাননি বলে জানান নির্বাচন কর্মকর্তা ইস্তাফিজুল হক আকন্দ। তিনি বলেন, ‘এমন কোনো আবেদনপত্র আমার কাছে পৌঁছায়নি। তা ছাড়া মনোনয়নপত্র জমা দেওয়ার আগে তা বাতিলের সুযোগ নেই নির্বাচনী বিধিমালায়। সাধারণত মনোনয়নপত্র জমা না দিলে এমনিতেই বাতিল হয়ে যাবে। আর জমা দেওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে প্রত্যাহার করতে হয়।’

চিঠিতে বলা হয়েছে, ‘রোববার সন্ধ্যায় কয়েকজন সাংবাদিক আমার এবং আমার ছেলের নামে মনোনয়নপত্র কিনেছি কিনা তা জানতে চান। আমি তাদের জানাই মনোনয়ন কেনার কোন প্রশ্নই উঠে না। একই সঙ্গে বিষয়টির প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমে বিবৃতি প্রেরণ করি। আমি জানাতে চাই, নির্বাচন কার্যালয় থেকে আমাদের নামে কাউকে মনোনয়ন সংগ্রহ করতে বলা হয়নি। মনোনয়নপত্র প্রদান করার পূর্বে আমার সঙ্গে কেন যোগাযোগ করা হলো না তা জানতে চাই।’

তিনি আরও বলেন, ‘দেশে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, আইনের শাসন এবং জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার সংগ্রাম চালিয়ে যাচ্ছি। এই সংগ্রাম সফল না হওয়া পর্যন্ত আমি এবং আমার সন্তান বিএনপির সঙ্গে থেকে আন্দোলন চালিয়ে যেতে বদ্ধ পরিকর। কোনো লোভ–লালসা আমাদের আদর্শচ্যুত করতে পারবে না।’

 জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, ‘গিয়াস উদ্দিন ও তার ছেলে মোহাম্মদ কায়সার রিফাতের নামে যিনি মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন তার নাম নাজমুল। তিনি গিয়াস উদ্দিনের আরেক ছেলে নাসিক কাউন্সিলর জিএম সাদরিলের পিএস হিসেবে কাজ করেন। নাজমুল উভয়ের জাতীয় পরিচয়পত্র দিয়েই এই মনোনয়ন সংগ্রহ করেছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত