Ajker Patrika

গৃহবধূকে ধর্ষণের পর হত্যার দায়ে ৫ জনের যাবজ্জীবন

মানিকগঞ্জ প্রতিনিধি
গৃহবধূকে ধর্ষণের পর হত্যার দায়ে ৫ জনের যাবজ্জীবন

গৃহবধূকে ধর্ষণের পর হত্যার দায়ে মানিকগঞ্জে পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। আজ সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন এ রায় দেন। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাস কারাদণ্ড দেওয়া হয়।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন–মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাশাইল গ্রামের নূরুল হক, আবুল কাশেম, আমিনুর রহমান, তাজুল ইসলাম ও বাহেজ উদ্দিন।

নিহত গৃহবধূ শিউলী আক্তার দৌলতপুর উপজেলার বাশাইল গ্রামের তৈমুদ্দিনের মেয়ে।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ৮ নভেম্বর রাতে দৌলতপুর উপজেলার জিয়নপুর বাজারের পাশে গৃহবধূ শিউলীকে দল বেঁধে ধর্ষণ করেন নুরুল হক, আবুল কাশেম, তাজুল ইসলাম, বাহেজ উদ্দিন, আলমাছ, মহিদুর রহমান ও আল মুরাদ। পরে ওই গৃহবধূকে শ্বাসরোধে হত্যার পর তাঁরা পালিয়ে যান।

পরের দিন সকালে বাঁশঝাড়ের ভেতর থেকে গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওই দিন নিহত গৃহবধূর বাবা বাদী হয়ে অজ্ঞাত পরিচয়ের কয়েকজনকে আসামি করে থানায় মামলা করেন।

থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম মামলাটি তদন্ত করে ঘটনার সঙ্গে ওই সাতজনের সম্পৃক্ততা পান। পরে এ মামলায় সাতজনকে আসামি করা হয়। এরপর ২০১৪ সালের ৩০ এপ্রিল মামলা তদন্ত কর্মকর্তা শহিদুল ইসলাম আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।

মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় নূরুল, কাশেম, আমিনুর, তাজুল ও বাহেজকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাস কারাদণ্ড দেওয়া হয়। অভিযোগ প্রমাণিত না হওয়ায় বাকি আসামিদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালন করেন সহকারী কৌঁসুলি (এপিপি) মথুরনাথ সরকার এবং আসামিপক্ষে ছিলেন প্রবীণ আইনজীবী এ কে এম আজিজুল হক ও রেজা ফেরদৌস।

এদিকে মামলার রায় ঘোষণার পর আসামিপক্ষের আইনজীবীরা উচ্চ আদালতে আপিল করার কথা জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত