সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রাস্তার পাশে থেমে থাকা নাফ পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ রোববার সন্ধ্যার দিকে সিদ্ধিরগঞ্জের ২ নম্বর ঢাকেশ্বরীতে রাস্তার পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এ সময় এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নেভাতে সক্ষম হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা।
তবে এ ঘটনায় কেউ আহত হননি বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শীরা বলেন, ‘দুপুর থেকে এই বাসটি এখানে থেমে ছিল। সন্ধ্যায় হঠাৎ করে দেখি একটু একটু করে আগুন জ্বলছে। আমরা সবাই বালি ও পানি দিই, কিন্তু আগুন নেভে না। সিটগুলোও দাউ দাউ করে জ্বলছে। ফায়ার সার্ভিস খবর দিলে তারা এসে আগুন নেভায়।’
এ বিষয়ে আদমজী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আব্দুল হাই আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পাওয়া মাত্রই আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে মাত্র আধা ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ আহত হয়নি। কীভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা তদন্ত সাপেক্ষে বলা যাবে।’
সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা বলেন, ‘বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রাস্তার পাশে থেমে থাকা নাফ পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ রোববার সন্ধ্যার দিকে সিদ্ধিরগঞ্জের ২ নম্বর ঢাকেশ্বরীতে রাস্তার পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এ সময় এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নেভাতে সক্ষম হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা।
তবে এ ঘটনায় কেউ আহত হননি বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শীরা বলেন, ‘দুপুর থেকে এই বাসটি এখানে থেমে ছিল। সন্ধ্যায় হঠাৎ করে দেখি একটু একটু করে আগুন জ্বলছে। আমরা সবাই বালি ও পানি দিই, কিন্তু আগুন নেভে না। সিটগুলোও দাউ দাউ করে জ্বলছে। ফায়ার সার্ভিস খবর দিলে তারা এসে আগুন নেভায়।’
এ বিষয়ে আদমজী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আব্দুল হাই আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পাওয়া মাত্রই আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে মাত্র আধা ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ আহত হয়নি। কীভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা তদন্ত সাপেক্ষে বলা যাবে।’
সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা বলেন, ‘বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’
গাজীপুরের টঙ্গীতে সাবরেজিস্ট্রার না থাকায় জমি বেচাকেনায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন ক্রেতা-বিক্রেতারা। এ ছাড়া সপ্তাহে মাত্র দুই দিন অফিস চলায় প্রয়োজনীয় তথ্যসেবাও মিলছে না।
২ ঘণ্টা আগে‘স্বপ্ন দেখি বই পড়ি’ স্লোগান সামনে রেখে রাজধানীর হাজারীবাগ গার্লস স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে প্রথম বাংলাদেশ বুক অলিম্পিয়াড। এটি নারীদের জন্য বিশেষভাবে আয়োজিত একটি উদ্যোগ। এই আয়োজনে বক্তারা বই পড়ে কেবল জ্ঞান অর্জনের পরিবর্তে অনুধাবনচর্চার ওপর জোর দেন।
৪ ঘণ্টা আগেকক্সবাজারে সরকারি সফরে এসে ‘অসুস্থ হয়ে পড়ায়’ সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে এয়ার অ্যাম্বুলেন্স যোগে ঢাকায় পাঠানো হয়েছে। শনিবার রাত সাড়ে ১০ টার পরপরই তাকে নিয়ে কক্সবাজার বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়।
৫ ঘণ্টা আগেরবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) আগামী একনেক সভায় অনুমোদনের দাবিতে অনশন করছেন শিক্ষার্থীরা। অনশনে অংশ নেওয়া দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন।
৫ ঘণ্টা আগে