নরসিংদী প্রতিনিধি
লিখিতভাবে কোনো কারণ জানানো ছাড়াই নরসিংদীর শিবপুর উপজেলার দত্তেরগাঁও উচ্চবিদ্যালয়ের পরিচালনা কমিটির নির্বাচন স্থগিত করার অভিযোগ উঠেছে। আজ সোমবার নির্বাচনের ভোট গ্রহণের কথা থাকলেও তা হয়নি। প্রার্থীদের অভিযোগ গতকাল রোববার সন্ধ্যায় প্রিসাইডিং কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলতাফ হোসেন মৌখিকভাবে নির্বাচন স্থগিত ঘোষণা করেন। পরে দত্তেরগাঁও উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম রাতে প্রার্থীদের ফোন করে নির্বাচন স্থগিতের বিষয়টি জানান। তবে পুনরায় ভোটগ্রহণ কবে হবে তা জানানো হয়নি। এদিকে ভোট গ্রহণ বন্ধ করায় ভোটার ও প্রার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য নির্বাচনের জন্য গত ২৪ অক্টোবর তফসিল ঘোষণা করা হয়। ২৬ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ ও জমা করার দিন ধার্য করা হয়। গত ১ নভেম্বর মনোনয়নপত্র বাছাই করা হয়। ৩ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার ও ক্রমিক নম্বর বিতরণ করা হয় এবং ১৪ নভেম্বর ভোটগ্রহণের তারিখ ধার্য করা হয়।
বিদ্যালয়ের নবম ও ৮ম শ্রেণির শিক্ষার্থীর অভিভাবক হারুন ভূঁইয়া বলেন, ‘আজ সকাল ১০টার দিকে ভোট দিতে গিয়ে দেখি ভোট হচ্ছে না। পরে প্রধান শিক্ষকের কাছে জানতে চাইলে তিনি কোন কারণ জানাননি।’
নির্বাচনে সাধারণ অভিভাবক শ্রেণির প্রার্থী রিপন মোল্লা বলেন, ‘গতকাল রাতে প্রধান শিক্ষক মো. সফিকুল ইসলাম খান মোবাইল ফোনে আমাদের নির্বাচন স্থগিত করা হয়েছে বলে জানান। তবে কেন, কী কারণে স্থগিত করা হয়েছে তা তিনি জানাননি। আজ সকাল ৯টার দিকে আমরা বিদ্যালয়ে গিয়ে লিখিতভাবে প্রধান শিক্ষকের কাছে নির্বাচন স্থগিত হওয়ার কারণ জানতে চাইলে তিনি আমাদের আবেদন রাখেননি এবং নির্বাচন স্থগিত হওয়ার কোনো চিঠিও দেননি।’
এ ব্যাপারে জানতে চাইলে প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বলেন, ‘আমি এ ব্যাপারে কিছুই জানি না। কেন এমন হয়েছে তা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও নির্বাচনের প্রিসাইডিং কর্মকর্তা আলতাফ হোসেন জানেন। তাঁর নির্দেশেই প্রার্থীদের ফোন করে নির্বাচন স্থগিতের বিষয়টি জানিয়েছি।’
এ নিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও প্রিসাইডিং কর্মকর্তা আলতাফ হোসেন বলেন, ‘স্কুলের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম খান মৌখিকভাবে আমাকে জানান ১৪ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হলে আইন-শৃঙ্খলার অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি বিষয়টি ইউএনও স্যারকে জানাই। পরে স্যারের মৌখিক নির্দেশে নির্বাচন স্থগিত করা হওয়ার বিষয়টি প্রধান শিক্ষককে জানাই। তবে পরে এ নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।’
এ ব্যাপারে জানতে মোবাইল ফোনে উপজেলা নির্বাহী অফিসার জিনিয়া জিন্নাতকে একাধিক বার কল করা হয়। কিন্তু ফোন না ধরায় তাঁর কোনো মন্তব্য জানা যায়নি।
লিখিতভাবে কোনো কারণ জানানো ছাড়াই নরসিংদীর শিবপুর উপজেলার দত্তেরগাঁও উচ্চবিদ্যালয়ের পরিচালনা কমিটির নির্বাচন স্থগিত করার অভিযোগ উঠেছে। আজ সোমবার নির্বাচনের ভোট গ্রহণের কথা থাকলেও তা হয়নি। প্রার্থীদের অভিযোগ গতকাল রোববার সন্ধ্যায় প্রিসাইডিং কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলতাফ হোসেন মৌখিকভাবে নির্বাচন স্থগিত ঘোষণা করেন। পরে দত্তেরগাঁও উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম রাতে প্রার্থীদের ফোন করে নির্বাচন স্থগিতের বিষয়টি জানান। তবে পুনরায় ভোটগ্রহণ কবে হবে তা জানানো হয়নি। এদিকে ভোট গ্রহণ বন্ধ করায় ভোটার ও প্রার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য নির্বাচনের জন্য গত ২৪ অক্টোবর তফসিল ঘোষণা করা হয়। ২৬ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ ও জমা করার দিন ধার্য করা হয়। গত ১ নভেম্বর মনোনয়নপত্র বাছাই করা হয়। ৩ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার ও ক্রমিক নম্বর বিতরণ করা হয় এবং ১৪ নভেম্বর ভোটগ্রহণের তারিখ ধার্য করা হয়।
বিদ্যালয়ের নবম ও ৮ম শ্রেণির শিক্ষার্থীর অভিভাবক হারুন ভূঁইয়া বলেন, ‘আজ সকাল ১০টার দিকে ভোট দিতে গিয়ে দেখি ভোট হচ্ছে না। পরে প্রধান শিক্ষকের কাছে জানতে চাইলে তিনি কোন কারণ জানাননি।’
নির্বাচনে সাধারণ অভিভাবক শ্রেণির প্রার্থী রিপন মোল্লা বলেন, ‘গতকাল রাতে প্রধান শিক্ষক মো. সফিকুল ইসলাম খান মোবাইল ফোনে আমাদের নির্বাচন স্থগিত করা হয়েছে বলে জানান। তবে কেন, কী কারণে স্থগিত করা হয়েছে তা তিনি জানাননি। আজ সকাল ৯টার দিকে আমরা বিদ্যালয়ে গিয়ে লিখিতভাবে প্রধান শিক্ষকের কাছে নির্বাচন স্থগিত হওয়ার কারণ জানতে চাইলে তিনি আমাদের আবেদন রাখেননি এবং নির্বাচন স্থগিত হওয়ার কোনো চিঠিও দেননি।’
এ ব্যাপারে জানতে চাইলে প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বলেন, ‘আমি এ ব্যাপারে কিছুই জানি না। কেন এমন হয়েছে তা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও নির্বাচনের প্রিসাইডিং কর্মকর্তা আলতাফ হোসেন জানেন। তাঁর নির্দেশেই প্রার্থীদের ফোন করে নির্বাচন স্থগিতের বিষয়টি জানিয়েছি।’
এ নিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও প্রিসাইডিং কর্মকর্তা আলতাফ হোসেন বলেন, ‘স্কুলের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম খান মৌখিকভাবে আমাকে জানান ১৪ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হলে আইন-শৃঙ্খলার অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি বিষয়টি ইউএনও স্যারকে জানাই। পরে স্যারের মৌখিক নির্দেশে নির্বাচন স্থগিত করা হওয়ার বিষয়টি প্রধান শিক্ষককে জানাই। তবে পরে এ নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।’
এ ব্যাপারে জানতে মোবাইল ফোনে উপজেলা নির্বাহী অফিসার জিনিয়া জিন্নাতকে একাধিক বার কল করা হয়। কিন্তু ফোন না ধরায় তাঁর কোনো মন্তব্য জানা যায়নি।
চট্টগ্রামে ডেঙ্গুতে এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় এই তথ্য জানায়। এ ছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের ডেঙ্গু এবং ২০ জনের চিকুনগুনিয়া শনাক্ত হয়েছে।
০১ জানুয়ারি ১৯৭০রাজশাহীর দুর্গাপুর উপজেলার বিভিন্ন এলাকায় টানা বৃষ্টিতে তলিয়ে গেছে ৫০০ বিঘার অধিক ফসলি জমি। তার মধ্যে অনেক জমিতে ছিল আমন ধান। এ ছাড়া বিভিন্ন স্কুল, কলেজ ও কাঁচা-পাকা রাস্তায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। অবৈধভাবে অপরিকল্পিত পুকুর খননের ফলে খালের মুখ বন্ধ হয়ে পড়ায় এমন জলাবদ্ধতার সৃষ্ট হয়েছে...
২ ঘণ্টা আগেখুঁড়িয়ে চলছে দেশের অন্যতম তাপবিদ্যুৎকেন্দ্র বড়পুকুরিয়া। চালুর পর থেকে যান্ত্রিক ত্রুটির কারণে কখনোই এ বিদ্যুৎকেন্দ্র থেকে পূর্ণ লক্ষ্যমাত্রার বিদ্যুৎ পাওয়া যায়নি। তিনটি ইউনিটের মধ্যে কখনো একটি, কখনোবা দুটি থেকে বিদ্যুৎ পাওয়া গেছে। বর্তমানে নষ্ট হয়ে পড়ে রয়েছে দুটি ইউনিট।
২ ঘণ্টা আগেখুলনায় গত শুক্রবার রাত থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় তিনজন খুন এবং একজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয় লোকজনের ভাষ্য, হত্যাকারীরা চিহ্নিত সন্ত্রাসী। তারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। এসব হত্যাকাণ্ডকে টার্গেট কিলিং বলছে পুলিশ। তারা বলছে, এসব পুলিশের একার পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।
৩ ঘণ্টা আগে