নরসিংদী প্রতিনিধি
লিখিতভাবে কোনো কারণ জানানো ছাড়াই নরসিংদীর শিবপুর উপজেলার দত্তেরগাঁও উচ্চবিদ্যালয়ের পরিচালনা কমিটির নির্বাচন স্থগিত করার অভিযোগ উঠেছে। আজ সোমবার নির্বাচনের ভোট গ্রহণের কথা থাকলেও তা হয়নি। প্রার্থীদের অভিযোগ গতকাল রোববার সন্ধ্যায় প্রিসাইডিং কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলতাফ হোসেন মৌখিকভাবে নির্বাচন স্থগিত ঘোষণা করেন। পরে দত্তেরগাঁও উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম রাতে প্রার্থীদের ফোন করে নির্বাচন স্থগিতের বিষয়টি জানান। তবে পুনরায় ভোটগ্রহণ কবে হবে তা জানানো হয়নি। এদিকে ভোট গ্রহণ বন্ধ করায় ভোটার ও প্রার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য নির্বাচনের জন্য গত ২৪ অক্টোবর তফসিল ঘোষণা করা হয়। ২৬ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ ও জমা করার দিন ধার্য করা হয়। গত ১ নভেম্বর মনোনয়নপত্র বাছাই করা হয়। ৩ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার ও ক্রমিক নম্বর বিতরণ করা হয় এবং ১৪ নভেম্বর ভোটগ্রহণের তারিখ ধার্য করা হয়।
বিদ্যালয়ের নবম ও ৮ম শ্রেণির শিক্ষার্থীর অভিভাবক হারুন ভূঁইয়া বলেন, ‘আজ সকাল ১০টার দিকে ভোট দিতে গিয়ে দেখি ভোট হচ্ছে না। পরে প্রধান শিক্ষকের কাছে জানতে চাইলে তিনি কোন কারণ জানাননি।’
নির্বাচনে সাধারণ অভিভাবক শ্রেণির প্রার্থী রিপন মোল্লা বলেন, ‘গতকাল রাতে প্রধান শিক্ষক মো. সফিকুল ইসলাম খান মোবাইল ফোনে আমাদের নির্বাচন স্থগিত করা হয়েছে বলে জানান। তবে কেন, কী কারণে স্থগিত করা হয়েছে তা তিনি জানাননি। আজ সকাল ৯টার দিকে আমরা বিদ্যালয়ে গিয়ে লিখিতভাবে প্রধান শিক্ষকের কাছে নির্বাচন স্থগিত হওয়ার কারণ জানতে চাইলে তিনি আমাদের আবেদন রাখেননি এবং নির্বাচন স্থগিত হওয়ার কোনো চিঠিও দেননি।’
এ ব্যাপারে জানতে চাইলে প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বলেন, ‘আমি এ ব্যাপারে কিছুই জানি না। কেন এমন হয়েছে তা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও নির্বাচনের প্রিসাইডিং কর্মকর্তা আলতাফ হোসেন জানেন। তাঁর নির্দেশেই প্রার্থীদের ফোন করে নির্বাচন স্থগিতের বিষয়টি জানিয়েছি।’
এ নিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও প্রিসাইডিং কর্মকর্তা আলতাফ হোসেন বলেন, ‘স্কুলের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম খান মৌখিকভাবে আমাকে জানান ১৪ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হলে আইন-শৃঙ্খলার অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি বিষয়টি ইউএনও স্যারকে জানাই। পরে স্যারের মৌখিক নির্দেশে নির্বাচন স্থগিত করা হওয়ার বিষয়টি প্রধান শিক্ষককে জানাই। তবে পরে এ নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।’
এ ব্যাপারে জানতে মোবাইল ফোনে উপজেলা নির্বাহী অফিসার জিনিয়া জিন্নাতকে একাধিক বার কল করা হয়। কিন্তু ফোন না ধরায় তাঁর কোনো মন্তব্য জানা যায়নি।
লিখিতভাবে কোনো কারণ জানানো ছাড়াই নরসিংদীর শিবপুর উপজেলার দত্তেরগাঁও উচ্চবিদ্যালয়ের পরিচালনা কমিটির নির্বাচন স্থগিত করার অভিযোগ উঠেছে। আজ সোমবার নির্বাচনের ভোট গ্রহণের কথা থাকলেও তা হয়নি। প্রার্থীদের অভিযোগ গতকাল রোববার সন্ধ্যায় প্রিসাইডিং কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলতাফ হোসেন মৌখিকভাবে নির্বাচন স্থগিত ঘোষণা করেন। পরে দত্তেরগাঁও উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম রাতে প্রার্থীদের ফোন করে নির্বাচন স্থগিতের বিষয়টি জানান। তবে পুনরায় ভোটগ্রহণ কবে হবে তা জানানো হয়নি। এদিকে ভোট গ্রহণ বন্ধ করায় ভোটার ও প্রার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য নির্বাচনের জন্য গত ২৪ অক্টোবর তফসিল ঘোষণা করা হয়। ২৬ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ ও জমা করার দিন ধার্য করা হয়। গত ১ নভেম্বর মনোনয়নপত্র বাছাই করা হয়। ৩ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার ও ক্রমিক নম্বর বিতরণ করা হয় এবং ১৪ নভেম্বর ভোটগ্রহণের তারিখ ধার্য করা হয়।
বিদ্যালয়ের নবম ও ৮ম শ্রেণির শিক্ষার্থীর অভিভাবক হারুন ভূঁইয়া বলেন, ‘আজ সকাল ১০টার দিকে ভোট দিতে গিয়ে দেখি ভোট হচ্ছে না। পরে প্রধান শিক্ষকের কাছে জানতে চাইলে তিনি কোন কারণ জানাননি।’
নির্বাচনে সাধারণ অভিভাবক শ্রেণির প্রার্থী রিপন মোল্লা বলেন, ‘গতকাল রাতে প্রধান শিক্ষক মো. সফিকুল ইসলাম খান মোবাইল ফোনে আমাদের নির্বাচন স্থগিত করা হয়েছে বলে জানান। তবে কেন, কী কারণে স্থগিত করা হয়েছে তা তিনি জানাননি। আজ সকাল ৯টার দিকে আমরা বিদ্যালয়ে গিয়ে লিখিতভাবে প্রধান শিক্ষকের কাছে নির্বাচন স্থগিত হওয়ার কারণ জানতে চাইলে তিনি আমাদের আবেদন রাখেননি এবং নির্বাচন স্থগিত হওয়ার কোনো চিঠিও দেননি।’
এ ব্যাপারে জানতে চাইলে প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বলেন, ‘আমি এ ব্যাপারে কিছুই জানি না। কেন এমন হয়েছে তা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও নির্বাচনের প্রিসাইডিং কর্মকর্তা আলতাফ হোসেন জানেন। তাঁর নির্দেশেই প্রার্থীদের ফোন করে নির্বাচন স্থগিতের বিষয়টি জানিয়েছি।’
এ নিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও প্রিসাইডিং কর্মকর্তা আলতাফ হোসেন বলেন, ‘স্কুলের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম খান মৌখিকভাবে আমাকে জানান ১৪ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হলে আইন-শৃঙ্খলার অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি বিষয়টি ইউএনও স্যারকে জানাই। পরে স্যারের মৌখিক নির্দেশে নির্বাচন স্থগিত করা হওয়ার বিষয়টি প্রধান শিক্ষককে জানাই। তবে পরে এ নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।’
এ ব্যাপারে জানতে মোবাইল ফোনে উপজেলা নির্বাহী অফিসার জিনিয়া জিন্নাতকে একাধিক বার কল করা হয়। কিন্তু ফোন না ধরায় তাঁর কোনো মন্তব্য জানা যায়নি।
দুর্নীতি ও অনিয়মের আখড়ায় পরিণত হয়েছে গাজীপুরের দুটি সাবরেজিস্ট্রি অফিস। গাজীপুর সদর ও গাজীপুর যুগ্ম সাবরেজিস্ট্রি অফিসে ঘুষ ছাড়া কোনো কাজই হয় না। নিয়ম অনুযায়ী প্রতিবছর অডিট করার কথা থাকলেও ১০ বছর ধরে অফিস দুটি অডিট হয় না বলেও অভিযোগ পাওয়া গেছে। দুদকের অভিযানেও উঠে এসেছে অভিযোগের সত্যতা।
২ ঘণ্টা আগেটাঙ্গাইলের বাসাইলে লাঙ্গুলিয়া নদীতে বাঁধ দিয়ে দীর্ঘদিন ধরে মাছ চাষ করছে প্রভাবশালী একটি মহল। এতে বন্ধ হয়ে গেছে পানিপ্রবাহ। বাড়ছে কৃষি ও পরিবেশ বিপর্যয়। এতে স্থানীয় বাসিন্দারা চরমভাবে ক্ষতিগ্রস্ত হলেও লাভবান হচ্ছে অসাধু চক্রটি। তবে এ নিয়ে স্থানীয় প্রশাসনের নীরব ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা
২ ঘণ্টা আগেকুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক ও জনপদের শত কোটি টাকার জায়গা দখল করে গড়ে উঠেছে অবৈধ খাবার হোটেল। এগুলো ট্রাক হোটেল নামে পরিচিত। আর এই হোটেল ব্যবসার আড়ালে মাদকের কারবার চলছে বলে অভিযোগ উঠেছে।
২ ঘণ্টা আগেপটুয়াখালীর দুমকি উপজেলার আলোচিত কলেজছাত্রী লামিয়া আক্তার ধর্ষণ মামলার পলাতক আসামি ইমরান মুন্সিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার বিকেল ৫টার দিকে বরিশাল জেলার এয়ারপোর্ট থানা এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পটুয়াখালী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
৫ ঘণ্টা আগে