Ajker Patrika

শ্রীপুরে ভাইয়ের লাশ বাড়িতে রেখে পরীক্ষা দিল ছোট বোন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  
পরীক্ষার টেবিলে সুরমা আক্তার। ছবি: সংগৃহীত
পরীক্ষার টেবিলে সুরমা আক্তার। ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে ভাইয়ের লাশ বাড়িতে রেখে দাখিল পরীক্ষা দিয়েছে ছোট বোন সুরমা আক্তার। আজ বৃহস্পতিবার উপজেলার ভাংনাহাটি রহমানিয়া কামিল মাদ্রাসা পরীক্ষাকেন্দ্রে দাখিল পরীক্ষায় অংশ নেয় সে। তাদের বাড়ি উপজেলার কাওরাইদ ইউনিয়নের জাহাঙ্গীরপুর গ্রামে।

ওই গ্রামের মো. তাজ উদ্দিনের মেয়ে সুরমা আক্তার স্থানীয় গলদাপাড়া শেখ রিয়াজ উদ্দিন দাখিল মাদ্রাসা থেকে এ বছর দাখিল পরীক্ষায় অংশ নিয়েছে।

গলদাপাড়া শেখ রিয়াজ উদ্দিন দাখিল মাদ্রাসার সুপার মো. আমিনুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘সুরমা আক্তারের বড় ভাই আরিয়ান জান্নাত কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন। আজ সকালে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে মাদ্রাসার দুজন শিক্ষক সুরমাদের বাড়িতে পাঠিয়ে তার স্বজনসহ পরীক্ষাকেন্দ্রে নিয়ে আসি। সে যেন ভেঙে না পড়ে, সে জন্য হলের দায়িত্বে থাকা শিক্ষকেরা তাকে সান্ত্বনা দিয়েছেন।’

স্থানীয় বাসিন্দা আফাজ উদ্দিন বলেন, ‘মৃত্যু তো আর বলে-কয়ে আসে না। ভাইয়ের মৃত্যু হলে তাঁর লাশ বাড়ির উঠানে রেখে পরীক্ষা দিতে যায় সুরমা। পরে স্থানীয় বাসিন্দারা তার বড় ভাইয়ের জানাজা শেষে লাশ দাফন করেন।’

ভাংনাহাটি রহমানিয়া কামিল মাদ্রাসা পরীক্ষাকেন্দ্রের সচিব মো. ফারুক আহমেদ মমতাজী বলেন, ভাইয়ের মরদেহ বাড়িতে রেখে এক ছাত্রী পরীক্ষায় অংশ নিয়েছে। শিক্ষক ও স্বজনেরা পরীক্ষা শেষে তাকে বাড়িতে পৌঁছে দিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

১১ বছর বয়সেই যৌন সম্পর্ক, ১৩-তে ছয় নারীর শয্যাসঙ্গী হন এই ব্রিটিশ রাজপুত্র

যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ৩ বিলিয়ন ডলারের অস্ত্রক্রয় চুক্তি স্থগিত করেছে ভারত

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর ‘দমন-পীড়নে’ ২০২ শিক্ষকের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত