Ajker Patrika

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থীর মৃত্যু, পুলিশের ধারণা আত্মহত্যা

ঢামেক প্রতিনিধি
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১৮: ০৩
রাজধানীতে ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থীর মৃত্যু, পুলিশের ধারণা আত্মহত্যা

রাজধানীর বনানী এলাকায় ট্রেনে কাটা পড়ে নুরে আলম সিদ্দিক (১৯) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। 

গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে বনানী মাছরাঙ্গা টেলিভিশন সেন্টার-সংলগ্ন বিপরীত পাশের রেললাইনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। 

নুরে সিদ্দিক নওগাঁ জেলার বদলগাছী উপজেলার প্রধান কুণ্ডি গ্রামের আমিনুল ইসলামের (মৃত) ছেলে। গাজীপুরের টঙ্গীর ইন্টারন্যাশনাল নার্সিং কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলেন তিনি। 

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) সহকারী উপপরিদর্শক (এএসআই) আনোয়ার হোসেন জানান, গত রাত ১০টার দিকে মাছরাঙা টিভি সেন্টারের বিপরীত পাশের রেললাইন থেকে ওই ছাত্রের মৃতদেহটি উদ্ধার করা হয়। তার শরীর থেকে মাথা বিচ্ছিন্ন অবস্থায় ছিল। ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। তবু বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। 

এদিকে নুরে সিদ্দিকের ভগ্নিপতি মো. ফরহাদ হোসেন জানান, টঙ্গীর ইন্টারন্যাশনাল নার্সিং কলেজে (ডিপ্লোমা নার্সিং) ২০২০-২১ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন নুর। এলাকায় একটি মেসে থাকতেন। গতকাল বিকেল ৪টার দিকে ঘুরতে যাওয়ার কথা বলে বের হন। বের হওয়ার আগে ব্যবহৃত মোবাইল ফোনের সিম কার্ডটি খুলে অন্য একটি ফোনে ভরে মেসে রেখে যান। রাতে পুলিশের মাধ্যমে তাঁর মৃত্যুর খবর জানতে পারেন। 

আত্মহত্যাই যদি করে থাকেন, তাহলে এর পেছনে কী কারণ থাকতে পারে, সে ব্যাপারে কিছু বলতে পারেননি স্বজনেরা। দুই ভাইবোনের মধ্যে নুর সিদ্দিক ছিলেন সবার ছোট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত