Ajker Patrika

কদমতলীতে জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে শিশুর মৃত্যু

ঢামেক প্রতিনিধি
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২২, ২১: ১১
কদমতলীতে জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে শিশুর মৃত্যু

রাজধানীর কদমতলী তুষারধারা এলাকায় জমে থাকা বৃষ্টির পানিতে পরে নুসরাত আক্তার (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার বেলা ৩টার দিকে বাসার পাশের পানিতে পড়ে নুসরাত। পরে মুমূর্ষু অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল পৌনে ৫টার দিকে মৃত ঘোষণা করেন। 

নিহত শিশুর বাবা নাজমুল ইসলাম বলেন, তাঁদের বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলার কৃষ্ণপুর গ্রামে। বর্তমানে কদমতলি তুষারধারা আবাসিক এলাকায় একটি বাসার দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন। পাশেই একটি নতুন ভবন হচ্ছে। বাসায় তাঁর স্ত্রী সুমি আক্তার তিন মেয়েকে নিয়ে ছিলেন। হঠাৎ সবার অগোচরে নুসরাত সিঁড়ি বেয়ে নিচে নেমে যায়। 

নাজমুল বলেন, ‘বাসায় নুসরাতকে না পেয়ে স্ত্রী সুমি দ্রুত নিচে নেমে দেখে নুসরাত পানিতে উপুড় হয়ে পড়ে আছে। পরে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে যাই।’ 

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

‘কথিত আওয়ামী লীগ সদস্যদের’ বাংলাদেশবিরোধী তৎপরতার বিষয়ে ভারত অবহিত নয়: মুখপাত্র

কলকাতার নিউটাউনে বসে আয়েশ করছেন আওয়ামী লীগ নেতারা

চাকরি না ছেড়েই বিদেশে পাড়ি, ৪৮ শিক্ষক বরখাস্ত

ভিসা ছাড়া পাকিস্তান সফরের চুক্তি হতে পারে শিগগির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত