Ajker Patrika

রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

রাজবাড়ী প্রতিনিধি
আপডেট : ০৯ নভেম্বর ২০২৩, ১৪: ৪৭
রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলার খানখানাপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

রাজবাড়ী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমনাথ বসু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি সকাল ১০টা ৪০ মিনিটের দিকে সদর উপজেলার খানখানাপুর এলাকায় পৌঁছালে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই এক বৃদ্ধ নিহত হন। খবর পেয়ে জিআরপি থানা-পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছে। নিহত বৃদ্ধের বয়স আনুমানিক ৬৫ থেকে ৭০ বছর।

ওসি আরও জানান, নিহত ওই বৃদ্ধ রেললাইন দিয়ে হাঁটছিলেন নাকি রেললাইন পার হচ্ছিলেন, তা এখনো জানা যায়নি। এমনকি নিহতের পরিচয়ও পাওয়া যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত