Ajker Patrika

উঠানে নারীর লাশ, ছাদ থেকে পড়ে মৃত্যুর ধারণা পুলিশের 

গোপালগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৫ মার্চ ২০২৪, ১৯: ২৪
উঠানে নারীর লাশ, ছাদ থেকে পড়ে মৃত্যুর ধারণা পুলিশের 

গোপালগঞ্জ শহরতলির ব্যাংকপাড়া এলাকার একটি বাড়ির উঠান থেকে অজ্ঞাতনামা এক নারীর (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে চাঁদমারী রোডের মহিদুল ইসলাম বিশ্বাসের বাড়ির উঠান থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ বলছে, পাশের আটতলা ভবনের ছাদ থেকে পড়ে ওই নারীর মৃত্যু হতে পারে। 

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুরের দিকে মহিদুল ইসলাম বিশ্বাসের বাড়ির টিনের চালে হঠাৎ বিকট শব্দ হয়। এ সময় বাড়ির লোকজন ঘর থেকে বের হয়ে অজ্ঞাতনামা ওই নারীর দেহ দেখতে পায়। পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করে। 

বাড়ির মালিক মহিদুল ইসলাম বিশ্বাস বলেন, ‘আমি নামাজ পড়ার জন্য অজু করতে ছিলাম। হঠাৎ দুপুর পৌনে ১২টার দিকে আমার বাসার একটি টিনের ঘরের সামনের ছাউনি শেডের ওপর বিকট শব্দ হয়। এ সময় আমিসহ আমার পরিবারের লোকজন ও প্রতিবেশীরা এগিয়ে আসলে দেখতে পাই একটি মেয়ে পড়ে আছে। তার অবস্থা আশঙ্কাজনক, শুধু পা নড়ছে। কিছুক্ষণের মধ্যেই মেয়েটির মৃত্যু হয়। বাড়ির পাশের আটতলা ভবনের ছাদ থেকে পড়ে মেয়েটির মৃত্যু হয়েছে।’ 

এদিকে নারীর পরিচয় শনাক্তের জন্য গোপালগঞ্জ পিবিআইয়ের একটি টিম ঘটনাস্থলে এসে আঙুলের ছাপ নেওয়াসহ বিভিন্ন বিষয়ে কাজ করেছে। পরে বেলা সাড়ে ৩টার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। 

ওসি আরও বলেন, ‘ধারণা করা হচ্ছে, পাশের একটি আটতলা বিল্ডিংয়ের ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে মেয়েটির। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে, এটি হত্যা নাকি আত্মহত্যা। বিষয়টি আমরা গভীরভাবে তদন্ত করে দেখছি। তবে এখন পর্যন্ত নিহতের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বঙ্গবন্ধু ও মুজিবনগর সরকারের সদস্যদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বহাল থাকছে

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত