Ajker Patrika

হত্যা মামলায় আনিসুল, সালমানসহ ৫ জন আবারও রিমান্ডে

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ২০: ৪৫
আনিসুল হক, সালমান এফ রহমান, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু ও চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। ছবি: ফাইল ছবি
আনিসুল হক, সালমান এফ রহমান, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু ও চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। ছবি: ফাইল ছবি

যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া দুটি হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানসহ পাঁচজনকে বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করা হয়েছে। আজ সোমবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. জিয়াদুর রহমান এ আদেশ দেন।

বাকি তিনজন হলেন—ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু ও সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। সেই সঙ্গে এই পাঁচজনসহ আরও ১২ জনকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

আজ সোমবার সকালে কারাগার থেকে তাদের আদালতে হাজির করা হয়। সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত পৃথক পৃথকভাবে গ্রেপ্তার দেখানো ও রিমান্ডের আদেশ দেন। পরে তাদের আবার কারাগারে নেওয়া হয়। যাদের রিমান্ড মঞ্জুর হয়েছে তাঁদের কারাগার থেকেই রিমান্ডে নেওয়া হবে বলে জানা গেছে।

যাত্রাবাড়ী থানার পুলিশের দুই উপপরিদর্শক এবং মামলার তদন্ত কর্মকর্তাও তাদের দুই মামলায় রিমান্ড প্রার্থনা করেন। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিলসহ জামিন চেয়ে পৃথক আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত