Ajker Patrika

সিংগাইরে ড্রেজার মেশিনে চলছে বালু উত্তোলন, হুমকিতে কৃষিজমি ও বসতবাড়ি

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২২, ১৪: ৫৩
সিংগাইরে ড্রেজার মেশিনে চলছে বালু উত্তোলন, হুমকিতে কৃষিজমি ও বসতবাড়ি

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার বলধারা ইউনিয়নে আটটি অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে চলছে মাটি ও বালু উত্তোলন। এতে হুমকিতে পড়ছে কৃষিজমি ও বসতবাড়ি। স্থানীয়রা এ বিষয়ে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।  

গতকাল মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, বলধারা ইউনিয়নের চারটি গ্রামে চলছে অবৈধ আটটি ড্রেজার মেশিন। এগুলো হলো মো. কুদ্দুসের মালিকানাধীন খোলাপাড়া এলাকার এএবি ইটভাটায় তিনটি, মো. আকবরের মালিকানাধীন বেরুন্ডি এলাকার কেবিসি ইটভাটায় দুুটি, বলধারা এলাকার আব্দুল জলিলের ইটভাটায় দুটি ও মানিকদহর এলাকার আব্দুল আজিজের ইটভাটায় একটি ড্রেজার মেশিন বসিয়ে কৃষিজমির মাটি ও বালু তোলা হচ্ছে। এসব ড্রেজার মেশিন দিয়ে কৃষিজমি ও পুকুর থেকে অবাধে মাটি ও বালু তুলে বিভিন্ন জায়গা ভরাট করা হচ্ছে। জমিগুলো ৬০-৭০ ফুট গভীর করে খনন করায় পাশের কৃষিজমি ও বসতবাড়ি ভেঙে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। অনেক কৃষক তাঁদের শেষ সম্বল বাধ্য হয়ে নামমাত্র মূল্যে বিক্রি করে দিচ্ছেন ওই মাটি ব্যবসায়ীদের কাছে। 

রামকান্তপুর এলাকার মো. আরশেদ বলেন, দীর্ঘদিন ধরে অবাধে চলছে অবৈধ এসব ড্রেজার মেশিন। জমিগুলো এত গভীর করে কাটা হচ্ছে, যেকোনো সময় পাশের জমিগুলো ধসে পড়বে। প্রশাসনের কোনো ধরনের হস্তক্ষেপ চোখে পড়ছে না। 

স্থানীয় আজিজ, সিদ্দিক, হাসমত, হামিদুর রহমানসহ বেশ কয়েকজন ভুক্তভোগী বলেন, ইটভাটার মালিকেরা ড্রেজার দিয়ে এমনভাবে গভীর করে মাটি কাটে, যার ফলে পাশের কৃষিজমি বিক্রি করতে বাধ্য হয়। আবার কেউ যদি ইচ্ছা করে জমি দিতে না চায়, তাহলে সেখানে জোরপূর্বক মাটি কাটা শুরু করে দেয়। তখন কারও কিছু করার থাকে না। অবশেষে ওই ড্রেজার মালিকদের কাছেই কমমূল্যে জমি ছেড়ে দিতে হয় কৃষকদের। প্রশাসনকে জানালেও তেমন ব্যবস্থা নেওয়া হয় না। 

অভিযুক্ত কেবিসি ইটভাটার মালিক মো. আকবর হোসেন বলেন, ‘অল্প কিছু বালু তুলেছি, এতে পাশের জমির তেমন কোনো ক্ষতি হবে না। এ ছাড়া বলধারার সব ইটভাটার মালিকই তো ড্রেজার দিয়ে মাটি কাটে।’ 

বলধারা এলাকার ভাটার মালিক আব্দুল জলিল বলেন, ‘জমিতে পানি থাকায় মনে হচ্ছে গভীর করে বালু তুলেছি। পানি কমলে বুঝতে পারবেন ড্রেজার দিয়ে অল্প গভীর করে মাটি কাটা হয়েছে।’ 

সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপন দেবনাথ বলেন, ‘খোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বালু ফেলার বিষটি আমার জানা আছে। তবে এর বাইরে ড্রেজার মেশিন দিয়ে যদি কেউ একটি বালুও ফেলে, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত