Ajker Patrika

নরসিংদীতে ২৪ ঘণ্টায় আরও ৬৬ জনের করোনা শনাক্ত

প্রতিনিধি, নরসিংদী
নরসিংদীতে ২৪ ঘণ্টায় আরও ৬৬ জনের করোনা শনাক্ত

নরসিংদীতে গত ২৪ ঘণ্টায় নতুন ৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের মোট সংখ্যা দাঁড়াল চার হাজার ৯২৫ জনে। আজ সোমবার (১২ জুলাই) সকালে এ তথ্য জানিয়েছেন নরসিংদীর সিভিল সার্জন মো. নূরুল ইসলাম। 

সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় মোট ২৩৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে আরটিপিসিআর ল্যাবে ১৫১ জনের নমুনা পরীক্ষায় ৪২ জন ও ৮৭ জনের র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় ২৪ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৩৯ জন, রায়পুরাতে পাঁচজন, বেলাবতে তিনজন, মনোহরদীতে একজন, শিবপুরে তিনজন ও পলাশ উপজেলায় ১৫ জন শনাক্ত হন। নমুনা সংখ্যা বিবেচনায় করোনা শনাক্তের হার ২৭ দশমিক ৭৩ শতাংশ। 

এ পর্যন্ত শনাক্তদের মধ্যে সদর উপজেলায় দুই হাজার ৯৮২ জন, শিবপুরে ৪২৩ জন, পলাশে ৭৭০ জন, মনোহরদীতে ২৬১ জন, বেলাবোতে ২২৭ জন ও রায়পুরা উপজেলাতে ২৬২ জন। 

নরসিংদী জেলা থেকে এ পর্যন্ত ৩১ হাজার ২৭১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। জেলায় বর্তমানে করোনা আক্রান্ত রোগী সংখ্যা ৪১৪ জন। এর মধ্যে হাসপাতাল আইসোলেশনে আছেন ৪১ জন ও হোম আইসোলেশনে রয়েছেন ৩৭৩ জন। 

জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৬৫ জন। এর মধ্যে নরসিংদী সদরে ৩৩ জন, পলাশে ছয়জন, বেলাবতে সাতজন, রায়পুরায় আটজন, মনোহরদীতে চারজন ও শিবপুরে সাতজন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত