উত্তরা (ঢাকা) প্রতিনিধি
গাজীপুরের কালীয়াকৈর এলাকায় সাবেক স্ত্রী মোছা. মোরশেদা (২২) ও শাশুড়ি মোছা. ফুলবানুকে (৪৫) পেট্রল দিয়ে আগুনে পুড়ে হত্যা মামলায় যুবক রাহিল রানা ওরফে তানভীরকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব। গাজীপুরের বাসন থানাধীন নাওজোড় এলাকা থেকে গতকাল শনিবার তাঁকে গ্রেপ্তার করা হয়।
আজ রোববার দুপুরে এ তথ্য জানিয়েছেন র্যাব-১ এর সহকারী পুলিশ সুপার (অপ্স অ্যান্ড মিডিয়া) মো. মাহফুজুর রহমান।
গ্রেপ্তার তানভীর টাঙ্গাইল সদরের বরুহা গ্রামের নাজিম উদ্দিনের ছেলে। গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
র্যাব-১ এর সহকারী পুলিশ সুপার (অপ্স অ্যান্ড মিডিয়া) মো. মাহফুজুর রহমান বলেন, গত ১৭ অক্টোবর রাতে তানভীর গাজীপুরের কালিয়াকৈর উত্তর সফিপুর এলাকায় মোর্শেদার বাড়ির সামনে যান। সেখানে তানভীর তার দুই বছর বয়সী মেয়ে রাইসাকে নিয়ে এসেছে বলে মোর্শেদাকে দরজা খুলতে বলেন। মোর্শেদা ও তাঁর মা ফুলবানু দরজা খোলা মাত্রই তানভীর ও তার সহযোগী ২–৩ জন তাদের সঙ্গে থাকা পেট্রল ছিটিয়ে সাবেক স্ত্রী-শাশুড়ির শরীর ও ঘরের জিনিসপত্রে আগুন লাগিয়ে দেয়।
এরপর ঘরের বাইরে থেকে দরজা লাগিয়ে দিয়ে পালিয়ে যায়। তাদের চিৎকারে আশপাশের লোকজন এসে উদ্ধার করে ঢাকার শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে গেলে সেখানে তাদের মৃত্যু হয়।
এ ঘটনায় মোর্শেদা নানি ও ফুলবানুর মা আম্বিয়া বেগম বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি হত্যা মামলা করেন। ওই মামলায় তানভীরকে গাজীপুরের বাসন থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে কালিয়াকৈর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এএসপি মাহফুজুর রহমান বলেন, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তানভীর তার সাবেক স্ত্রী-শাশুড়িকে আগুনে পুড়িয়ে হত্যার কথা স্বীকার করেছে।
উল্লেখ্য, টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা সদরের তানভীর আহাম্মেদের সঙ্গে পাঁচ বছর আগে নাটোর সদরের লক্ষ্মীপুরা এলাকার মুকুল আলীর মেয়ে মোর্শেদা বেগমের বিয়ে হয়। পারিবারিক কলহের জেরে কয়েক মাস ধরে তানভীর একসঙ্গে থাকতেন না। কিছুদিন আগে মোর্শেদা বেগম তাঁকে তালাক দেন। এ খবরে তানভীর ক্ষুব্ধ ছিলেন।
গাজীপুরের কালীয়াকৈর এলাকায় সাবেক স্ত্রী মোছা. মোরশেদা (২২) ও শাশুড়ি মোছা. ফুলবানুকে (৪৫) পেট্রল দিয়ে আগুনে পুড়ে হত্যা মামলায় যুবক রাহিল রানা ওরফে তানভীরকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব। গাজীপুরের বাসন থানাধীন নাওজোড় এলাকা থেকে গতকাল শনিবার তাঁকে গ্রেপ্তার করা হয়।
আজ রোববার দুপুরে এ তথ্য জানিয়েছেন র্যাব-১ এর সহকারী পুলিশ সুপার (অপ্স অ্যান্ড মিডিয়া) মো. মাহফুজুর রহমান।
গ্রেপ্তার তানভীর টাঙ্গাইল সদরের বরুহা গ্রামের নাজিম উদ্দিনের ছেলে। গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
র্যাব-১ এর সহকারী পুলিশ সুপার (অপ্স অ্যান্ড মিডিয়া) মো. মাহফুজুর রহমান বলেন, গত ১৭ অক্টোবর রাতে তানভীর গাজীপুরের কালিয়াকৈর উত্তর সফিপুর এলাকায় মোর্শেদার বাড়ির সামনে যান। সেখানে তানভীর তার দুই বছর বয়সী মেয়ে রাইসাকে নিয়ে এসেছে বলে মোর্শেদাকে দরজা খুলতে বলেন। মোর্শেদা ও তাঁর মা ফুলবানু দরজা খোলা মাত্রই তানভীর ও তার সহযোগী ২–৩ জন তাদের সঙ্গে থাকা পেট্রল ছিটিয়ে সাবেক স্ত্রী-শাশুড়ির শরীর ও ঘরের জিনিসপত্রে আগুন লাগিয়ে দেয়।
এরপর ঘরের বাইরে থেকে দরজা লাগিয়ে দিয়ে পালিয়ে যায়। তাদের চিৎকারে আশপাশের লোকজন এসে উদ্ধার করে ঢাকার শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে গেলে সেখানে তাদের মৃত্যু হয়।
এ ঘটনায় মোর্শেদা নানি ও ফুলবানুর মা আম্বিয়া বেগম বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি হত্যা মামলা করেন। ওই মামলায় তানভীরকে গাজীপুরের বাসন থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে কালিয়াকৈর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এএসপি মাহফুজুর রহমান বলেন, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তানভীর তার সাবেক স্ত্রী-শাশুড়িকে আগুনে পুড়িয়ে হত্যার কথা স্বীকার করেছে।
উল্লেখ্য, টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা সদরের তানভীর আহাম্মেদের সঙ্গে পাঁচ বছর আগে নাটোর সদরের লক্ষ্মীপুরা এলাকার মুকুল আলীর মেয়ে মোর্শেদা বেগমের বিয়ে হয়। পারিবারিক কলহের জেরে কয়েক মাস ধরে তানভীর একসঙ্গে থাকতেন না। কিছুদিন আগে মোর্শেদা বেগম তাঁকে তালাক দেন। এ খবরে তানভীর ক্ষুব্ধ ছিলেন।
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
২ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
২ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান...
২ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
৩ ঘণ্টা আগে