Ajker Patrika

উপজেলা নির্বাচন: ক্ষমা চাওয়ার ১ দিন পর ফের শোকজ পেলেন জাপা নেতা 

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ২১: ৪০
উপজেলা নির্বাচন: ক্ষমা চাওয়ার ১ দিন পর ফের শোকজ পেলেন জাপা নেতা 

আবারও আচরণবিধি ভঙ্গের অভিযোগে নারায়ণগঞ্জের বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও জেলা জাতীয় পার্টির নেতা মাকসুদ হোসেনকে শোকজ করেছে জেলা নির্বাচন অফিস। আজ মঙ্গলবার রিটার্নিং অফিসার কাজী ইস্তাফিজুল হক আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ২৭ এপ্রিল একাধিক ক্যাম্প স্থাপন ও দেয়ালে পোস্টার সাঁটানোর অভিযোগে তাঁকে শোকজ করা হয়। পরদিন ২৮ এপ্রিল শোকজের জবাবে ক্ষমা প্রার্থনা করে পোস্টার এবং ক্যাম্প সরিয়ে নেন। এর দুই দিনের মাথায় তাকে ফের শোকজ করা হয়।

শোকজ নোটিশে বলা হয়েছে, আপনি আপনার নির্বাচনী এলাকায় এক শ মাইক্রো, হাইস, প্রাইভেট কার ও জিপ গাড়ি নিয়ে শোডাউন করেছেন যা বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হয়। প্রচার কাজে গাড়ির বহর নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট পরিপন্থী ও আচরণবিধি লঙ্ঘন।’

এ বিষয়ে রিটার্নিং অফিসার কাজী ইস্তাফিজুল হক আকন্দ আজকের পত্রিকাকে বলেন, ‘উপজেলা নির্বাচনে আচরণবিধি ভঙ্গের অভিযোগে তাঁকে ফের শোকজ করা হয়েছে। আগামী ১২ ঘণ্টার মধ্যে তাঁকে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যথায় আচরণবিধি ভঙ্গের দায়ে নির্বাচন কমিশন বরাবর প্রার্থিতা বাতিলের চিঠি দেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত